ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে যেন শুরু হয়েছে বাকযুদ্ধ। নাম উল্লেখ না করলেও ইঙ্গিত যে কার দিকে, তা বোঝা কঠিন হয়নি কারও জন্যই। একদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান। তবে বিতর্কের মূল সূত্রটা সাকিবের আরেক পরিচয়কে ঘিরে—আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়া।রোববার রাত ১০টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। সেখানে তিনি লিখেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম। এখানেই আলোচনা শেষ।”যদিও কারও নাম নেননি তিনি, তবে অনলাইনে সক্রিয় অনেকের ধারণা—এই মন্তব্য সাকিবকে উদ্দেশ্য করেই করা। কারণ, তার ঠিক এক ঘণ্টা আগে রাত ৯টার দিকে সাকিব নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাঁকে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ক্যাপশনে তিনি লেখেন, “শুভ জন্মদিন, আপা।”এই পোস্টের পরই সমালোচনার ঝড় ওঠে। কারণ, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের সময় সাকিব ছিলেন কানাডায়। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি। অথচ নৌকা প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য ছিলেন তিনি।সাকিবের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা, শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাসহ একাধিক অভিযোগ। এ কারণেই অনেকের ধারণা, ক্রীড়া উপদেষ্টার ইঙ্গিত ছিল তাঁকে ঘিরেই।ভোরের আকাশ।। হ,র
ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে যেন শুরু হয়েছে বাকযুদ্ধ। নাম উল্লেখ না করলেও ইঙ্গিত যে কার দিকে, তা বোঝা কঠিন হয়নি কারও জন্যই। একদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান। তবে বিতর্কের মূল সূত্রটা সাকিবের আরেক পরিচয়কে ঘিরে—আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়া।রোববার রাত ১০টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। সেখানে তিনি লিখেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম। এখানেই আলোচনা শেষ।”যদিও কারও নাম নেননি তিনি, তবে অনলাইনে সক্রিয় অনেকের ধারণা—এই মন্তব্য সাকিবকে উদ্দেশ্য করেই করা। কারণ, তার ঠিক এক ঘণ্টা আগে রাত ৯টার দিকে সাকিব নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাঁকে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ক্যাপশনে তিনি লেখেন, “শুভ জন্মদিন, আপা।”এই পোস্টের পরই সমালোচনার ঝড় ওঠে। কারণ, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের সময় সাকিব ছিলেন কানাডায়। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি। অথচ নৌকা প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য ছিলেন তিনি।সাকিবের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা, শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাসহ একাধিক অভিযোগ। এ কারণেই অনেকের ধারণা, ক্রীড়া উপদেষ্টার ইঙ্গিত ছিল তাঁকে ঘিরেই।ভোরের আকাশ।। হ,র
২৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪২ এএম
এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব আল হাসান
আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ। এতে বাংলাদেশ থেকে একমাত্র জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।সাকিবের সঙ্গে স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। দলে ভারত থেকে চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন এবং আফগানিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার অন্তর্ভুক্ত করা হয়েছে।এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ:সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি- সাঈদ আজমল।এ তালিকায় সাকিবের অন্তর্ভুক্তি তার সমৃদ্ধ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ভোরের আকাশ/হ.র
০৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৪ এএম
এবার সাকিবের সঙ্গে খেলবেন মাহমুদউল্লাহ
বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবেন। একই প্রতিযোগিতায় খেলবেন সাকিব আল হাসানও।টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৭ থেকে ১২ অক্টোবর রাইডালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে। এতে মোট ছয়টি দল অংশ নেবে এবং এটি যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি স্টাইলের টুর্নামেন্ট।আয়োজকরা সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন, রিয়াদ “স্টার” হিসেবে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন। তারা লিখেছে, “স্টারপাওয়ার আনলকড: মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন।”রিয়াদ চলতি বছর ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেন। এর আগে তিনি টেস্ট (২০২১) ও টি-টোয়েন্টি (২০২৩) ফরম্যাট থেকেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার খেলানো ম্যাচ সংখ্যা ১৪১, রান ২,৪৪৪ (গড় ২৩.৫০) এবং উইকেট ৪১।রিয়াদের বিদেশি লিগ অভিজ্ঞতা রয়েছে পিএসএল, সিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। এবার সাকিব আল হাসানও একই দলে খেলবেন, যদিও তিনি বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত। ভোরের আকাশ/হ.র
