সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সুমন মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সেলিম রেজা।এর আগে শুক্রবার দুপুরে রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১ ও সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম। গ্রেপ্তার সুমন মিয়া উপজেলার রামভদ্র খানাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগকর্মী বলে জানা গেছে।গত ৬ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাড়ির কিছুটা দূরে মৎস খামার থেকে ফিরছিলেন ইলিয়াস। পথে একই এলাকার গানডার বিলের খানাবাড়িতে কয়েকজন দুর্বৃত্ত তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এসময় তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্বজন ও স্থানীয়রা তাকে গুরত্বর আহত অবস্থায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৭জুন বিকাল ৪ টার দিকে মৃত্যু হয় ইলিয়াসের।ইলিয়াসকে হাসপাতালে নেওয়ার সময়কার ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওতে আহত ইলিয়াসকে বলতে শোনা যায় সুন্দরগঞ্জের মজিবরের বেটা (ছেলে) যুবলীগের সুমন, ডাকুয়ার ছেলে যুবাইর ও তালেবের ছেলে সহ চারজন লোহার রড দিয়ে তাকে বেধরক পিটিয়েছে। কমপক্ষে ২০০ বার তাকে আঘাত করা হয়েছে বলেও ভিডিওতে বলতে শোনা যায় ইলিয়াসকে। পরে যুবলীগের ওই সুমনের বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।পরে (৮ জুন) নিহতের স্ত্রী লিপি বেগম বাদী হয়ে ১০ জনকে নামীয় ও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর ১০ জুন বিকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র বেকি, ছুড়ি, লোহার রডসহ এজাহার নামীয় ৬নম্বর আসামী নীল মিয়ার স্ত্রী স্বপ্না বেগমকে (আসামি সুমন মিয়ার বড় ভাইয়ের স্ত্রী) গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ।এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার (ওসি তদন্ত) সেলিম রেজা বলেন, সুন্দরগঞ্জ থানা পুলিশ ও র্যাব যৌথ অভিযানে ঢাকা থেকে আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমন সেখানে আত্মগোপনে ছিলেন।তিনি আরো বলেন, শনিবার সকালে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় এপর্যন্ত এক নারীসহসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে জানান তিনি।ভোররে আকাশ/এসএইচ
২১ জুন ২০২৫ ০৬:৩৩ পিএম
সুন্দরগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
গাইবান্ধার সুন্দরগঞ্জে জনতা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে দা দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যার ঘটনায় স্বামী লতিফ মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।শনিবার বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ।এর আগে, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর মৎস্য খামার গ্রামে (ভাটিকাপাসিয়া কছিম বাজার সংলগ্ন) এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত জনতা ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে। প্রায় ১১ বছর আগে তার বিয়ে হয় উত্তর শ্রীপুর মৎস্য খামার গ্রামের (ভাটিকাপাসিয়া কছিম বাজার সংলগ্ন) মতলব মিয়ার ছেলে লতিফ মিয়ার সঙ্গে। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে জন্ম নেয়।মামলা সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা পারিবারিক বিষয়ে জনতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সালিশ হলেও নির্যাতন বন্ধ হয়নি।হত্যাকাণ্ডের দিন সকালে ‘তাবিজ’ বের করার নাম করে একটি পরিকল্পিত নাটক সাজিয়ে জনতাকে ফাঁসাতে চায় লতিফ মিয়া ও তার স্বজনরা। এতে জনতা প্রতিবাদ করলে স্বামী তাকে কিলঘুষি মারতে থাকেন। ভয়ে তিনি ঘরের মাচার নিচে লুকিয়ে পড়লে সেখান থেকে টেনে বের করে তার হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর লতিফ ধারালো দা দিয়ে তার গলার পাশে কোপ দিলে তিনি গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় প্রায় এক ঘণ্টা ফেলে রাখার পর আসামিরা তাকে অজ্ঞাতনামা একটি ভ্যানে করে সীচা বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক জনতাকে মৃত ঘোষণা করলে তার মরদেহ কছিম বাজার কাঠের ব্রিজের উত্তরে ফেলে রেখে সবাই পালিয়ে যায়।নিহতের বড় ভাই শহিদ মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় স্বামীসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।সুন্দরগঞ্জ থানার ওসি বলেন, ‘এ ঘটনায় নিহতের বড় ভাই বাদি হয়ে একটি মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।ভোরের আকাশ/আজাসা
১৪ জুন ২০২৫ ০৬:২৬ পিএম
সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় সেনেহা আক্তার (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন।শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারায় গ্রামের সমস-মাঠেরহাট গ্রামীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫০-৬০ জন যাত্রী একটি ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ভেলারায় গ্রামের কাছে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।এ সময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তবে কর্তব্যরত চিকিৎসক শিশু সিনহাকে (৬) মৃত ঘোষণা করেন। নিহত শিশু সিনহা উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ছিলামনি গ্রামের সাজেদুল ইসলামের ছেলে এবং তার বাবা-মায়ের সাথে সে ঢাকায় যাচ্ছিলো। ঘটনার পর থেকে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছেন।শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য এটিএম ফারুকুল ইসলাম বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। ছোট্ট একটি শিশুর এভাবে প্রাণ হারানো সত্যিই হৃদয়বিদারক। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুন ২০২৫ ১০:৫৩ এএম
সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের চারা বিতরণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ জুন) বিকেলে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে পৌর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. শাওন হোসাইন।এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যাপক মোস্তাফিজার রহমান, গাইবান্ধা সরকারি কলেজ শিবিরের সভাপতি শাকিল আহমেদ, সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি সোহান ইসলাম, পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহ সুলতান শাহিন সরকার, আদর্শ উপজেলা শাখার সেক্রেটারি সাজ্জাদ হোসাইন এবং পৌর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান নূর প্রমুখ।বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে কলেজ মাঠে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।প্রধান অতিথি ফেরদৌস সরকার রুম্মান বলেন, ‘প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মকে বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে এখন থেকেই আমাদের সচেতন হতে হবে। ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজের প্রিয় কাফেলা হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুধু শারীরিক ও মানসিক উৎকর্ষেই নয়, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও সংগঠনটি সচেতন ভূমিকা রেখে চলেছে।আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
১১ জুন ২০২৫ ০৯:২৩ পিএম
সুন্দরগঞ্জে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা নিহত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ইলিয়াস মিয়া (৪০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) বিকেল ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।আজ রাত ১১টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ। নিহত ইলিয়াস মিয়া উপজেলার রামভদ্র খানাবাড়ি এলাকার বাসিন্দা ও মৃত আব্দুল ব্যাপারীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইলিয়াস মিয়া নিজ বাড়ির কাছাকাছি একটি মাছের খামার থেকে ফিরছিলেন। এ সময় গানডার বিল খানাবাড়ি এলাকায় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় ইলিয়াসকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৪টার দিকে তিনি মারা যান।এদিকে, ইলিয়াসকে হাসপাতালে নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একজনের প্রশ্নের জবাবে ইলিয়াস বলেন, সুন্দরগঞ্জের মজিবরের ছেলে যুবলীগকর্মী সুমন, ডাকুয়ার ছেলে যুবাইর ও তালেবের ছেলে সহ চারজন মিলে লোহার রড দিয়ে তাকে বেধড়ক পিটিয়েছে। তিনি দাবি করেন, তাকে অন্তত ২০০ বার আঘাত করা হয়েছে।সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, এখনো পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।তিনি আরও বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, শনিবার রাত পৌনে ১০টার দিকে নিহত ইলিয়াসের ভিডিওতে নাম আসা যুবলীগের সুমনের বাড়ি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।ভোরের আকাশ/এসএইচ