চট্টগ্রামের সাতকানিয়ায় খালে ভাসমান অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় ইছামতি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম ইয়াছিন (১৪)। সে একই এলাকার আবুল কালাম আজাদ ও বাবলী আক্তারের ছেলে এবং খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসার ছাত্র।পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইয়াছিন মাদ্রাসায় না যাওয়ার জন্য মায়ের সাথে জোরাজুরি করে। পরে মা জোর করে মাদ্রাসায় দিয়ে আসলে সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার তিন দিন পর শনিবার সকালে খালে তার লাশ ভেসে ওঠে।খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/তা.কা
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৭ পিএম
সাতকানিয়ায় ২৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ২৯৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর দুয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম আরমান (২৭)। তিনি একই এলাকার বাসিন্দা মুবিন আলমের পুত্র।আর্মি ক্যাম্প সূত্র জানায়, ভোরে নিয়মিত টহলের সময় আরমানকে আটক করা হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ২৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ বিষয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শামীম পারভেজ বলেন, মাদক কারবার ও চোরাচালান প্রতিরোধে আর্মি ক্যাম্প সর্বদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।স্থানীয়রা জানান, আটককৃত আরমান দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা ব্যবসা করে আসছিল। তবে যৌথ বাহিনীর তৎপরতার কারণে সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে।আটককৃত আরমানকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।ভোরের আকাশ/জাআ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৩ পিএম
গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় একজন গ্রেফতার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত যুবক হলেন আরকান চৌধুরী (২৫)। তিনি সাতকানিয়ার ৪নং কাঞ্চনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কাঞ্চনা মনুফকিরহাট এলাকার জাফর চৌধুরী বাড়ির বাসিন্দা। তার পিতা মো. জাকির হোসেন ও মাতা মনোয়ারা বেগম।পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে কাঞ্চনা ইউনিয়নের মনুফকিরহাট বাজার সংলগ্ন চৌধুরীপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা থেকে প্রায় ৩ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তের অংশ হিসেবে সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে (১৩ সেপ্টেম্বর) আরকান চৌধুরীকে গ্রেফতার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে সাতকানিয়া থানার এক কর্মকর্তা জানান, “গ্রামীণ ব্যাংকের টাকার ছিনতাই ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বাকি আসামিদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।ভোরের আকাশ/জাআ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪১ পিএম
সাতকানিয়ায় নুরুল কবিরের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত নুরুল কবিরের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়।এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান তৎপরতার কথা উল্লেখ করে নুরুল কবিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।নিহত নুরুল কবিরের তিন মাদ্রাসা পড়ুয়া সন্তানের শিক্ষার দায়িত্ব ও সহযোগিতার বিষয়েও প্রশাসন আশ্বস্ত করে।ভোরের আকাশ/এসএইচ
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট রেল ক্রসিং এলাকায় শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন।বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে ঈগল, মারশা ও পূরবী পরিবহনের ৫টি গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে ফেলা হয়।এ সময় পরিবেশ আইন ২০১০ এর বিভিন্ন ধারায় গাড়ির মালিকদের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
১০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪০ পিএম
কেরানীহাট মহাসড়কে অকেজো গাড়ির বিরুদ্ধে প্রশাসনের অভিযান
দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাতকানিয়ার কেরানীহাট ছুঁয়ে যাওয়া চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ও কেরানীহাট–বান্দরবান মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো গাড়ি ছুটে চলে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের উভয় পাশে অকেজো ট্রাক ও ডাম্পার ফেলে রাখায় সৃষ্টি হচ্ছিল যানজট, বাড়ছিল দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে পড়ছিল সাধারণ মানুষ।অবশেষে সরাসরি মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের বিভিন্ন স্পটে ফেলে রাখা অকেজো গাড়ির বিরুদ্ধে অভিযান চালায় সাতকানিয়া উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গাড়ির সামনে একের পর এক নোটিশ টাঙানো হয়। নোটিশে উল্লেখ থাকে—আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে গাড়ি সরাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি না সরালে তা ক্রোক করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের প্রতিক্রিয়া কেরানীহাট বাজারের ব্যবসায়ী মো: শাহেদ বলেন, “প্রতিদিনই এখানে যানজট লেগে থাকে। দোকানে মাল আনতে–নিতেও ভোগান্তি পোহাতে হয়। অবশেষে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেলাম।”স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, “রাস্তার ধারে এসব ভাঙা গাড়ি থাকায় আমাদের বাচ্চাদের স্কুলে আনা–নেওয়া করতে অনেক কষ্ট হতো। দুর্ঘটনার ভয়ে সবসময় আতঙ্কে থাকতে হতো। প্রশাসনের পদক্ষেপে আশা করছি এখন সড়কটা নিরাপদ হবে।”স্থানীয়দের প্রত্যাশা, সময়সীমা শেষে যেন কঠোরভাবে ব্যবস্থা নিয়ে মহাসড়ককে পুরোপুরি দখলমুক্ত রাখা হয়।ভোরের আকাশ/জাআ
