মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মির্জা মোস্তফা জামান
রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকেই। এই মর্মান্তিক ঘটনার প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।তিনি এক শোকবার্তায় বলেন, উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩১ জনের মর্মান্তিক মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এ ধরনের একটি হৃদয়বিদারক ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। নিহত প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।তিনি আরও বলেন, এই দুর্ঘটনা শুধু ব্যক্তি ও পরিবার নয়, গোটা দেশবাসীর জন্য একটি বড় ধাক্কা। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। একইসাথে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান সকলকে এই শোকের সময়ে সহনশীলতা ও মানবিকতা প্রদর্শনের আহ্বান জানান এবং প্রয়োজনে আহতদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।ভোরের আকাশ/এসএইচ
২৪ জুলাই ২০২৫ ০১:২৯ পিএম
বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা দিতে চায় ভারত
উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের ভারতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য তথ্য চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন।মঙ্গলবার (২২ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই আগ্রহের কথা জানিয়েছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় গুরুতর আহতদের জন্য ভারতের কোনো বিশেষায়িত চিকিৎসা সহায়তা প্রয়োজন হলে বাংলাদেশ সরকার যেন প্রয়োজনীয় তথ্য আমাদের জানায়,সেই অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।এর আগে সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিয়োগান্তক এই দুর্ঘটনায় বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৮ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ভোরের আকাশ/এসএইচ