ভিপি নুরের উপরে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে যমুনা সেতু অবরোধ ও বিক্ষোভ
ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতু অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মিরা।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ আগস্ট) বেলা পৌনে বারটার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। ১৫ মিনিটের অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক থেকে সড়ে যায় নেতা-কর্মিরা।মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মিরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা হামলাকারিদের গ্রেফতারের সাথে সাথে জাতীয় পার্টি নিষিদ্ধ ও জিএম কাদেরে গ্রেফতার দাবি করেন। অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা মহাসড়কে অবস্থান নেয়। ১৫ মিনিটের অবরোধে যানজট সৃষ্টি হয় মহাসড়কের দুই প্রান্তেই।শুক্রবার রাতে রাজধানির কাকরাইলে জাতীয় পার্টি ও গনঅধিকার পরিষদের নেতা-কর্মিদের সংঘর্ষ চলাকালে গণঅধিকার পরিষদের সভাপতি, সাবেক ভিপি নুরুল হক নুর আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর লাঠিচার্জে আহত হয়।ভোরের আকাশ/তা.কা
৩০ আগস্ট ২০২৫ ০২:০১ পিএম
আ. লীগের সহযোগী দলগুলোকে নিষিদ্ধ করতে হবে: ভিপি নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগী অন্যান্য দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে এ দাবি জানান।নুর বলেন, ‘ফ্যাসিবাদ নিষিদ্ধ হলেও তাদের দোসরদের কার্যক্রম চলছে। গত ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে ১৪ দলের শরিকেরা, যার একটি হলো জাতীয় পার্টি। অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগী অন্য দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নির্বাচনের আগে।’ নুর আরও বলেন, গত এক বছরে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির হিসাব বেশি। শুধু নির্বাচন আয়োজন নয়, ছাত্র-জনতা জীবন দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। তাই জুলাই সনদের আইনি ভিত্তি এ সরকারকেই দিতে হবে এবং নির্বাচনের আগেই রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের রূপরেখা তৈরি করতে হবে।নুরের দাবি, সংসদের উচ্চকক্ষে প্রতিটি দলের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই সনদ পরবর্তী সংসদে বাস্তবায়নের জন্য নয়; বরং বর্তমান সরকারকে তা কার্যকর করতে হবে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জেলা সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক হাসানসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনের ৯ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/মো.আ.
১৬ আগস্ট ২০২৫ ০৪:০৪ পিএম
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি না, তা নিয়ে আমার সংশয় আছে : ভিপি নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন,‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি না, তা নিয়ে আমার সংশয় আছে। কারণ, নির্বাচনের আগে দেশি-বিদেশি প্রেক্ষাপট ও রাজনৈতিক দলগুলো গণ-অভ্যুত্থানের পক্ষে থাকার দাবি করলেও তাদের মধ্যে বিভাজন চরমে পৌঁছেছে। এই বিভাজনের কারণে নির্বাচন বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।’সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।ঐকমত্য কমিশনের আলোচিত বিষয় পিআর পদ্ধতি নিয়ে নুর বলেন, ‘বিএনপির এ বিষয়ে দ্বিমত রয়েছে। পদ্ধতিটি পাস হয়েছে ঠিকই, কিন্তু নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে। বাংলাদেশে এটি কার্যকর হলে সংসদ বারবার ভেঙে দেওয়া হতে পারে। এটি কার্যকর হবে কি না, তা নির্ভর করবে আগামীতে যারা সরকার গঠন করবে, তাদের ওপর।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর হল কমিটি প্রণয়ন প্রসঙ্গে নুরু বলেন, ‘আমরা হলপর্যায়ে রাজনীতি চাই না, তবে ক্যাম্পাসে রাজনীতির চর্চা থাকুক সেটি ছাত্রসংগঠনগুলোর বোঝাপড়ার মাধ্যমে হওয়া উচিত। এবার যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন না হয়, তাহলে আবার তিন দশকেও হবে না।’‘দাসত্ব নাকি মুক্তি/শিক্ষার্থীদের ভাবনায় ছাত্র সংসদ’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তালাপ। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা, ছাত্র উপদেষ্টা ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
১১ আগস্ট ২০২৫ ০৯:৩১ পিএম
একদল যাবে, আরেকদল দখল করবে এই অপরাজনীতির কবর রচনা করতে হবে: ভিপি নুর
গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসু'র সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, একদল যাবে এবং আরেকদল এসে দখল করবে, বাংলাদেশে এই অপরাজনীতির কবর রচনা করতে হবে। রাজনীতির এই সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট হক টাওয়ার চত্বরে আয়োজিত পথ সভায় উপস্থিত হয়ে প্রথান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।ভিপি নুর বলেন, রাজধানীর মিটফোর্ডে যেই ব্যক্তিটা খুন হয়েছে তাকে কোন ছাত্র জনতা খুন করে নাই। তাকে চাঁদার জন্য খুন করেছে যুবদলের এক কর্মী। সে ভেবেছে দুয়েকটা খুন করে একটা ভয় সৃষ্টি করতে পারলে জেলে গেলেও যেন তার নামে চাঁদাবাজি চলে। এই ধরনের সন্ত্রাস নির্ভর রাজনীতি নব্বই পরবর্তী সময়ে এ দেশের জনগণ দেখেছিল।তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, যেভাবে বন্দুকের নলের সামনে দাড়িয়ে শেখ হাসিনার মত প্রভাবশালী দৈত্যকে ক্ষমতা থেকে হটিয়েছি, সেভাবে আগামীর বাংলাদেশেও যেন নতুন কোন দৈত্য দানব তৈরি হতে না পারে আমাদের জাগ্রত থাকতে হবে। চাঁদাবাজ, দখলবাজ দূর্নীতি দুঃশ্বাসন ও অপরাজনীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের রুখে দাড়াতে হবে। অন্যথায় জুলাইয়ের অভ্যত্থানের স্বপ্ন অধরায় থেকে যাবে।অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আক্তার জামান সম্রাটের সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গাজী সুফিয়ানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক হাসান।বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক, আবু হানিফ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আনিসুল রহমান মুন্না, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কামনুর নাহার ডলি, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি (আসন ১৪) মনজুর মুরশেদ, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুদল রহমান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য প্রাইম কাদের (চকরিয়া পেকুয়া), চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো: দিদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো: আরজু, সাতকানিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহির উদ্দিন নাবিল ও সাধারণ সম্পাদক আবু বক্কর, সাতকানিয়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ওমর ফারুক, লোহাগাড়া উপজেলা সংগঠক ছাত্র যুব ও শ্রমিক গণ অধিকার পরিষদ মো: আলমগীরসহ সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার নেতাকর্মীরা।ভোরের আকাশ/এসএইচ