জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ছাত্রদল। রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে শাহাবাগ এলাকা ছাত্রদলের নেতাকর্মীতে ভরে উঠেছে। দল থেকে মিছিলের অনুমতি না দেওয়া হলেও মিছিল ও স্লোগানে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। সমাবেশ কেন্দ্র করে আগেই সারাদেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল।জামালপুর জেলা ছাত্রদলের কর্মী সাঈদ জানান, আমরা খুব সকালে এখানে পৌঁছে গেছি। কর্মীরা দলকে ভালোবেসে, ত্যাগ স্বীকার করে এসেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাই আমাদের অঙ্গীকার। আজকের দিনটি আমাদের জন্য গর্বের।নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতা মাসুদ রহমান বলেন, সকাল সকাল আসার কারণে কর্মীদের প্রাণবন্ত রাখতে আমরা নিয়মিত স্লোগান দিয়ে যাচ্ছি। এমন একটি দিনকে ঘিরে আমাদের সবার মধ্যে আলাদা রকমের উত্তেজনা কাজ করছে।দিনাজপুর জেলা ছাত্রদলের নেতা রানা ইসলাম বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে একটানা স্লোগান দিয়ে যাচ্ছি। এই স্লোগানের ধারাবাহিকতা সমাবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে।লক্ষ্মীপুর উপজেলা ছাত্রদলের নেতা নিশাতও নেতাকর্মীদের নিয়ে শাহবাগে উপস্থিত হয়েছেন। তার নেতৃত্বে আসা কর্মীরাও সক্রিয়ভাবে স্লোগানে অংশ নিচ্ছেন।মুন্সিগঞ্জ, গাজীপুর, বগুড়া, রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের সঙ্গেও কথা বলে জানা যায়, অনেকেই ভোরেই সমাবেশস্থলে পৌঁছে গেছি। কেন্দ্রীয় নেতাদের আগমনের আগেই নিজেদের স্লোগানে তারা চাঙা করে রেখেছেন পরিবেশ।ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলছেন, এটি কেবল একটি রাজনৈতিক সভা নয়, বরং স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। একাত্মতা ও স্লোগানের শক্তিতে তারা সেই বার্তাই ছড়িয়ে দিতে চান।ভোরের আকাশ/এসএইচ
০৩ আগস্ট ২০২৫ ০২:৪৬ পিএম
রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশ আজ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগ মোড়ে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় এ সমাবেশ শুরু হবে। এতে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানস্থলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।সূত্র জানায়, বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ ছাড়া দলের সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারাও উপস্থিত থাকবেন। সমাবেশের কারণে জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। জানা গেছে, সমাবেশ সামনে রেখে সারা দেশের নেতা-কর্মীদের রাজধানীতে আসার নির্দেশনা দিয়েছে সংগঠনটি। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বার্তা দেবে সংগঠনটি।সংগঠনটির সহসভাপতি ডা. আউয়াল বলেন, গত বছরের এই দিনটি আমাদের কাছে স্মরণীয়। এই দিনে হাসিনার পদত্যাগের ডাক আসে। এই দিনটি স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক ছাত্র সমাবেশ হবে। সমাবেশে ছাত্রদলের লক্ষাধিক নেতা-কর্মীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।সমাবেশ সফল করতে গত বুধবার ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে নানান দিকনির্দেশনা দেন তিনি। শীর্ষ নেতারা কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এসব বৈঠকে সমাবেশ বাস্তবায়নের জন্য ২৫৪ জনের সমন্বয়ে ৯০টি টিম গঠন করা হয়।এদিকে সমাবেশে যোগ দিতে ২০ বগির বিশেষ ট্রেন ভাড়া করেছে ছাত্রদল। আজ সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসার কথা ট্রেনটির। ঢাকায় পৌঁছানোর কথা বেলা সোয়া একটায়। ট্রেনটি সন্ধ্যা ৭টায় আবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।ভোরের আকাশ/এসএইচ
০৩ আগস্ট ২০২৫ ১১:৩০ এএম
জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ
জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে 'জুলাই যোদ্ধারা'। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। জুলাই সনদের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং গোষ্ঠীর মধ্যে ভিন্নমত থাকলেও, 'জুলাই যোদ্ধাদের' এই পদক্ষেপ তাদের দাবির প্রতি দৃঢ় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।জানা গেছে, আন্দোলনের নেতৃত্বে রয়েছেন জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশিকুল ইসলাম ও প্লাটফর্মের সমন্বয়ক মাজহারুল ইসলাম আপন।এ দিকে অবরোধের কারণে শাহবাগের চারিদিকে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে শাহবাগ মোড়ে উত্তেজনা পরিবেশ বিরাজমান এবং পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী শাহবাগ মোড়ে অবস্থান করছে।ভোরের আকাশ/এসএইচ
৩১ জুলাই ২০২৫ ১১:৩৭ এএম
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ
চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সাবেক বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। তাদের এই অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার (২৩ জুন) দুপুর ১টা ১০ মিনিটে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।এর আগে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা থেকে মিছিল বের করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে শাহবাগে এসে জড়ো হয়। এ সময় পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা।চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবিগুলো হলো-১. পিলখানাসহ দেশের সব বিডিআর ইউনিটগুলোয় বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত (৭৬ ব্যাচসহ) সব বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। সেই সঙ্গে তাদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।২. পিলখানা হত্যাকাণ্ডে গঠিত শর্তযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তরের লক্ষ্যে এর সার্বিক পূর্ণ কার্যকারিতা বাধাগ্রস্ত করছে এমন সব বিধিনিষেধ, বিশেষ করে এর প্রজ্ঞাপনে উল্লিখিত ‘ব্যতীত’ শব্দ এবং কার্যপরিধি ২ এর (ঙ) ধারাটি বাতিল করে কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মিথ্যা সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে প্রায় ১৬ বছর ধরে কারাবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে।৩. যেসব ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের ২০০৯ সালে পিলখানায় সৃষ্ট ঘটনায় ষড়যন্ত্রের অংশ হিসেবে অন্যায়ভাবে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদের সবাইকে পুনর্বাসন করতে হবে। সেই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী সীমান্তের অতন্দ্র প্রহরী ‘বাংলাদেশ রাইফেলস’ তথা ‘বিডিআর’ নাম পুনরায় স্থাপন করতে হবে।ভোরের আকাশ/এসএইচ
২৩ জুন ২০২৫ ০২:৪২ পিএম
শাহবাগে ঈদের নামাজ পড়লেন হামজা-জামাল ও ফাহমেদুলরা
রাজধানীর শাহবাগে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হামজা-ফাহমেদুলরা।শনিবার (৭ জুন) সকাল ৭টায় শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের নিকটবর্তী চাঁদ মসজিদে ঈদের নামাজ আদায় করেন তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে দলের সবাইকে সাদা পাঞ্জাবি উপহার দেওয়া হয়। সেই পাঞ্জাবি পরেই সবাই নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেছেন ফুটবলাররা। হোটেলে ফিরে তারা একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।এদিকে, সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প চলমান থাকায় ছুটি পাননি ফুটবলাররা। ঈদের কারণে বেলা ২টা পর্যন্ত পরিবারের সাথে দেখা করার সুযোগ পাবেন তারা। তবে এদিনও অনুশীলন করতে হবে তাদের। বিকেলে জাতীয় স্টেডিয়ামে হবে টিম ট্রেনিং। ভোরের আকাশ/জাআ