ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করলো ইরান
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তারা বলেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে ইরানে ব্যাপক হামলার নির্দেশ দেন। তিনি ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেন।এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান ফের হামলা চালিয়েছে। এর জবাবে তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানের ওপর ‘তীব্র হামলা’ চালানোর নির্দেশ দেন।ইসরায়েলের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের দিক থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যেগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সফলভাবে প্রতিহত করে।ভোরের আকাশ/এসএইচ