‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স’ এ যোগদানের জন্য চারদিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (২২ সেপ্টেম্বর) সেনাপ্রধান মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।আইএসপিআর জানায়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধান উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বাড়বে বলে আশা করা যায়।সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।ভোরের আকাশ/এসএইচ
২২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২০ পিএম
বাংলাদেশের সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব রানার্স আপ
মালয়েশিয়ায় এশিয়ান থ্রোবল প্রতিযোগিতা ২০২৫ এ বাংলাদেশের সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের স্পোর্টস ক্লাব রানার্স আপ হয়েছে। গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের সুকুন অ্যারেনা ইনডোর কমপ্লেক্সে অনুষ্ঠিত এশিয়ান থ্রোবল প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব এসপিএসসি ও ভারত, মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের থ্রোবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।নারী ও পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয় ভারতের থ্রোবল দল। পুরুষ বিভাগে রানার্স হয়েছে বাংলাদেশের সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব এবং নারী বিভাগে মালয়েশিয়া।রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন শ্রীলংকার রমেশ মেহরাজ, ফায়াজ মারুফ ও মালয়েশিয়ার সলেহীন।ভোরের আকাশ/এসএইচ
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪০ পিএম
মালয়েশিয়ায় ভুয়া বিয়ে এড়িয়ে চলার বিশেষ সতর্কবার্তা প্রবাসীদের জন্য
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য সতর্কবার্তা জারি করেছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাই মেট্রোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিবার গঠনের উদ্দেশ্য ছাড়া কেবল ব্যবসা, পাস বা অবৈধ বসবাসের সুবিধার জন্য করা ভুয়া বিবাহ গ্রেপ্তার ও কঠোর শাস্তির আওতায় পড়বে।তিনি বলেন, “প্রমাণ মিললে বিদেশিরা গ্রেপ্তার হবেন, বিচার শেষে জেল সাজা এবং কালো তালিকাভুক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। ভুয়া বিয়ে কোনো পারিবারিক বন্ধন নয়, এটি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দার মর্যাদা (পিআর), ব্যাংক ঋণ, ব্যবসা ও অন্যান্য সুবিধা নেওয়ার জন্য কিছু বিদেশি ভুয়া বা চুক্তিভিত্তিক বিয়ের দিকে ঝুঁকছে। বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলোর প্রবাসীরা স্থানীয় নারীদের সঙ্গে বিয়ে করে সুবিধা নেন এবং পরে তালাক দিয়ে সম্পর্ক শেষ করেন।দাতুক জাকারিয়া শাবান আরও জানান, বিদেশি স্বামী-স্ত্রীরা দীর্ঘমেয়াদি সামাজিক পাস (পিএলএস) পেলেও বৈধ অনুমতি ছাড়া কাজ করতে পারবেন না। সন্দেহজনক ক্ষেত্রে দম্পতিদের বাড়ি ও কর্মস্থলে হঠাৎ পরিদর্শন, সাক্ষাৎকার ও নথি যাচাই করা হচ্ছে।ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) ইতোমধ্যেই পিডিআরএম, জেপিএন, ইসলামিক কর্তৃপক্ষ, এলএইচডিএন ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথ অভিযান চালাচ্ছে। তথ্য ভাগাভাগি ও সমন্বিত তদন্তের মাধ্যমে ভুয়া বিবাহের সঙ্গে যুক্তদের শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।মালয়েশিয়া সরকার বারবার সাফ জানিয়েছে, “বিয়ে কখনো ব্যবসার টিকিট নয়। ভুয়া বিবাহের মাধ্যমে সুবিধা নেওয়া হলে কঠোর শাস্তি অনিবার্য।”ভোরের আকাশ//হ.র
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৭ এএম
ফের সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের মালয়েশিয়া যাত্রা
আগামী ১৬-১৭ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান থ্রোবল প্রতিযোগিতা ২০২৫ এ অংশ নিতে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের স্পোর্টস ক্লাব মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৌঁছেছে।এশিয়ান থ্রোবল প্রতিযোগিতা ২০২৫ এ বাংলাদেশের সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব ও ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কার থ্রোবল দল এবারের এশিয়ার থ্রোবলের আসরে অংশ নিচ্ছে।সাউথ পয়েন্ট, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্ল্ড থ্রোবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি মো. রেজাউল করিম।উল্লেখ্য, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের উক্ত দল এর পূর্বেও মালয়েশিয়ায় আন্তর্জাতিক থ্রোবল প্রতিযোগিতায় ১ম রানার্স আপ ট্রফি, মেডেল ও সার্টিফিকেট অর্জন করেছিল এবং সম্প্রতি সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব থ্রোবল দল বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশন আয়োজিত ৫ম জাতীয় থ্রোবল প্রতিযোগিতা এ রানার্স আপ হওয়ার যোগ্যতা অর্জন করে।বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডঃ শরীফ আশরাফুজ্জামান ও সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ কর্নেল মোঃ শামসুল আলম, পিএসসি (অবঃ) দলকে শুভেচ্ছা জানান এবং তাদের সফলতা কামনা করেন।ভোরের আকাশ/এসএইচ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১১ পিএম