০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৬ এএম
টি-টোয়েন্টিতে অনন্য কীর্তি গড়লেন সাকিব আল হাসান
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। ব্যাটে ৭ হাজার রান ও বল হাতে ৫০০ উইকেট—একসঙ্গে এই দুই অর্জন করার বিশ্বে প্রথম ক্রিকেটার এখন সাকিব।রোববার (২৪ আগস্ট) সিপিএল-এ অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে খেলতে নামেন সাকিব। প্রতিপক্ষ ছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ম্যাচের ১৫তম ওভারে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে ৫০০ উইকেটের কীর্তি স্পর্শ করেন।এরপর ১৭তম ওভারে কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসীকে আউট করে মাত্র ২ রান খরচে ওভার শেষ করেন। দুই ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সাকিবের দারুণ বোলিংয়ে প্রতিপক্ষ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়।এবার এই অর্জনের মাধ্যমে সাকিব কেবল টি-টোয়েন্টিতে নয়, বরং বিশ্ব ক্রিকেটে ব্যাট-বল সমন্বয়ে এক অনন্য মাইলফলক তৈরি করলেন। ভোরের আকাশ/হ.র
২৫ আগস্ট ২০২৫ ১২:১৫ এএম
সিপিএল খেলতে নামছেন সাকিব
প্রায় ১০ মাস ধরে জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন না সাকিব আল হাসান। এমনকি ঘরের মাঠে শেষ বিপিএলেও দেখা যায়নি বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে। তবে ক্রিকেট থেকে দূরে নন এই তারকা অলরাউন্ডার; দেশের বাইরে নিয়মিতই খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে।স্যার ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তির সঙ্গে দেখা হবে-এটা বেশ আলোড়িত করছে তাকে! বর্তমানে সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন সাকিব। অ্যান্টিগার প্রকাশিত এক ভিডিওতে সাকিব জানান, ওয়েস্ট ইন্ডিজে ফিরতে পেরে তার ভালো লাগছে।বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, এখানে (ওয়েস্ট ইন্ডিজ) ফিরতে পেরে ভালো লাগছে। আমি অ্যান্টিগা দলে যোগ দিলাম তারা আমাকে দলে নেওয়ায় আমি বেশ রোমাঞ্চিত এবং সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আমি বেশ কয়েকটা দলের হয়ে সিপিএলে খেলেছি। আশা করছি এটা আমার তৃতীয় (মূলত ষষ্ঠ আসর) বছর হবে।এবার প্রথমবার অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সে নাম লেখালেন সাকিব। নিজের দল ও টিম ম্যানেজমেন্ট নিয়ে তিনি বলেন, আমার মনে হয় আমরা ভালো একটা দল পেয়েছি। শুধু মাঠের ভেতরে না মাঠের বাইরের দিক থেকেও এটি ভালো দল। আপনি পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের কথা বললেন। তাদের মতো মানুষরা ড্রেসিংরুম শেয়ার করবে। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞতার একটা মিশেল আছে। আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে ভালো একটা টুর্নামেন্ট হবে।স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন সাকিব, আপনি ক্যারিবিয়ানদের দিকে তাকালে অনেক গ্রেট ক্রিকেটারদের পাবেন। স্যার ভিভিয়ান রিচার্ডস তাদের একজন। তার নামের মাঠে খেলাটা অবশ্যই স্পেশাল। আশা করছি তাঁর সঙ্গে দেখা হবে। সে আমাদের ড্রেসিংরুমে আসবে এবং তার অভিজ্ঞতাগুলো শেয়ার করবে।প্রসঙ্গত, আগামী শুক্রবার (১৫ আগস্ট) থেকে পর্দা উঠবে সিপিএলের ত্রয়োদশ আসরের। উদ্বোধনী ম্যাচেই সাকিবের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স লড়বে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের। বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।ভোরের আকাশ/তা.কা
১৩ আগস্ট ২০২৫ ০২:০৫ পিএম
বিএনপি ক্ষমতায় এলে সাকিবের দলে ফেরা প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল
অনেক বছর পর জাতীয় ক্রিকেট দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুরের হোম অব ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির কিছু অংশ মাঠে বসে উপভোগ করেছেন তিনি। খেলা দেখার ফাঁকে তিনি কথা বলেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে।সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক সাকিব আল হাসানের প্রসঙ্গ টানেন। মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ইতিবাচক বার্তাই দিয়েছেন। মির্জা ফখরুল বলেন, সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।পরে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় ক্রিকেটার কে? টিভি স্ক্রিনে যাদের দেখে থাকেন তাদের মধ্যে। জবাবে তিনি বলেন, আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম।এদিন অবশ্য খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। সঙ্গে ছিল তার পুত্র সন্তান মায়ান।উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। সফরকারীদের দেয়া ১১১ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় লিটন দাসের দল। ভোরের আকাশ/এসএইচ
