চাঁপাইনবাবগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদদের নামে বৃক্ষরোপন
জুলাই অভ্যুত্থানে দুই শহীদের নামে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপন করা হয়েছে। শনিবার সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের কাছে দুটি গাছ লাগানো হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ গাছ দুটি রোপন করেন।পরে শিক্ষার্থীদের মাঝে ১শ বৃক্ষের চারা বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহিদ তারেক হোসেন ও মতিউর রহমানের পরিবার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আব্দুল মান্নান, জুলাই আন্দোলনের নিহত ও আহতের পরিবার, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।জেলা প্রশাসন জানিয়েছে, জুলাই পুনর্জাগন অনুষ্ঠানমালার অংশ হিসেবে শহীদদের নামে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। গণঅভ্যুত্থানের সময় ঢাকায় শহীদ চাঁপাইনবাবগঞ্জের তারেক হোসেন ও মতিউর রহমানের নামে একটি পারিতাজ ও আরেকটি কর্পূর গাছ লাগানো হয়। অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।ভোরের আকাশ/জাআ
১৯ জুলাই ২০২৫ ০১:৫৬ পিএম
ফরিদপুরে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপন
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন করা হয়েছে।শনিবার সকাল ১১ টায় পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে জুলাই অভ্যুত্থানের সময় ফরিদপুরে নিহত সাত শহীদের নামে সাতটি গাছ রোপন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুইয়া।অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ১নং যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নাইমুল ইসলাম, মুখপাত্র জেবা তহসিন এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় তারা ফলজ বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।অনুষ্ঠান পরবর্তী শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।ভোরের আকাশ/জাআ