মালয়েশিয়া প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ ও ভোটদান বিষয়ক মতবিনিময় সভা এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কুয়ালালামপুরের জি টাওয়ারে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসীদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।এ সময় প্রধান অতিথির বক্তব্য নির্বাচন কমিশনার শুরুতে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ’২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আরও জানান বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। স্বাধীনতার ৫৪ বছর পরে এবার প্রথমবারের মতো প্রবাসীরা ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন, তার জন্য নির্বাচন কমিশন নিরলস কাজ করে যাচ্ছে।বক্তৃতায় তিনি প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন। তিনি জানান, প্রবাসীদের ভোটারদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনলাইনে ভোটার হিসেবে আবেদন এবং নিবন্ধনের সুযোগ রাখা হচ্ছে। প্রবাসীদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে। এরপর প্রবাসীদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীরা ভোট প্রদান করে নির্বাচন কমিশন প্রদত্ত নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন যা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে। ভোটাররা তার ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্রাকও করতে পারবেন বলে তিনি জানান। তিনি এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তৃতায় প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের সুযোগ দেওয়ার জন্য এবং ভোটদান প্রক্রিয়া বিষয়ে মতবিনিময়ের জন্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হাই কমিশন সকল প্রকার প্রচার-প্রচারণা চালাবে বলে তিনি জানান।পরে নির্বাচন কমিশনার জাতীয় পরিচয় পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন এবং উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।ভোরের আকাশ//হ.র
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৬ এএম
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারকে বিদায়ী সংবর্ধনা
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানকে বিদায় সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, হাইকমিশনের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায়ী সংবর্ধনায় হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বিদায়ী হাইকমিশনার শামীম আহসান মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে, বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শামীম আহসান ২০২৩ সালের ২০ অক্টোবর মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার দায়িত্বকালীন সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করেন।ভোরের আকাশ/এসএইচ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:২০ পিএম
৭৮ হাজার শিক্ষার্থীর মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব
মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ৭৮ হাজার ৮৮৩ জন শিক্ষার্থীকে প্রস্তাব দেওয়া হয়েছে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বিবৃতিতে জানানো হয়, ইউপিইউ অনলাইনে জমা হওয়া মোট ১ লাখ ৯ হাজার ৮৬৬টি আবেদনের মধ্যে প্রায় ৭১.৮০ শতাংশ আবেদনকারীকে ভর্তি প্রস্তাব দেওয়া হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীরা ম্যাট্রিকুলেশন, STPM (সিজিল টিংগি পেলাজারান মালয়েশিয়া), ফাউন্ডেশন, STAM (সিজিল টিংগি আগামা মালয়েশিয়া), ডিপ্লোমা ও সমমানের যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। ভর্তি কার্যক্রমে ১,১৩২টি স্নাতক প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করা হয় এবং পূর্ণ মেধা স্কোরের ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হয়েছে।