কেরানীহাটে মিষ্টি কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট কাঁচাবাজারে মিষ্টি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটির এক লাখ টাকা জরিমানা করা হয়।রোববার (১৭ আগস্ট) রাত ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এবং গোয়েন্দা সংস্থা এনএসআইর গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ধরা পড়ে বহুদিন ধরে চলা একটি মিষ্টি কারখানার নোংরামি।দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে মিষ্টি। বারবার পুড়িয়ে কালো হয়ে যাওয়া তেল ব্যবহার করা হচ্ছে। সংরক্ষণ কক্ষে পড়ে আছে লেভেলবিহীন, বাসি ও দুর্গন্ধযুক্ত মিষ্টি। ভয়ংকর তথ্য হলো—নতুন মিষ্টি তৈরিতে ব্যবহার করা হচ্ছিল কাপড়ের রং, পঁচা ও বাসি চিনির সিরা এবং সেখানে জন্মানো পোকামাকড়!ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান কারখানার মালিকের প্রতিনিধি আবুল কাসেমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করেন। একইসঙ্গে কারখানার ভিতরে থাকা পোড়া তৈল, নষ্ট সিরা ও বাসি মিষ্টি ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা বছরের পর বছর ধরে এসব মিষ্টি কিনে আমাদের বাচ্চাদের খাইয়েছি, অথচ তারা আমাদেরকে বিষ খাইয়েছে। এত ঘৃণ্যভাবে খাবার বানায় — ভাবতেই শরীর কেঁপে ওঠে!"আরেকজন বলেন, "এমন অভিযান আরও বারবার হওয়া দরকার। শুধু একটা কারখানা না, পুরো বাজারে আরও অনেকের মিষ্টি দোকানে এসব হয়। প্রশাসনের নজরদারি না থাকায় তারা যা খুশি তাই করে যাচ্ছে।"ভোরের আকাশ/মো.আ.