‘আমেরিকায় গিয়ে চুরি করলে ভিসা বাতিল’
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক পোস্টে তারা জানায়, যুক্তরাষ্ট্রে কেউ যদি চুরি বা সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে তার ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। একইসঙ্গে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথও বন্ধ হয়ে যেতে পারে।এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি দোকানে চুরির অভিযোগে এক ভারতীয় নারীকে আটক করা হয়। এরপরই মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়।দূতাবাস জানায়, “যুক্তরাষ্ট্রে চুরি বা হামলার মতো অপরাধ শুধুমাত্র আইনি জটিলতার জন্ম দেয় না, বরং এটি আপনার ভিসা বাতিলের কারণও হতে পারে। এমনকি এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য অযোগ্য ঘোষণা করতেও ভূমিকা রাখতে পারে।”আরও বলা হয়, “যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দেয় এবং প্রত্যাশা করে যে, সব বিদেশি দর্শনার্থী দেশটির আইন মেনে চলবেন।”প্রসঙ্গত, গত মে মাসে ইলিনয়ে সাত ঘণ্টারও বেশি সময় এক স্টোরে কাটিয়ে প্রায় ১,৩০০ ডলারের পণ্য নিয়ে কোনো মূল্য না দিয়েই বেরিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।ভোরের আকাশ/হ.র