বলিউডের জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। গতকাল সোমবার ৯১ বছর বয়সে ভারতের মহারাষ্ট্রের ঠাণের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।শারীরিক জটিলতার কারণে তিনি কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। মঙ্গলবার ঠাণেতেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।অভিনয়ের দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। বাণিজ্যিক কিংবা সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের চলচ্চিত্রেই সমান দক্ষতায় অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি।তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস ছবিতে অধ্যাপকের চরিত্রে তার সংলাপ “আরে, কেহনা ক্যা চাহতে হো” এখনও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মিম হিসেবে ঘুরে বেড়ায়।শুধু সিনেমাই নয়, ছোট পর্দাতেও ছিল তার শক্তিশালী উপস্থিতি। ভারত এক খোঁজ, অল দ্য বেস্ট (দূরদর্শন), প্রধান মন্ত্রী (জি টিভি), আহত (১৯৯৫-২০০১, সনি টিভি), ওয়াগলে কি দুনিয়া এবং মাঝা হোশিল না (জি মারাঠি)-তে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন।অভিনয়ে আসার আগে অচ্যুত পোতদারের জীবন ছিল একেবারেই ভিন্নপথে। মধ্যপ্রদেশের রেওয়ায় শিক্ষকতা করার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর প্রায় ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে কাজ করেন। ১৯৯২ সালে চাকরি থেকে অবসর নেওয়ার পর মাত্র ৪৪ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সেখান থেকেই শুরু হয় তার অভিনয়যাত্রা।অচ্যুত পোতদারের মৃত্যুতে তার দীর্ঘদিনের সহকর্মীরা ছাড়াও বলিউড, মারাঠি চলচ্চিত্র অঙ্গন এবং টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া।ভোরের আকাশ/জাআ
১৯ আগস্ট ২০২৫ ০৩:৪৬ পিএম
রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন
পেশাদার রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন টেরি বোলিয়া, যিনি হাল্ক হোগান নামে বিশ্বজুড়ে পরিচিত। ছয় বারের ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হোগান তার বাচনভঙ্গির জন্যও ছিলেন জনপ্রিয়। চওড়া গোঁফ ও পেশিবহুল শরীরের এ রেসলার মারা গেছেন।স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ কিংবদন্তি। খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই)।এক বিবৃতিতে ডব্লুডব্লুই লিখেছে, ডব্লুডব্লুই হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০-এর দশকে ডব্লুডব্লুইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে ডব্লুডব্লুই।গত মাস থেকে অসুস্থ ছিলেন হোগান। কয়েক বার অস্ত্রোপচার হয়েছিল তার। অস্ত্রোপচারের পর থেকে কোমায় রয়েছেন বলে খবরও ছড়িয়ে পড়েছিল। কিন্তু তার স্ত্রী সে খবর গুজব বলে উড়িয়ে দেন। শেষ পর্যন্ত ফ্লোরিডায় নিজের বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হল তার। পরিবারের পক্ষ থেকে ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া হয়। জরুরি পরিষেবাও তার প্রাণ বাঁচাতে পারেনি।১৯৮০ ও ১৯৯০-এর দশকে পেশাদার কুস্তিতে সবচেয়ে বড় তারকা ছিলেন হাল্ক হোগান। যুক্তরাষ্ট্রের সবশেষ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ছিলেন হোগান। ট্রাম্পের সমর্থনে বেশ কয়েকটা সভাও করেছিলেন তিনি।হাল্ক হোগান অভিনয় করেছিলেন হলিউডের ছবিতেও। তখন তিনি নিজের নামের সঙ্গে ‘হলিউড’ কথাটা জুড়ে দেন। ১৯৯৬ সালে ডব্লিউডব্লিউই ছেড়ে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামের নতুন পেশাদার কুস্তি শুরু করেন তিনি। তবু ২০০৫ সালে তাকে ডব্লিউডব্লিউই ‘হল অফ ফেম’ দেয়া হয়।ভোরের আকাশ/জাআ
২৫ জুলাই ২০২৫ ১২:২৯ পিএম
সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন
কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের সাবেক সংসদ সদস্য বিএনপির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব) এম আনোয়ারুল আজিম মারা গেছেন।শনিবার (৩১ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে আনোয়ারুল আজিম স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ, দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে, বাদ এশা গ্রামের বাড়ি শরীফপুরে অনুষ্ঠিত হবে।এদিকে, আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি করছেন আবেগময়ী স্মৃতিচারণও।ভোরের আকাশ/এসএইচ