কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতা। ‘ভূমি মেলা ২০২৫’-এর অংশ হিসেবে এ ব্যতিক্রমী আয়োজন করে উপজেলা ভূমি অফিস।বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় পাথরঘাটা কেএমএ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভূমি সংক্রান্ত নানা বিষয়ে জ্ঞান যাচাইয়ের সুযোগ পায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন ।আয়োজকরা জানান, ভূমিসংক্রান্ত ডিজিটাল সেবা, অনলাইনে খতিয়ান যাচাই, নামজারি ও কর প্রদান ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করাই ছিল এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। বক্তারা মনে করেন, শিক্ষার্থীরা এসব তথ্য পরিবার ও সমাজে ছড়িয়ে দিতে পারে।অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, ভূমি সেবার ডিজিটাল ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়ে তারা ভীষণ উৎসাহিত।আয়োজনটি বাস্তবায়নে সহায়তা করে ভূমি মন্ত্রণালয়, ভূমিসংস্কার বোর্ড ও স্থানীয় ভূমি ব্যবস্থাপনা অফিস।আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও এমন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।ভোরের আকাশ/মো. আ.
০৭ আগস্ট ২০২৫ ০১:১৮ পিএম
শিক্ষার্থীদের হাতে গাছের চারা, সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত
পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নীলফামারীর ডিমলা উপজেলায় এক হাজার ২০০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ২০২৪-২৫ অর্থবছরের খরিফ/২০২৫-২৬ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদুর হক, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় কমিটির প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ।উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে চার ধরনের গাছের চারা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধি গাছ নিম এবং ফলদ গাছ বেল, জাম ও কাঁঠাল। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানোর অভ্যাস তৈরি হবে, যা ভবিষ্যতে একটি পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, চারা বিতরণ শেষে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে চারা গ্রহণ করে এবং প্রতিজ্ঞা করে যে তারা নিজ নিজ বাড়িতে তা রোপণ করে নিয়মিত পরিচর্যা করবে।জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আমাদের শিশুরা হলো দেশের ভবিষ্যৎ। তাদের শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমেও সম্পৃক্ত করতে হবে। তাহলেই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারব।একই অনুষ্ঠানে জেলা পরিষদের অর্থায়নে বিদ্যালয়ের প্রান্তিক ও দরিদ্র পরিবারের চার শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে মানসম্পন্ন স্কুলব্যাগ, টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়।পরিবেশ সচেতনতা এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগকে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় কৃষি বিভাগ কর্মকর্তারা সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।ভোরের আকাশ/জাআ
১৮ জুলাই ২০২৫ ০৩:৩৬ পিএম
পাবনায় চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাবনায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও এবং আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কে পাবনা স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ দল চ্যাম্পিয়ন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ দলের তাজমিরা সিরাজ সিথী শ্রেষ্ট বিতার্কিক নির্বাচিত হন।শনিবার (২৪ মে) সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক পাবনার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম সরকার।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ারুল উল আজীজের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা প্রমুখ। পরে প্রতিযোগিতায় বিজীয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও মর্ডারেটরের দায়িত্ব পালন করেন সাহিত্য বিতর্ক ক্লাব, পাবনার সভাপতি ড. মো. মনছুর আলম।বিচারকের দায়িত্ব পালন করেন দৈনিক সিনসা সম্পাদক ও সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের সহযোগী শিক্ষক এসএম ফরিদ হোসেন, কবি ও শিক্ষক আজিজা পারভীন ও জামিল আহমেদ।বিভিন্ন প্রতিযোগিতায় পাবনার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেয়।ভোরের আকাশ/এসআই