কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের বিভিন্ন স্পটে ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ী, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি। এই ভাঙন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আমিনুল ইসলাম ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।বক্তারা ব্রহ্মপুত্রের করালগ্রাস থেকে কোদালকাটি ইউনিয়নকে রক্ষার জন্য জরুরী পদক্ষেপ নেয়ার জন্য দাবি জানান।মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।ভোরের আকাশ/জাআ
২৪ জুলাই ২০২৫ ০৫:১০ পিএম
ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাতারা এলাকায় ব্রহ্মপুত্র নদে যুবকের লাশ ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার পুলিশকে খবর দেওয়া হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে জানায় পুলিশ।বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে জানান তিনি।ভোরের আকাশ/জাআ