মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারকে বিদায়ী সংবর্ধনা
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানকে বিদায় সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, হাইকমিশনের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায়ী সংবর্ধনায় হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বিদায়ী হাইকমিশনার শামীম আহসান মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে, বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শামীম আহসান ২০২৩ সালের ২০ অক্টোবর মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার দায়িত্বকালীন সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করেন।ভোরের আকাশ/এসএইচ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:২০ পিএম
গাজীপুরে বিকেবি’র ব্যবস্থাপকদের সংবর্ধনা
গাজীপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ে আঞ্চলিক ব্যবস্থাপকের বিদায় ও নতুন যোগ দেওয়া ব্যবস্থাপকের সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গাজীপুর মুখ্য আঞ্চলিক কার্যালয় হল রুমে এ সংবর্ধনা দেয়া হয়।এ সময় বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয় উপমহাব্যবস্থাপক কাজী মোস্তাফিজুর রহমান এবং নতুন যোগ দেওয়া মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সোহরাব জাকিরকে (উপমহাব্যবস্থাপক)।অনুষ্ঠানে বিকেবি গাজীপুরের ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোস্তাফিজুর রহমান, নব যোগদানকারী মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সোহরাব জাকির, মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন, গাজীপুর শাখা ব্যবস্থাপক (এজিএম) কার্তিক চন্দ্র সেন, ফুলবাড়ীয়া শাখা ব্যবস্থাপক মো. জামেনুর রহমান, কোনাবাড়ী শাখা ব্যবস্থাপক ছোটোন তালুকদার, সাওরাইদ বাজার শাখা ব্যবস্থাপক মো. তানজিমুল ইসলাম।এ সময় গাজীপুর মুখ্য অঞ্চলের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/হ,র
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৬ এএম
সরাইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০২৫ সালে উপজেলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৭০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হল রুমে শিক্ষার্থীদের এ সংবর্ধনার আয়োজন করেন 'সরাইল সমিতি ঢাকা'। এসময় অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, প্রাইজ বন্ড, গিফট বক্স ও সার্টিফিকেট প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল সমিতি ঢাকা'র সভাপতি প্রকৌশলী মো: শাহজাহান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাসুদুর রহমান।সমিতির সহ-সাধারণ সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।উদ্বোধন করেন ২০২৪ সালের গণভ্যূত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ'র পিতা মীর মুস্তাফিজুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সমিতির সদস্য শেখ মো. শামীম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, সমিতির সহ-সভাপতি ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক আতাউল করিম আজিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, প্রেসক্লাবের সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার, কালীকচ্ছ পাঠশালার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, প্রধান শিক্ষক শেখ সাদি, সরাইল অন্নদার প্রধান শিক্ষক দেবব্রত দাস, জামায়াতে ইসলামী'র সভাপতি এনাম খা, সদর চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।ভোরের আকাশ/জাআ
৩০ আগস্ট ২০২৫ ০৭:০৭ পিএম
জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মৌলভীবাজারের জুড়ীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নগদ অর্থ ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।শনিবার (১৬ আগস্ট) সকালে জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মুজিবুর রহমান আজিজির সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।স্বাগত বক্তব্য দেন আল ইহসান ফাউন্ডেশন সহ-সভাপতি ও ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নয়াগ্রাম দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামাল হোসেন, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হাবীবুর রহমান হাবীব, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার, বিশিষ্ট আইনজীবী এডভোকেট শাখাওয়াত হোসাইন, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এরশাদ আলী, ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরুল ইসলাম, বেলাগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: সাইফুল ইসলাম ও জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডা. হোসেন আহমদ প্রমুখ।ফাউন্ডেশনের সহ-সভাপতি ফজলুল হক ও সাইফুল ইসলাম শাহীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনসুরুর রশীদ পলাশ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান মুরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য হাবীবুর রহমান হাবীব, সাইদুল আমীন, হাফিজ নূর উদ্দিন, ডা: আবু সালেহ নাঈম, ফখরুল ইসলাম, মাহমুদুল ইসলাম বেলাল প্রমুখ।ভোরের আকাশ/জাআ
১৬ আগস্ট ২০২৫ ০৬:৪৬ পিএম
তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতিসন্তান ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল বর্ণাঢ্য এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।ফাউন্ডেশনের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী ফকির মোঃ মমতাজ উদ্দিন রেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।টেলিভিশন ধারাভাষ্যকার আয়েশা হক শিমুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজহারুল ইসলাম, ফাউন্ডেশনের সদস্য সচিব মাজহারুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান ইমন, চরদুলর্ভ খাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাইমা আক্তার, কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অলি উল্লাহ, কড়িহাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া ইসলাম অধরা, বড়সিট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা দেবনাথ প্রমুখ।হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত ২'শ ৯জন শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়েছে। এরমধ্যে ১৩৪ জন মেয়ে এবং ৭৫ জন ছেলে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং সুযোগ্য উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান বলেন, তরুণ মেধাবীরাই দেশ গড়বে। তারা রাজনীতিও করবে। দেশ, জাতী ও সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে, তাই দায়বদ্ধতা স্বীকার করতে হলে মেধাবীদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে। সমাজপতিদেরও তাদের প্রতি দায়িত্ব রয়েছে। তাই তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আগামী দিনেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ফাউন্ডেশন তাদের পাশে থাকবে।মেধাবী তরুণরা আমাদের জাতির শক্তি। স্বাধীনতা ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তরুণদের শক্তি, উদ্যোম ও ত্যাগ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বর্তমানকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হলে তাদের মেধার সর্বোচ্চ স্বীকৃতি দিতে হবে। মেধা বিকাশের অফুরান সম্ভাবনাকে এগিয়ে নিতে ২০২৫ সনের মাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫ অর্জনকারীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হলো।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ গাঁও কালিয়াব দাখিল মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। পরে হরিমঞ্জুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।ভোরের আকাশ/জাআ
