২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এরপর তার আর জাতীয় দলে ফেরা হয়নি। সর্বশেষ জুনের ফিফা উইন্ডোতে ফেরার কথা থাকলেও তাকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। যার ব্যাখ্যায় তিনি তখনও পুরোপুরি ফিট নন বলে জানান। অবশেষে ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার!ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ এক প্রতিবেদনে জানিয়েছে, কোচ কার্লো আনচেলত্তি সান্তোস স্ট্রাইকার নেইমারকে তার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। যা ফিফার কাছে পাঠাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নেইমার বর্তমানে ক্লাবের জার্সিতে ভালো অবস্থায় আছেন। ২৫ আগস্ট ব্রাজিল জাতীয় দলের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণায় থাকতে পারেন সান্তোস তারকা।লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচ বাকী আছে ব্রাজিলের। যেখানে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে সেলেসাওরা। কনমেবল বাছাইয়ের পয়েন্ট টেবিলে তিনে থেকে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর এবং ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা।আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে ২৫ আগস্ট স্কোয়াড ঘোষণা করতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। তার অধীনে ইতোমধ্যে ব্রাজিল দুটি বাছাইয়ের ম্যাচ খেলেছে। গত জুনে অনুষ্ঠিত সেসব ম্যাচের মধ্যে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতে ভিনিসিয়ুস-রাফিনিয়ারা।ভোরের আকাশ/এসএইচ
১৬ আগস্ট ২০২৫ ০৪:০৭ পিএম
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
দীর্ঘ ১৩ বছর পর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরের। এই আসরকে সামনে রেখে ১৫ সদস্যদের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।শনিবার (২৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন। আগামী ৩ আগস্ট মাঠে গড়াবে নারী বিশ্বকাপ। ১ তারিখ হায়দরাবাদের বিমান ধরবে লাল-সবুজের প্রতিনিধিরা।বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন রুপালি আক্তার সিনিয়র। দীর্ঘদিন ধরে দেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তিনি। এই বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের ইতিটানবেন রুপালি। বিশ্বকাপকে সামনে রেখে কঠিন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। সেই সঙ্গে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে তারা।বিশ্বকাপে বাংলাদেশ নারী কাবাডি দল: শ্রাবনী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালি সিনিয়র, স্মৃতি আক্তার,রেখা আক্তার, মেবি চাকমা, রুপালি আক্তার জুনিয়র, দিশা মিন সরকার, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, লোবা আক্তার, তাহরিম, ইসরাত জাহান সাদিকা, আঞ্জুআরা রাত্রী।স্ট্যান্ড বাই প্লেয়ার: লাকি আক্তারভোরের আকাশ/এসএইচ
২৬ জুলাই ২০২৫ ০৩:২১ পিএম
ইন্টার মিলানকে হারিয়ে ইতিহাস গড়ল ফ্লুমিনেন্স
ক্লাব বিশ্বকাপে আরও একবার উজ্জ্বল ব্রাজিলিয়ান ফুটবলের জাদু। চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল ফ্লুমিনেন্স।ম্যাচের প্রধান মুহূর্ত ও বিশ্লেষণ: স্থান ও সময়: ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম, শার্লট, ৩০ জুন ২০২৫।গোলদাতা: ৩ মিনিটেই জার্মান কানো ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন। ম্যাচের যোগ করা সময়ে (৯৩ মিনিটে) বদলি খেলোয়াড় হারকিউলিস দ্বিতীয় গোলটি করেন, নিশ্চিত করেন ইন্টারের বিদায়।ম্যাচের চিত্র: শুরুতেই গোল খেলেও ইন্টার আক্রমণ, বল দখল ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল। কিন্তু ফ্লুমিনেন্সের দৃঢ় রক্ষণ ও গোলরক্ষক ফাবিওর দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার গোলের দেখা পায়নি। লওতারো মার্টিনেজ পোস্টে বল মারেন, ডি ফ্রাই ও এসপোসিতো সুযোগ নষ্ট করেন।ফ্লুমিনেন্সের রক্ষণ: কোচ রেনাতোর তিন ডিফেন্ডারের কৌশল ইন্টারকে চমকে দেয় এবং পুরো ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাবটি তুলনামূলকভাবে নির্ভার ছিল।ইতিহাস: ফ্লুমিনেন্স টানা ১৫ ম্যাচে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে অপরাজিত থাকল। ১৯৮৯ সালের পর এই প্রথম ইতালিয়ান ক্লাবের বিপক্ষে মাঠে নামল তারা।কোচ ও খেলোয়াড়দের প্রতিক্রিয়া: কোচ রেনাতো বলেন, ইন্টার বড় দল, আমাদের চেয়ে বাজেট অনেক বেশি। কিন্তু মাঠে ১১ বনাম ১১। দল বিশ্বাস করেছে, লড়েছে, এবং ৯০ মিনিট ফোকাস ধরে রেখেছে।ম্যাচসেরা কলম্বিয়ান উইঙ্গার জন আরিয়াস বলেন, এটা শুধু ফ্লুমিনেন্স নয়, ব্রাজিল, আমার দেশ এবং পুরো দক্ষিণ আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ এক জয়।ইউরোপিয়ান ক্লাবের বিপক্ষে ব্রাজিলিয়ানদের আধিপত্য: ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান ক্লাবের বিপক্ষে ৭ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাবগুলো জিতেছে ৩টিতে, হেরেছে ২টিতে, ড্র ২টি। ইন্টারের আগে পিএসজি ও চেলসিও হেরেছিল ব্রাজিলিয়ান ক্লাবের কাছে।পরবর্তী চ্যালেঞ্জ: এই জয়ে ফ্লুমিনেন্স কোয়ার্টার ফাইনালে উঠেছে এবং তাদের পরবর্তী প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি বা আল হিলাল। দল বিশ্বাস করেছে, লড়েছে, এবং ৯০ মিনিট ফোকাস ধরে রেখেছে। কোচ রেনাতো ফ্লুমিনেন্সের এই জয় শুধু ব্রাজিল নয়, গোটা দক্ষিণ আমেরিকার ফুটবল ঐতিহ্যের গৌরব আরও উজ্জ্বল করল।ভোরের আকাশ/এসএইচ