ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মাননা অর্জন করেন তিনি। দীর্ঘ পরিশ্রম ও সাধনার পর এই সাফল্য আসায় শাহরুখের পরিবার, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দে ভাসছেন।বিশেষ করে স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং প্রিয় বন্ধু জুহি চাওলা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শাহরুখের জাতীয় পুরস্কার প্রাপ্তিতে গৌরী খান রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েছেন।শুধু স্বামীর সাফল্য নয়, একইসঙ্গে বন্ধু করণ জোহর এবং রানি মুখার্জীর সম্মাননাও তাকে আনন্দিত করেছে।করণ তার ‘রকি আউর রানি কি প্রেম কাহিনি’ ছবির জন্য এবং রানি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন।শাহরুখ, রানি ও করণের সঙ্গে দুটি ছবি পোস্ট করে গৌরী লেখেন, ‘আমার সব থেকে প্রিয় তিনজন আজ জয়ী হয়েছে।তোমরা আমাদের মন জয় করেছো। যখন প্রতিভা ভালো কিছুর সঙ্গে মিলিত হয়, তখনই ম্যাজিক তৈরি হয়।তোমাদের জন্য ভীষণ খুশি এবং গর্বিত।’ভোরের আকাশ/তাকা
০৬ আগস্ট ২০২৫ ০১:৫২ পিএম
শাহরুখকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি ইনফান্তিনো
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের জন্য বলিউড তারকা শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি ইনফান্তিনো। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিং খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ভারতীয় চলচ্চিত্র জওয়ান–এর জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় অভিনন্দন শাহরুখ খান।পোস্টের ছবিটি প্রসঙ্গে ইনফান্তিনো জানান, কিছুদিন আগে চলচ্চিত্র মুক্তির অনুষ্ঠানের পরে তোলা একটি স্মরণীয় মুহূর্ত। খুবই আনন্দদায়ক সাক্ষাৎ ছিল এটি। তিন দশকেরও বেশি সময় ধরে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনি যা করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ইনস্টাগ্রামে করা এই পোস্টে এরই মধ্যে সোয়া লাখেরও বেশি লাইক ও প্রতিক্রিয়া পড়েছে। ফুটবলপ্রেমী ও চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে এটি সৃষ্টি করেছে দারুণ আলোড়ন।বলিউড বাদশাহ শাহরুখ খান তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার এতদিন ছিল অধরা। অবশেষে ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে সেই শূন্যতা পূরণ হতে যাচ্ছে। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, ২০২৩ সালে মুক্তি পাওয়া অ্যাকশনধর্মী ব্লকবাস্টার জওয়ান–এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান।পুরস্কার ঘোষণার পর শাহরুখ খান সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা শেয়ার করেন। ভিডিওতে তিনি বলেন, আমি কৃতজ্ঞতা, গর্ব ও বিনয়ের সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। জাতীয় পুরস্কারে ভূষিত হওয়ার এ মুহূর্ত আমি সারাজীবন মনে রাখব।তিনি আরও ধন্যবাদ জানান জুরি বোর্ড, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সিনেমার পুরো টিম, পরিবার, সহকর্মী এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার ভক্তদের।প্রসঙ্গত, ‘জওয়ান’ পরিচালনা করেন অ্যাটলি। সিনেমাটিতে শাহরুখ খানের অভিনয়, ডাবল রোল, সামাজিক বার্তা এবং অ্যাকশনধর্মী উপস্থাপনা প্রশংসিত হয়েছে সর্বমহলে।ভোরের আকাশ/তাকা