টাঙ্গাইলে শ্রমিকদল নেতা মনিরের নেতৃত্বে লিফলেট বিতরণ
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক (ভিপি) মনিরের নেতৃত্বে সদর উপজেলার বৈল্যা হাটে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মজনু মন্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, শ্রমিকদল নেতা তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, মো. মনির হোসেনসহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।ভোরের আকাশ/জাআ
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:১০ পিএম
সিরাজগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের চৌরাস্তার মোড় থেকে লিফলেট বিতরণ শুরু করে মুজিব সড়ক হয়ে এসএস রোড বড়বাজারে গিয়ে শেষ হয়।এর আগে লিফলেট বিতরণ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ আব্দুল লতিফ। এসময় মির্জা মোস্তফা জামান বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের অংশ হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। এবং সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি'র অন্যতম সদস্য মো. আসলাম উদ্দিন, ছাত্র-বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুল আজিজ, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন, শহর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবদল নেতা ওলি আহমেদ, পাপ্পু শেখ, মো. হাবীব ও যুবনেতা মো. রিপন এবং শ্রমিক নেতা নাঈম ইসলামসহ বিএনপি'র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।ভোরের আকাশ/জাআ
২২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৪ পিএম
বেনাপোলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শার্শা উপজেলা বিএনপি বেনাপোলে লিফলেট বিতরণ ও পথসভা করেছে।সোমবার (২৫ আগষ্ট) বিকালে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন এর নেতৃত্বে বেনাপোল পৌর সভার কাস্টমস হাউজ এর সামনে থেকে লিফলেট বিতারণ শুরু করে বেনাপোল বরফিল্ডে এসে শেষ হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন নেতা, কর্মীরা।এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তরুজ্জামান, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুব দলের আহবায়ক মফিজুর রহমান বাবু, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্র দলের আহবায়ক শরিফুল রহমান চয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান আরিফ প্রমুখ।লিফলেট বিতরণ শেষে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপে নির্বাচনের লক্ষ্যে নিরপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।তিনি আরো বলেন, আজ স্বাধীনতাবিরোধী জামাত এক এক সময় এক কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই জামাত শেখ হাসিনার সাথে আতাত করে ১৯৮৬ সালে এরশাদের পাতানো নির্বাচনের ফাঁদে পা দেন। আবার ১৯৯৬ সালে এই ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে তাদের সাথে নির্বাচন করে। যা বাংলার জনগন ভুলে যায়নি। এত যদি জনপ্রিয়তা থাকে তাহলে জামাত কে প্রশ্ন রেখে বলেন নির্বাচনে আসতে বাধা কোথায়?ভোরের আকাশ/জাআ
২৫ আগস্ট ২০২৫ ১০:৪৯ পিএম
গাইবান্ধায় ৩১ দফা বাস্তবায়নে বাবু'র লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে গাইবান্ধায় লিফলেট বিতরণ করা হয়েছে।রবিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর ২ আসনের সম্ভাব্য প্রার্থী আনিসুজ্জামান খান বাবু।লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম হানিফ বেলাল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, কামাল আহম্মেদ, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, সদর মহিলা দলের নেত্রী মনি আক্তার, জেলা জাসাসের সদস্য সচিব ওয়াহিদ খান সুজন, সদর জাসাসের সভাপতি দেওয়ান মানিক সহ জেলা ও সদরের নেতাকর্মীগন।এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।ভোরের আকাশ/জাআ
২৪ আগস্ট ২০২৫ ০৫:১০ পিএম
পত্নীতলায় বিএনপির লিফলেট বিতরণ
নওগাঁর পত্নীতলায় বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে গনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গনসংযোগ অনুষ্ঠিত হয়।শনিবার সকালে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী, পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ- ২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা। নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, আব্দুলাহ আল মাসুম সহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
২৩ আগস্ট ২০২৫ ০৮:১৩ পিএম
সিরাজগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে শহরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট জনগণের মাঝে তুলে ধরতে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছে।বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে শহরের বড়বাজার এলাকায় প্রায় এক হাজার লিফলেট বিতরণ করা হয়।লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্না সরদার, জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক নিয়ামুল হাকিম সাজু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।নেতৃবৃন্দ জানান, দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দিতে তারা অব্যাহতভাবে মাঠে থাকবেন।ভোরের আকাশ/জাআ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারে আমতলীতে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি।মঙ্গলবার (১০ জুন) দুপুরে শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে মিছিলসহকারে লিফলেট বিতরণ শুরু হয়। পরে আমতলী-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট, পৌর শহরের একে স্কুল, ডাকবাংলো সড়ক, ফেরিঘাট, আলহেলাল মোড় ও বাঁধঘাট চৌরাস্তা এলাকায় লিফলেট বিতরণ করা হয়।প্রয়াত বিএনপি মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের সাবেক এপিএস ও আমতলী-তালতলী আসনে মনোনয়ন প্রত্যাশী ওমর আব্দুল্লাহ শাহীনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।লিফলেট বিতরণ শেষে আমতলী চৌরাস্তা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ফজলুল হক মাষ্টার এবং প্রধান বক্তা ছিলেন ওমর আব্দুল্লাহ শাহীন।ওমর আব্দুল্লাহ শাহীন তার বক্তব্যে বলেন, "গত ১৭ বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের অধীনে নানা নির্যাতন সহ্য করেছি, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি, গুমের শিকার হয়েছি। তবে আল্লাহর রহমতে ও জনগণের দোয়ায় বেঁচে আছি। এখন সময় এসেছে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র মেরামতের।"প্রধান অতিথি ফজলুল হক মাষ্টার বলেন, "দেশকে সুন্দর ও সুশৃঙ্খল করতে হলে প্রথমেই নিজেদের শুদ্ধ হতে হবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন শেষ হলেও প্রশাসনে তার প্রেতাত্মারা এখনও সক্রিয়। তাদের হটিয়ে তারেক রহমানের নেতৃত্বে সঠিক রাষ্ট্র গঠনে এগিয়ে যেতে হবে।"পথসভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক কবির উদ্দিন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু, তারিকুল ইসলাম টারজান, মহিউদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