সেলাঙ্গরের বাসিন্দা আমিরুল হাকিম বলেন, ইউনিভার্সিটি কুয়ালালামপুরে কম্পিউটার সায়েন্সে ভর্তির সুযোগ পেয়েছি, এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। পরিবারের প্রত্যাশা পূরণ করতে পেরে আমি গর্বিত।অন্যদিকে পেনাংয়ের শিক্ষার্থী আইশাহ নূর, যিনি প্রথম পছন্দে ভর্তি না হলেও দ্বিতীয় পছন্দে সুযোগ পেয়েছেন, বলেন, যদিও কিছুটা হতাশ হয়েছি, তবুও এটিকে আমি সুযোগ হিসেবে দেখছি। প্রয়োজনে আপিল করব।অভিভাবক হাজাহ সালমাহ বলেন, যার ছেলে এবার বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন, এটা পরিবারের জন্য বিশাল প্রাপ্তি। আমরা আশা করি সে সমাজের জন্য গর্ব হয়ে উঠবে।মালয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. রাহমান ইসমাইল বলেন, শুধু মেধার ভিত্তিতে ভর্তি করানোই যথেষ্ট নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে গড়ে তোলাটাও সমান গুরুত্বপূর্ণ।যেসব শিক্ষার্থী ভর্তি প্রস্তাব পাননি, তারা ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত UPUOnline সিস্টেমে আপিল করতে পারবেন।উচ্চশিক্ষা মন্ত্রণালয় সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছে, আমরা আশা করি শিক্ষার্থীরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে এবং দেশ ও সমাজের জন্য অবদান রাখবে।ভোরের অকাশ/তা.কা
০৬ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৪ পিএম
গাজায় শিশুদের হত্যা আন্তর্জাতিক আস্থার পরীক্ষা: আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, গাজা উপত্যকায় নিরীহ শিশুদের বিনা বিচারে হত্যা করা হচ্ছে, যা আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আস্থার ঘাটতি প্রকাশ করছে। সোমবার তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে আনাদোলু সংবাদ সংস্থা।চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) প্লাস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর আনোয়ার এ মন্তব্য করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।আনোয়ার ইব্রাহিম শি জিনপিংয়ের প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভের প্রসঙ্গ তুলে বলেন, “এই ধারণা এমন এক সময় গভীরভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে যখন বহুপাক্ষিক ব্যবস্থা ভেঙে পড়ছে।”তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, “জাতিসংঘ এখন আর সংস্কারের আকাঙ্ক্ষা বহন করছে না। নৃশংসতা বিনা বিচারে সংঘটিত হচ্ছে।”প্রধানমন্ত্রী আরও বলেন, “আন্তর্জাতিক ব্যবস্থায় আজকের দিনে আস্থার অভাব লক্ষ্য করা যাচ্ছে। বাণিজ্য, আর্থিক কাঠামো এবং জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ায় ব্যর্থতা প্রমাণ করেছে যে উচ্চকণ্ঠ ঘোষণাগুলো বাস্তবে জনগণের ভোগান্তির সঙ্গে সম্পর্কহীন।”অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৬৩ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। সামরিক অভিযানে পুরো উপত্যকা বিধ্বস্ত হয়েছে এবং সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।ভোরের আকাশ//হ.র
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরে রাতের আঁধারে চালানো এই অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে প্রায় ৪০০ জন বাংলাদেশি।এছাড়া আটককৃতদের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।সংবাদমাধ্যমটি বলছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় রাতের বেলায় চালানো অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানের সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় বিভিন্ন দেশের শত শত অভিবাসী টেবিলের নিচে লুকিয়ে, দোকানের ভেতরে আশ্রয় নিয়ে কিংবা ছাদে উঠে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন।“অপস বেলাঞ্জা” নামে পরিচিত এ অভিযানের সময় মাত্র দুই ঘণ্টায় রাতের বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত বুকিত বিনতাংকে পরিণত করে লকডাউন জোনে। এসময় পর্যটকে ভরা সড়কগুলো চারদিক থেকে ঘিরে ফেলেন কর্মকর্তারা। তিন ব্লকের প্রতিটি প্রবেশ ও প্রস্থানপথ অবরুদ্ধ করে তারা নথি পরীক্ষা চালান এবং লুকিয়ে থাকা অভিবাসীদের বের করে আনেন।স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ অভিযানে পুত্রজায়া থেকে আসা অভিবাসন বিভাগের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানটি নেতৃত্ব দেন অভিবাসন বিভাগের পরিচালক বাসরি ওসমান। তিনি জানান, মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়— এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৩৯৬ জন। তাদের মধ্যে ৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন পুরুষ, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন পুরুষ ও ২ জন নারী এবং আরও ৯ জন বিভিন্ন দেশের নাগরিক।