বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুক্রবার লন্ডনে সাধারণ যাত্রীদের মতো লোকাল বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকালে দেখা যায়, লন্ডনের শহরের উত্তরে এক নিরিবিলি বাসস্টপে অপেক্ষমাণ একজন মধ্যবয়সী তারেক রহমান। হাতে মোবাইল, পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট, আর পায়ে সাধারণ একজোড়া স্নিকার্স। তিনি বসে আছেন জনসাধারণের জন্য নির্ধারিত লাল বেঞ্চে। কিছুক্ষণ পরেই এসে থামে একটি লাল ডাবল-ডেকার বাস। মানুষজনের সঙ্গে সঙ্গে তিনি ওঠে পড়েন সেই বাসে কোনো নিরাপত্তা রক্ষী, ঝলমলে প্রটোকল বা গাড়ির বহর নেই।জানা গেছে, ছবিগুলোর মধ্যে নিউ ভিক্টোরিয়া হসপিটাল বাসস্টপেজ থেকে তোলা একটি ছবিতে দেখা যায় তিনি সাধারণ যাত্রীর মতো লোকাল বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন, সময় কাটাচ্ছেন নিজের মোবাইল ফোনে কিছু একটা পড়ে। পেছনে স্পষ্ট লেখা রয়েছে বাসের গন্তব্য: কিংস্টন। ছড়িয়ে পাড় ছবিগুলোর মধ্যে আরেকটি ছবিতে দেখা যায় তারেক রহমান বাসে উঠছেন, আরেকটিতে দেখা যায় তিনি বাস থেকে নামছেন।এই ছবিগুলোর কমেন্টে দেখা যায়, অনেকেই দেখছেন এক ধরনের ‘অ্যান্টি-ভিআইপি’ রাজনীতির বার্তা হিসেবে। যেখানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নেতাদের জন্য আলাদা গেট, নিরাপত্তা বলয় ও বিলাসবহুল বাহনই নিয়ম সেখানে একজন শীর্ষস্থানীয় নেতা সাধারণ বাসে যাতায়াত করছেন, তা নিঃসন্দেহে এক ভিন্ন বার্তা বহন করে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও ছবিগুলো দেওয়া হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
০২ আগস্ট ২০২৫ ০৮:২০ এএম
চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
চিকিৎসার জন্য আবারও লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় ফলোআপ চিকিৎসার জন্য তিনি শিগগির সেখানে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।চিকিৎসকরা খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা ফলোআপকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করছেন। ইতোমধ্যেই এই সফরকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় সহায়তার জন্য যোগাযোগ করেছে বিএনপি।দলীয় সূত্র জানিয়েছে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পূর্ণ সুস্থতার জন্য তার নিয়মিত আন্তর্জাতিক মানের চিকিৎসা নেওয়াই এখন প্রধান অগ্রাধিকার। তাই তাকে পুনরায় লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।ভোরের আকাশ/জাআ
২৮ জুলাই ২০২৫ ০৫:১২ পিএম
এবার লন্ডনে ওড়ার পরই ভেঙে পড়ল বিমান
এবার লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে ভেঙে পড়ল একটি বিমান। রোববার (১৩ জুলাই) বিকাল ৪টার একটু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি বিমান বিধ্বস্ত হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিমানে ওই সময় কতজন যাত্রী ছিলেন তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। ঘটনার ছবি-ভিডিও ইতোমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।জানা গেছে, ১২ মিটার দৈর্ঘে্যর এই বিমানে সর্বোচ্চ ৯ জন যাত্রী এবং দুজন বিমানকর্মী বসতে পারেন।প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি নেদারল্যান্ড যাচ্ছিল। ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুনের গোলার মতো জ্বলে ওঠে বিমানটি।সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, সেন্ট্রাল লন্ডন থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত এই সাউথএন্ড বিমানবন্দর। এই দুর্ঘটনার পর অন্তত চারটি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে, সাউথএন্ড বিমানবন্দরের ওয়েবসাইটে।এসেক্স পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, তারা রোববার বিকেল ৪টের ঠিক আগে সাউথএন্ড বিমানবন্দরে একটি ১২ মিটার লম্বা বিমানের সংঘর্ষের খবর পেয়েছেন।এর আগে গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমানটি ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চালু হওয়ার পর এই প্রথম কোন ড্রিম লাইনার এভাবে দুর্ঘটনাগ্রস্ত। আহমেদাবাদের সিভিল হাসপাতালের হোস্টেলের ছাদে ভেঙে পড়েছিল ওই বিমান। সেই সময় অনেক শিক্ষার্থী দুপুরের খাবার খেতে বসেছিলেন ক্যান্টিনে। আচমকাই তাদের মাথার উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় সব।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুলাই ২০২৫ ০৮:২৬ এএম
লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমকে
অবশেষে লন্ডনে দেখা মিলেছে সাবেক প্রাণীসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম।গণঅভ্যুত্থানের সময় পালিয়ে গেলেও দীর্ঘ ১০ মাস পর শুক্রবার (১৩ জুন) দুপুরে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে একটি দোকানে দেখা গেছে তাকে।হলুদ রঙের পোশাক পরা রেজাউল করিমের পাশে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বিক্ষোভ কর্মসূচি করেছেন, তাতে অংশ নিতে শ ম রেজাউল করিম সেখানে অবস্থান করছিলেন।এদিকে, সাবেক শ ম রেজাউল করিম ছাড়াও সম্প্রতি লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও নেতাকে। তাদের মধ্যে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট–৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান।এর আগে মঙ্গলবার লন্ডনে প্রকাশ্যে দেখা যায় সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত সরকার এবং হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহিরকে। তাদের সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সরকার, যাকে এই প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায়।ভোরের আকাশ/এসএইচ
১৪ জুন ২০২৫ ১২:৫৯ পিএম
ড. ইউনূস-তারেক বৈঠক: লন্ডনে গেছেন আমীর খসরু
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাদের এই বৈঠককে সামনে রেখে লন্ডন গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্রে এ খবর জানা গেছে।আগামী শুক্রবার (১৩ জুন) লন্ডনে স্থানীয় সময় সকালে বৈঠকে বসতে যাচ্ছেন দেশটিতে সফররত ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান।তবে বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন না। ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে ‘ওয়ান-টু-ওয়ান’ বৈঠক হবে বলে জানা গেছে।এর আগে চার দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।ভোরের আকাশ/এসএইচ
১১ জুন ২০২৫ ০৪:২৮ পিএম
৬ মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত ৫ মে’র পরিবর্তে তিনি ৬ মে মঙ্গলবার দেশে ফিরবেন।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি মহাসচিবের নির্দেশে জানিয়েছেন যে, খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে যাত্রা শুরু করে ৬ মে ঢাকায় পৌঁছাবেন।জানা গেছে, কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন বাংলাদেশে পৌঁছাবেন।উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরবর্তীতে করোনা মহামারির সময়ে সরকার তাকে বিশেষ বিবেচনায় মুক্তি দিলেও তিনি কার্যত গৃহবন্দি অবস্থায় ছিলেন।২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর তিনি যে দুটি দুর্নীতির মামলায় দণ্ডিত ছিলেন, সেগুলোর রায় আদালত বাতিল করে।চিকিৎসার জন্য চলতি বছরের ৮ জানুয়ারি তাকে লন্ডনে নেওয়া হয়, যেখানে তিনি টানা ১৭ দিন একটি ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেন। পরে ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসভবনে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন পর এবারই প্রথম তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন।ভোরের আকাশ//র.ন