০৯ আগস্ট ২০২৫ ০৬:৩৫ পিএম
কুড়িগ্রামে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
কুড়িগ্রামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোবাশ্বের আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক সিফাত আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার আমির, মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি জেনারেল ও ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহজালাল সবুজ, বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহবায়ক আব্দুল আজিজ নাহিদ। এসময় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নুরনবী ইসলাম আপন। সংবর্ধনা প্রদান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ভোরের আকাশ/হ.র
০১ আগস্ট ২০২৫ ১১:৩৩ পিএম
জুড়ীতে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মৌলভীবাজারের জুড়ীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বুধবার (৩০ জুলাই) গ্র্যান্ড শাপলা কনভেনশন হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার -১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, মৌলভীবাজার জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক মৌলভীবাজার জেলা ও শহর সভাপতি আজিম উদ্দিন, সাবেক মৌলভীবাজার জেলা ও শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা সেক্রেটারি মো: জসিম উদ্দিন, সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রেজা, জেলা কলেজ কার্যক্রম সম্পাদক তারেক মিয়া, জেলা প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, জুড়ী পূর্ব সভাপতি রুমেল আহমদ, জুড়ী দক্ষিণ সভাপতি নাজমুল ইসলাম, জুড়ী পূর্ব সেক্রেটারি জাবির হোসেন, প্রচার সম্পাদক খালেদ মাসুদ প্রমুখ।শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আমিনা জান্নাত সোনিয়া, তাসনুবা জান্নাত সাদিয়া ও আশফাক হোসাইন প্রমুখ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।ভোরের আকাশ/জাআ
৩০ জুলাই ২০২৫ ০৬:২৮ পিএম
কাপাসিয়ায় এসএসসি ও এইচএসসির শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরের কাপাসিয়ায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্রেন্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় ২০২২-২৩ শিক্ষা বর্ষের এসএসসি ও এইচএসসির শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে স্কুল, মাদরাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদারের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহা. হারুনুর রশীদ মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকার, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ শাহজাহান কবির। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন দিগদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুর রহমান, ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বেগুনহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নূরুজ্জামান মোড়ল, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ফুল বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন প্রধান, রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী মনসুর, কৃতি শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী তৈয়বা আক্তার নূর প্রমুখ।উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ ও ২৩ সালে উর্ত্তীণ ৩৪জন কৃতি শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ তাদের সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।আয়োজকরা জানান, পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) এর অধীনে স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে পরিচালনা ও জবাবদিহিতার জন্য অনুদান প্রদানের একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায়, নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের অনুদান পেয়ে থাকে। এই প্রকল্পের অধীনে "উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরষ্কার" এবং "উচ্চ মাধ্যমিক সমাপনী পুরষ্কার" এর মূল উদ্দেশ্য হল শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন করা।ভোরের আকাশ/জাআ
২৭ জুলাই ২০২৫ ০৪:২৬ পিএম
মধ্যরাতে নারী ফুটবলারদের ঝমকালো সংবর্ধনা
বাংলাদেশ নারী ফুটবল ছুঁয়েছে নতুন এক মাইলফলক। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন লাল-সবুজের মেয়েরা। গৌরবময় এই অর্জন উদ্যাপন করতে নারী দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।রোববার (৬ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ আরও অনেকে। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বাঘিনীদের শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই ভিড় জমিয়েছিলেন ফুটবল প্রেমীরা।এর আগে, রাত পৌনে ২টার দিকে এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে দেশে ফিরে বাংলাদেশ নারী ফুটবল দল।এতো রাতে সংবর্ধনা আয়োজনের কারণ হিসেবে জানা গেছে, সোমবার (৭ জুলাই) সকালে ভুটানের লিগ খেলতে রওনা দেবেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। সপ্তাহ খানেক পর গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রের যাওয়ার কথা রয়েছে।তাই অনেকটা তড়িঘড়ি করে রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দল শক্ত গ্রুপেই পড়েছিল। তিন দলের মধ্যে দুটিই ছিল বাঘিনীদের (ফিফা র্যাঙ্কিং ১২৮) চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে— বাহরাইনের ৯২ আর মিয়ানমারের ৫৫।আফঈদা খন্দকারদের চেয়ে একমাত্র তুর্কমেনিস্তানই র্যাঙ্কিংয়ে (১৪১) পিছিয়ে ছিল। তাদের শনিবার (৫ জুলাই) ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে, হারিয়েছিল অন্য দুই গ্রুপসঙ্গীকেও— বাহরাইনকে ৭-০ গোলে ও মিয়ানমারকে ২-১ গোলে।‘সি’ গ্রুপের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছিল মিয়ানমারের মাটিতে। ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে বাংলাদেশ জয় তুলে নেয়, পায় এএফসি এশিয়ান কাপের মূল পর্বের টিকিট। এবারই প্রথম ওই প্রতিযোগিতার টিকিট পেল তারা। অথচ বাছাইয়ের আগের আসরগুলোতে বাংলাদেশ একটি ম্যাচও জেতেনি।২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। যার মধ্যে এখন পর্যন্ত ১১ দল তাদের টিকিট নিশ্চিত করেছে। দলগুলো হলো- স্বাগতিক অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপাইনস, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ‘এ’ গ্রুপের বাছাইপর্ব এখনও শুরু হয়নি।ভোরের আকাশ/আজাসা