২১ জুলাই ২০২৫ ১০:০৫ এএম
সাকিবের অলরাউন্ড ঝলকে মায়ামির দাপুটে জয়
ম্যাক্স সিক্সটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে আবারও অলরাউন্ড পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। তার ব্যাট-বলের নৈপুণ্যে গ্র্যান্ড কেম্যান ফেলকন্সকে ১৩ রানে হারিয়েছে মায়ামি ব্লেজার্স।জিমি পাওয়েল ওভালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান তোলে মায়ামি ব্লেজার্স। জবাবে খেলতে নেমে ফেলকন্স ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে থামে ৯৭ রানে।দলের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে ১১ বলে ২৯ রান করেন সাকিব। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে দ্রুত রান তুলতে থাকেন তিনি। মালিন্দা পুষ্পাকুমারার এক ডেলিভারিতে লং-অফে ক্যাচ দিয়ে ফিরলেও দলকে ভালো শুরু এনে দেন সাকিব।এরপর অ্যাঞ্জেলো পেরেরা ২২ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস খেলেন। ফলে নির্ধারিত ওভারে মায়ামির স্কোর দাঁড়ায় ১১০।বোলিংয়েও দুর্দান্ত ছিল মায়ামি। শিহান জয়াসুরিয়া ৩ উইকেট নেন মাত্র ১৮ রানে। সাকিব ২ ওভারে ১৯ রান দিয়ে নেন ১ উইকেট।ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সে ম্যাচের অন্যতম নায়ক ছিলেন সাকিব। তার অলরাউন্ড কীর্তিতে মায়ামি ব্লেজার্স তুলে নেয় গুরুত্বপূর্ণ জয়।ভোরের আকাশ/হ.র
১৯ জুলাই ২০২৫ ১২:৫৫ এএম
সাকিবের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি
সম্প্রতি গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন সাকিব আল হাসান। গুঞ্জন শোনা যাচ্ছে, সাকিবকে জাতীয় দলে ফেরাতে বিসিবিতে আলোচনাও শুরু হয়েছে। এবার সাকিবের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।আমিনুল ইসলাম বলেন, সাকিবের সঙ্গে আমাদের এখনও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। আমি আগেও বলেছি এই কাজটা নির্বাচকদের এবং নির্বাচকরাই সিদ্ধান্ত নেবে। আমার দায়িত্ব হচ্ছে, আমি ক্রিকেট বোর্ড চালাই, দল নির্বাচন করি না।সাকিবকে দলে ফেরানোর নিশ্চয়তা দেওয়ার এখতিয়ার না থাকলেও তার সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, সাকিব অ্যাভেইলেবল খেলোয়াড়। যেহেতু সে সব ফরম্যাট থেকে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব এবং বলার পর সিদ্ধাস্ত নিতে পারব।ভোরের আকাশ/জাআ
১৪ জুলাই ২০২৫ ১০:৫৮ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ভরাডুবি, সাকিব ম্যাচসেরা
দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন সাকিব আল হাসান হলে; হলেন ম্যাচসেরা। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২২ রানের জয় পায় সাকিবের দল দুবাই ক্যাপিটালস। ম্যাচে ব্যাট হাতে ৩৭ বলে হার না মানা ৫৮ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে মাত্র ১৩ রানে শিকার করেন ৪টি উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের নায়ক হয়ে ওঠেন তিনি।ম্যাচ শেষে সাকিব বলেন, ‘(দুবাই ক্যাপিটালসে সুযোগ পাওয়া) লাস্ট মিনিট কল ছিল। তাদের একজন প্লেয়ার চোটে ছিল। বদলে হিসেবে আমাকে আসতে হয়েছে। আমি দারুণ গর্বিত দুবাই ক্যাপিটালস দলের অংশ হতে পেরে।’ক্যারিবিয়ানের কন্ডিশন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে সাকিব বলেন, ‘২০০৭ সাল থেকে আমি এখানে খেলছি। এটা আমার সেকেন্ড হোমের মতো। এখানকার কন্ডিশন আমি ভালোভাবে জানি, কীভাবে বল করতে হয় তা জানি। অ্যামাজনে খেলার অভিজ্ঞতাও কাজে দিয়েছে। আমার জন্য এটা ভালো ম্যাচ ছিল। যেভাবে দলে অবদান রাখতে পেরেছি, দারুণ খুশি।’বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের গুরুত্ব নিয়েও কথা বলেন সাকিব। তিনি বলেন, ‘(ব্যাটিং এবং বোলিং) দুটোই জরুরি ছিল। বিশেষ করে উইকেটে টিকে থাকা। কারণ অন্য প্রান্ত থেকে উইকেট পড়ছিল। আমরা ১৬০’র ওপর স্কোর করতে পেরেছি। গায়ানার কন্ডিশনে এমন স্কোর থাকলে জেতার ভালো সম্ভাবনা থাকে। প্রথম ম্যাচে জয় পাওয়া আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আশা করি এখান থেকে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারব।’দলের হয়ে প্রথম ম্যাচেই এমন অলরাউন্ড পারফরম্যান্স সাকিবকে যেমন আত্মবিশ্বাসী করে তুলেছে, তেমনি দুবাই ক্যাপিটালসও পেয়েছে দুর্দান্ত এক শুরু।ভোরের আকাশ/জাআ
১১ জুলাই ২০২৫ ০৭:৪১ পিএম
সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন— সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।ভোরের আকাশ/আজাসা