তিনি জানান, অনিবন্ধিত এসব অভিবাসীদের আটক হওয়ার প্রধান কারণ হলো মেয়াদোত্তীর্ণ ভিসা, বৈধ পরিচয়পত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করা।মূলত দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তি পেতে এসব অভিবাসীরা সাধারণত মালয়েশিয়ায় নির্মাণকাজ, বাগান বা ঝুঁকিপূর্ণ এমনসব খাতে কাজ করতে আসেন, যেসব কাজ স্থানীয়রা করতে অনীহা প্রকাশ করে।বাসরি ওসমান বলেন, এলাকাটিতে অনিবন্ধিত অভিবাসীদের অবস্থানের বিষয়ে প্রচুর অভিযোগ পাওয়ার পরে এই অভিযান চালানো হয়।তিনি জানান, “বুকিত বিনতাং অনেকদিন ধরেই হটস্পট। নাইটলাইফ ও শহরের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে অনিবন্ধিত শ্রমিকদের জন্য এটি আকর্ষণীয় হয়ে উঠেছে। আমরা তিন সপ্তাহ ধরে পর্যবেক্ষণ চালানোর পর অভিযান পরিচালনা করি।”অভিযানে কর্মকর্তারা একটি গোপন জুয়ার আসরও খুঁজে পান, যেখানে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। সেখানে অনলাইন জুয়া খেলছিল সাত থেকে আটজন বিদেশি। তাদেরও আটক করা হয়।এছাড়া এই এলাকার কিছু দোকানপাটও বিদেশিদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। যার কারণে অন্য অভিবাসীরা সেখানে একত্রিত হয়ে থাকেন।বাসরি জানান, আটককৃত ব্যক্তিদের প্রথমে প্রাথমিক যাচাইয়ের জন্য পুত্রজায়ার অভিবাসন দপ্তরে নেওয়া হবে, এরপর তাদের আটককেন্দ্রে পাঠানো হবে। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াব, যাতে মালিকরা কেবল অনুমোদিত কোটার মধ্যে বিদেশি কর্মী নিয়োগ দেয়।ভোরের আকাশ/মো.আ.
০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩১ এএম
মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ, কর্মী ৮ লাখেরও বেশি
মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিকদের তালিকায় এখন শীর্ষে বাংলাদেশিরা। দেশটিতে মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি। বর্তমানে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস নিয়ে মালয়েশিয়ায় কাজ করছেন ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি। সোমবার দেশটির সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল।মন্ত্রী জানান, করোনা-পরবর্তী সময়ে অর্থনীতি পুনর্গঠনে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের চাহিদা বেড়ে যায়। সীমান্ত উন্মুক্ত হওয়ার পর ২০২২ সালে দেশটিতে প্রবেশ করেন প্রায় ৫০ হাজার বাংলাদেশি কর্মী। পরের বছর বিদেশি শ্রমশক্তি নিয়োগে সরকার শিথিল নীতি প্রয়োগ করলে বিপুলসংখ্যক বাংলাদেশি মালয়েশিয়ায় যান। শুধুমাত্র ২০২৩ সালেই প্রায় ৪ লাখ নতুন কর্মসংস্থান পান বাংলাদেশি শ্রমিকরা।এ সময় তিনি আরও জানান, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় ওই সময় ৭৯০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।সূত্র: নিউ স্ট্রেইটস টাইমসভোরের আকাশ//হ.র
২৭ আগস্ট ২০২৫ ১২:০৯ এএম
ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া
ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি বাংলাদেশিরা। ফেরত পাঠানো হলো দেশে। শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার সবকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।সংবাদ মাধ্যমগুলো বলছে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা (একেপিএস) বিমানবন্দর কেএলআই এর টার্মিনাল-১ এ রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালায়। এ সময় ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন সংস্থার কর্মকর্তারা। যারমধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।একেপিএসের এক বিবৃতিতে বলা হয়, যাদের আটকে দেওয়া হয়েছে, তারা ঢাকা, বাংলাদেশ থেকে একটি ভোরের ফ্লাইটে এসেছেন। দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা-নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন।ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি।তারা বলেছে, যাদের আটকে দেওয়া হয়েছে তারা (পর্যটন ভিসায় এসে) খুব সম্ভবত মালয়েশিয়ায় প্রবেশ করে ভিসার অপব্যবহার করত। তাদের অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা ছিল।সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণে এই অভিযান চালানো হয়েছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে।উল্লেখ্য, গত ১২ ও ১৩ আগস্ট প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ২০৪ বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া।ভোরের আকাশ/মো.আ.