"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি "এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার সোমবার মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে চিতলমারীতে রেলি পোনামাছের অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা হয়।এরপর সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ এবং উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও মৎস্য সপ্তাহে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। ১৮ থেকে ২৪ আগস্ট উন্মুক্ত জলাশয় থেকে কোন প্রকার মাছ না ধরার জন্য সবাইকে অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. আশরাফুল ইসলামে সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. আহমেদ ইকবাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শোয়াইব হোসেন গাজী, মৎস্য চাষি মহিউদ্দিন মোল্লাপ্রমুখ।এছাড়া এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. হাবিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার নয়ন কুমার দাস, উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকারসহ আরও অনেকে।অনুষ্ঠানে আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.