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৩৮ পিএম
সাতকানিয়ায় চার ইঞ্চি জায়গার বিরোধে দিনমজুর খুন
চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গার সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিরিচের কোপে নুরুল কবির (৩৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছড়ারকূল এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন।নিহত নুরুল কবির ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। হামলায় তার মা মমতাজ বেগম (৫৫), ভাই জানে আলম (২৭) ও মো. আবছার (৩৭) আহত হয়েছেন। আহত জানে আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ঘটনার রাতে নিহতের চাচাতো ভাই নেজাম উদ্দিন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও দুজনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।স্থানীয় সূত্রে জানা যায়, চার ইঞ্চি চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত মাসে প্রতিপক্ষ নিহতের বাড়ির পাশের বাথরুম ভেঙে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা চালায়। এ ঘটনায় নুরুল কবির থানায় অভিযোগ দেন। পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিলেও শনিবার আবারও দেয়াল নির্মাণের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের কিরিচের কোপে গুরুতর আহত হন নুরুল কবির।নিহতের মা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, “মাত্র চার ইঞ্চি জায়গার জন্য আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। তাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়।”সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুদীপ্ত রেজা জানান, সীমানা বিরোধকে কেন্দ্র করে দিনমজুর খুনের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।ভোরের আকাশ/জাআ
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫২ পিএম
শ্বাসনালিতে নুডলস আটকে শিশুর মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় শ্বাসনালিতে নুডলস আটকে গিয়ে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ফাতেমা জান্নাত। সে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডিলার পাড়া এলাকার জাহেদুল ইসলামের মেয়ে।ঘটনাটি ঘটেছে বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে।পরিবারের সদস্যরা জানান, জন্মের পর কয়েক মাস মায়ের বুকের দুধ খেলেও কিছুদিন আগে তা বন্ধ হয়ে যায়। এরপর পাঁচ মাস বয়স থেকেই ফাতেমাকে মসলাবিহীন সেদ্ধ নুডলস খাওয়ানো হতো। ছোট্ট এ শিশুটি নুডলস খেতেও পছন্দ করত। সাধারণত একটি নুডলস তিন ভাগে ভাগ করে তাকে খাওয়ানো হতো। কিন্তু সেদিন অসাবধানতাবশত একসঙ্গে বেশি নুডলস দেওয়ায় তা শ্বাসনালিতে আটকে যায়।এসময় পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, খাবার আটকে শ্বাস নিতে না পারায় শিশুটির মৃত্যু হয়েছে।শিশুর দাদি শাহীন আক্তার বলেন, “নুডলস আটকে যাওয়ার পর আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক জানান, শ্বাসরোধ হয়ে সে মারা গেছে।”ভোরের আকাশ/জাআ
০৪ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫৯ পিএম
উত্তর সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর সাতকানিয়ায় বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১২টার দিকে কেরানীহাটের উত্তর সি-ওয়ার্ল্ড থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া মডেল মসজিদে গিয়ে শেষ হয়।উত্তর সাতকানিয়া বিএনপির আহ্বায়ক প্রার্থী গিয়াস উদ্দিন হিরুর সভাপতিত্বে আয়োজিত এ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন।মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উত্তর সাতকানিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির আন্দোলন-সংগ্রামকে নতুন উদ্দীপনায় উজ্জীবিত করবে। একই সঙ্গে তারা সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।ভোরের আকাশ/জাআ
০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫৩ পিএম
সাতকানিয়ায় টেকসই বাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫ নং আমিলাইষ ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের কুড়ালিয়া খাল (স্থানীয়ভাবে হিলমিলি খাল) পুনঃখননের কারণে রাস্তাঘাট ও বসতবাড়ি ভেঙে যাওয়ায় এলাকাবাসী মানববন্ধন করেছেন।শনিবার (৩০ আগস্ট) বিকালে খালের পাশের প্রধান সড়কে শতাধিক মানুষ অংশ নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা অভিযোগ করেন, পুনঃখননের সময় খালের দুই পাশে কোনো সুরক্ষা বাঁধ না থাকায় স্থানীয়দের বসতবাড়ি ও রাস্তাঘাট ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।মানববন্ধনে তারা বলেন, “খাল খনন আমরাও চাই, কিন্তু মানুষের ঘরবাড়ি ও রাস্তা ধ্বংস করে নয়। অবিলম্বে খালের দুই পাশে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, স্লুইস গেইট স্থাপনসহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে হবে।”ভোরের আকাশ/মো.আ.
৩১ আগস্ট ২০২৫ ০৯:৫৬ এএম
সাতকানিয়ার কালিয়াইশে আইবিডব্লিউএফ সম্মেলন সম্পন্ন
সাইফুদ্দিন মুহাম্মদ খালেদ সভাপতি, আবু জাফর সেক্রেটারি করে ৩৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) সম্মেলন সম্পন্ন হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সকালে কালিয়াইশ ইউনিয়নে একটি হল রুমে সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে সাইফুদ্দিন মুহাম্মদ খালেদকে সভাপতি ও মো. আবু জাফরকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।এসময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে আইবিডব্লিউএফ ভূমিকা রাখবে এবং সংগঠনকে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে আরও বিস্তৃত করা হবে।ভোরের আকাশ/জাআ