যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা এবং অবৈধ সুদের কারবারের প্রমাণসহ মোঃ মুকুল (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত মুকুল শিবগঞ্জ এলাকার মোহাম্মদ আইনুল ইসলামের ছেলে।শুক্রবার (১৩ জুন) ভোরে পরিচালিত অভিযানে আটক ব্যক্তির বাড়ি ও দোকান থেকে একটি পিস্তল, ৪৭০ পিস ইয়াবা এবং ঋণগ্রহীতাদের কাছ থেকে নেওয়া ব্লাংক চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়।অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের মধ্যপারপুকি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মূল লক্ষ্য ছিল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মুকুল (৩৮)।সূত্র জানায়, প্রথমে মুকুলকে তার বাড়ি থেকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে থানায় খবর দেওয়া হয়। পরে ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের একটি দলের উপস্থিতিতে তার বাড়ি ও দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি চায়না পিস্তল, একটি লোহার স্প্রিং স্টিক, একটি চাইনিজ কুড়াল ও ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট। অভিযানে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেওয়া স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও স্ট্যাম্পও জব্দ করা হয়।অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক মুকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় অবৈধভাবে উচ্চ সুদে টাকা লাগানোর কারবারের সাথেও জড়িত ছিলেন।এছাড়া তার কাছ থেকে বিভিন্ন দেশের মুদ্রাও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের ১ দিরহামের দুটি নোট ও ৫ দিরহামের একটি নোট, সিঙ্গাপুরের ২ ডলারের একটি নোট, শ্রীলঙ্কার ১০০ রুপির একটি নোট এবং ভারতের ১০ রুপির একটি নোট।পাশাপাশি বিভিন্ন দেশের ৩০টি কয়েনও জব্দ করে যৌথবাহিনী।ভোরের আকাশ/এসএইচ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাাঠী ইউনিয়নের ভীমকাঠী এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এলাকাবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। বরং দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে মাদক চক্র।ধ্বংস হচ্ছে এলাকার স্কুল-কলেজ শিক্ষার্থী ও যুবসমাজ। সন্তানদের নিয়ে অভিভাবকদের উদ্বেগ। মাদক ব্যবসার পাশাপাশি তারা নানা অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।গত বুধবার (১১ জুন)মাদক ব্যবসায়ী কর্তৃক হামলার শিকার হন উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীবকাঠী গ্রামের মৃত ইউসুফ আলী শেখের পুত্র বনি আমীন শেখ( ৪০)। এ ব্যাপারে কয়েকজনের নাম উল্লেখ করে নাজিরপুর থানায় শুক্রবার (১৩ জুন) লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।অভিযুক্তরা হলেন শ্রীরাম কাঠী এলাকার, মৃত সিদ্দিক মল্লিক এর ছেলে শাহীন মল্লিক (২৭) ভীমকাঠী এলাকার এনামুল শেখের পুত্র সুমন শেখ (২৫), কামরুল মোল্লার পুত্র রাব্বি মোল্লা (১৮), এনামুল শেখের পুত্র সিয়াম শেখ (১৮), হেমায়েত হাওলাদারের পুত্র রাব্বি হাওলাদার (১৮), এছাড়াও অজ্ঞাতনামা রয়েছে ৫/ ৬ জন।অভিযোগে দেখা যায়, গত বুধবার ১১ জুন বিকেল ৪ ঘটিকায় উল্লেখিত অভিযুক্তরা সহ অজ্ঞাতনামা পাঁচ/ছয় জন শ্রীরাম কাঠি বাজার সংলগ্ন পূর্ণিমা বেকারীর কর্মচারী শামীম মল্লিক( ১৮ )কে অভিযুক্তরা মাদক সেবন কোরিয়া এলোপাতাড়ি মারধর করিতে থাকে এমন পরিস্থিতি দেখে আমি তাকে রক্ষা করতে আসলে মাদক সেবনকারীরা আমার উপর চড়াও হয় এবং মারধর করিতে থাকে, আমার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে আমাকে তাদের হাত থেকে উদ্ধার করে। অভিযুক্তরা উদ্ধারকারী লোকজনের সম্মুখে আমাকে জীবন নাশের হুমকি প্রদান করিয়া চলিয়ে যায়। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।নাজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৪ জুন ২০২৫ ১১:৫০ এএম
যৌনপল্লী থেকে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।পলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর মেইন গেট সংলগ্ন কাশেমের বোডিং এর সামনে রাস্তার উপর থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বেপারী পাড়ার এলাকার মো. শাহাদত বিশ্বাসের ছেলে মো. সাগর বিশ্বাস (২২)। বর্তমানে তিনি কালুখালী উপজেলার হাট গ্রামে বসবাস করেন।গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ দুপুরেই রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