ভোলার ইলিশায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোলার সদর থানাধীন ইলিশার মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৩৮৫ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠানটি উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের দুঃস্থ মানুষদের আস্থার প্রতীক হিসেবে বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান করে আসছে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।ভোরের আকাশ/এসএইচ
০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৫ পিএম
ভোলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
ভোলায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ,বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন— “নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে গ্রাম আদালতের বিচার কার্য পরিচালনা করতে হবে, তাহলেই জনগণ প্রকৃত সেবা পাবে।”সভায় প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম গ্রাম আদালত প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভোলা ও ঝালকাঠি জেলার জেলা ম্যানেজার অক্ষয় সরকার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক জনাব আবিরুল ইসলাম। এ সময় দৌলতখান ও ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য অফিসার, জেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।এছাড়াও সভায় অংশ নেন ভোলা সদর উপজেলার উপজেলা সমন্বয়কারী মো. রিয়াজ মোর্শেদ ও শিউলি বেগম এবং দৌলতখান উপজেলার উপজেলা সমন্বয়কারী মো. ইলিয়াস।ভোরের আকাশ/মো.আ.
২৭ আগস্ট ২০২৫ ০১:০৯ পিএম
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন।লঞ্চ চলাচল বন্ধ থাকা ১০টি নৌরুটের মধ্যে রয়েছে- ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন- মনপুরাসহ অন্যান্য নৌরুট।তবে স্বাভাবিক রয়েছে ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল রুটে লঞ্চ চলাচল।ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন বলেন, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল রয়েছে। যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিতে রোববার বিকেল সাড়ে ৫টা থেকে ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আবহাওয়ার আরও অবনতি হলে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হবে।ভোরের আকাশ/জাআ
১৭ আগস্ট ২০২৫ ১০:৫৯ পিএম
নদী উত্তাল, ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ঠ লঘুচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।লঞ্চ চলাচল বন্ধ থাকা ১০টি নৌরুটের মধ্যে রয়েছে- ইলিশা-লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, হাতিয়া-চরফ্যাশন, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন- মনপুরা, দৌলতখান-আলেকজান্ডারসহ অন্যান্য নৌরুট। তবে ভোলা সদরের খেয়াঘাট-ঢাকা, ইলিশা-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত রয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে বুধবার দুপুর ১টা থেকে ভোলার অভ্যন্তরীণ ১০টি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ভোরের আকাশ/এসএইচ
১৩ আগস্ট ২০২৫ ০৮:৪২ পিএম
চরফ্যাশনে জমির বিরোধ নিয়ে অসহায় পরিবারের ওপর হামলা ও অপপ্রচার
ভোলার চরফ্যাশনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক অসহায় পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি ও হামলার শিকার করার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বকশী বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ অভিযোগ তুলে ধরে।ভুক্তভোগী হাছান বানু ক্ষোভ প্রকাশ করে বলেন, ওসমানগঞ্জ ইউনিয়নের আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক আলআমিন বিএসসি, আমির হোসেন, হাসান, নাজমা ও আলেদা বেগম আমাকে ও আমার পরিবারের সদস্যদের ওপর ৩২শতাংশ জমির বিরোধ নিয়ে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে আসছে।হাছান বানু বলেন, আমার শ্বশুর নজীর আহমদ বকশী প্রায় ১২ বছর পূর্বে দেড় লাখ টাকায় আমার কাছে ৩২শতাংশ জমি বিক্রি করলেও আমাকে কোনো কাগজপত্র দেয়নি। আমার বাবার বাড়ি থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রি করে দেড় লাখ টাকা দিলেও আমার শ্বশুর বছরের পর পর বছর ধরে আমাকে জমির কাগজপত্র বা দলিল দেননি। তবে আমার স্বামী ও সন্তানরা ওই জমিটি দীর্ঘ বছর ধরে ভোগদখল করে আসছে।গত শনিবার (১২ জুলাই) আমার ছেলে আমিরুল ইসলাম ওই জমিতে আবাদকৃত ধানের চারায় সেচ দিতে গেলে আমার শ্বশুর নজীর আহমেদ ও ভাতিজা বিএসসি আলআমিনের নেতৃত্বে আমির হোসেন, হাসান,নাজমা,আলেদা বেগমসহ অন্তত ১০জন একত্রিত হয়ে আমাদের উপর হামলা করে। এতে আমার স্বামী ইয়াছিন বকশী,ছেলে আমিরুল ও মেয়ে বিবি কুলছুম এবং সুফিয়াকে আহত করে। স্থানীয় এলাকাবাসী আমাদের উদ্ধার করে।হাছান বানুর ছেলে আমিরুলল ইসলাম বলেন, প্রতিপক্ষরা আমাদের আত্মীয় স্বজন হলেও আমাদের কাছে বিক্রি করা জমি বুঝিয়ে না দিয়ে আমার রোপণকৃত ধানের চারাগুলো নষ্ট করে ফেলে এবং উল্টো থানায় আমাদের নামে লিখিত অভিযোগসহ সাংবাদিক মিথ্যা ও ভুল তথ্য দিয়ে আমাদের উপর হামলার দায় চাপিয়ে দিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর বানোয়াট খবর প্রকাশ করেছে। এতে আমার ও আমার পরিবারের সম্মান নষ্ট করার পায়তারা করছে প্রতিপক্ষ গ্রুপটি। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই।হামলার অভিযোগ অস্বীকার করে আলআমিন বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তবে পারিবারিকভাবে আমি শুনেছি চাচাতো ভাই আমিরুল ও আমার চাচা ইয়াছিন বকশী আমার দাদা নজীর আহমদ বকশীকে জমির মধ্যে হামলা করে আহত করেছে।এই ঘটনায় স্থানীয় একাধিক এলাকাবাসী জানান, হাছান বানু ও তার পরিবারের সঙ্গে মিথ্যা হামলা মামলা করে আলআমিন গং দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। এবং নজীর আহমদ তার কাছে জমি বিক্রির ওয়াদা করে টাকা নিলেও তাদেরকে জমিটি বুঝিয়ে দেননি। এতে করে ওই এলাকায় একাধিকবার সালিশ ফয়সালার মাধ্যমে হাছান বানুকে জমি বুঝিয়ে দেয়ার জন্য নজির আহমেদকে নির্দেশ দিলেও তিনি তা মানছেন না বলেও এলাকার সালিশদারগণ জানান।চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজান হাওলাদার বলেন, “ঘটনার বিষয়ে উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ০৯:১৩ পিএম
চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুলের কংগ্রেস অনুষ্ঠিত
ভোলার চরফ্যাশনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্টিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ জুন) বেলা ১২ টায় চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. খাইরুল ইসলাম মল্লিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মো. নাজমুল হুদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. শামীম আহমেদ, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা বিএনপির সদস্য হাজী হেলাল উদ্দিন টিপু।অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ফিল্ড স্কুলের মাধ্যমে উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে। তারা বলেন, এই কংগ্রেসে কৃষকেরা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ পান, যা বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। এছাড়াও সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষকসহ প্রায় শতাধিক মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেন।ভোরের আকাশ/জাআ