শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই। সময়মতো সেরে উঠতে না পারায় চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বার্সেলোনার স্কোয়াড থেকে বাদ পড়েছেন লামিনে ইয়ামাল। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপীয় মিশন শুরু করছে কাতালান জায়ান্টরা। তবে তরুণ এই উইঙ্গারকে ছাড়াই কাতালানদের মাঠে নামতে হবে।বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত ১টা) চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। এর আগের দিন ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন ক্লাবটির কোচ হানসি ফ্লিক। সেই তালিকায় ছিলেন না ইয়ামাল। এর আগে লা লিগায় নিজেদের শেষ ম্যাচেও একই কারণে ১৮ বছর বয়সী তারকাকে পায়নি বার্সা।চলতি মাসের শুরুতে চোট নিয়ে স্পেন জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন ইয়ামাল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেন তিনি। ফলে অবস্থা আরও খারাপের দিকে যায়। ক্যাম্প থেকে ফেরার পর পরীক্ষা-নিরীক্ষায় ইয়ামালের কুঁচকির চোট ধরা পড়ে। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।স্পেনের হয়ে ইয়ামালকে অতিরিক্ত সময় খেলানো নিয়ে বার্সা কোচ হানসি ফ্লিক আগেই অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে ইয়ামালের মতো ইনজুরি সমস্যায় রয়েছেন দলের আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ডিফেন্ডার আলেসান্দ্রো বালদে হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। হাঁটুর চোটে মাঠের বাইরে মিডফিল্ডার গাভিও। ফলে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে এই দুইজনকেও পাচ্ছে না বার্সেলোনা।তবে বার্সেলোনার জন্য একটুখানি স্বস্তি হয়ে এসেছে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ফেরা। পেশির চোট কাটিয়ে উঠেছেন ডাচ মিডফিল্ডার। ভ্যালেন্সিয়ার বিপক্ষে না খেললেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দলে থাকছেন তিনি। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল বার্সেলোনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইন্টার মিলানের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছিল। পরে সেই ইন্টারকে হারিয়েই প্রথমবারের মতো শিরোপা জেতে পিএসজি।নতুন মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে ফের দারুণ শুরুর লক্ষ্য বার্সেলোনার। ‘গ্রুপ স্টেজে’ নিউক্যাসল ছাড়াও বার্সা লড়বে পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুজ (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাহা (অ্যাওয়ে) ও কোপেনহেগেনের (হোম) বিপক্ষে।ভোরের আকাশ/তা.কা
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৭ এএম
বার্সেলোনার বিশাল জয়ে ৩ জনের জোড়া গোল
আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে পুনরায় মাঠে ফিরেছে লা লিগা। চতুর্থ ম্যাচ ডে-তে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। পুরোটা সময় দাপুটে পারফরম্যান্স করে বড় জয় তুলে নিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। ফারমিন লোপেজ, রাফিনহা আর রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে ৬-০ গোলে জিতেছে বার্সেলোনা। এর মাঝে পাঁচটি গোলই দ্বিতীয়ার্ধে করেছে তারা।৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচে বার্সেলোনার দাপটের চিত্র স্পষ্ট অন্যান্য পরিসংখ্যানেও। ৭২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে ভ্যালেন্সিয়া গোলে শট নিতে পারে মাত্র দুটি, যার একটি ছিল লক্ষ্যে।শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচে জয়ের পর আন্তর্জাতিক ফুটবল বিরতির আগে রায়ো ভায়োকানোর সঙ্গে ড্র করেছিল বার্সেলোনা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন দুই নম্বরে আছে কাতালান ক্লাবটি। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।লা লিগায় চলতি মৌসুমে প্রথমবার ঘরের মাঠে খেলেছে বার্সেলোনা। প্রাথমিকভাবে ম্যাচটি ন্যু ক্যাম্পে খেলার কথা থাকলেও দুই বছর ধরে সংস্কার চলমান থাকা স্টেডিয়ামটি যথাসময়ে প্রস্তুত না হওয়ায় কাতালান দলটিকে পরিকল্পনা বদলাতে হয়। চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ সদস্য লামিনে ইয়ামালকে এই ম্যাচে পায়নি বার্সেলোনা।ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। দলটি প্রথম বড় সুযোগ পায় দশম মিনিটে। গোলরক্ষককে একা পেয়ে যান ফেরান তরেস। কিন্তু তার চিপ শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। পঞ্চদশ মিনিটে লোপেজের শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক। ২৯তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার।এ সময় সতীর্থের ক্রসে প্রথম স্পর্শে পা ছুঁয়ে দারুণ পাস দেন তরেস। বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন লোপেজ। আক্রমণ চালিয়ে গেলেও প্রথমার্ধে আর জালের দেখা পায়নি বার্সেলোনা। প্রথমার্ধে গোলের জন্য মোট ১১টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। এই সময়ে ভ্যালেন্সিয়া গোলে কোনো শটই নিতে পারেনি।দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ হারান তরেস। ৫৩ থেকে ৫৬, এই চার মিনিটের মধ্যে আরও দুই গোল করে জয়ের পথে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা রাফিনহা। রাশফোর্ডের ক্রস বক্সে পেয়ে কাছ থেকে স্লাইডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।একটু পর নিজের দ্বিতীয় গোল পান লোপেজ। মার্ক কাসাদোর পাস ধরে একটু এগিয়ে ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ২২ বছর বয়সী ফুটবলার। ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-০ করেন রাফিনহা। সতীর্থের ক্রস বক্সে ভ্যালেন্সিয়ার এক ডিফেন্ডারের হাতে লাগার পর জোরাল হাফ ভলিতে জালে পাঠান তিনি।এরপরই রাশফোর্ড ও তরেসকে তুলে দানি ওলমো ও লেভানদোভস্কিকে নামান বার্সেলোনা কোচ। এই দুই বদলির নৈপুণ্যে ১০ মিনিট পর পঞ্চম গোলের দেখা পায় বার্সেলোনা। ক্লাবটির হয়ে দেড়শতম ম্যাচ খেলতে নেমে দ্রুতই স্কোরশিটে নাম তোলেন লেভানদোভস্কি। ওলমোর পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন পোলিশ তারকা, বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়।হ্যাটট্রিকের সুযোগ একাধিকবার পেলেও কাজে লাগাতে পারেননি রাফিনহা। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভানদোভস্কি। মার্ক বের্নালের পাস বক্সে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ৩৭ বছর বয়সী স্ট্রাইকার।ভোরের আকাশ/তা.কা
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪১ এএম
ভিএআর বিতর্কের ম্যাচে হতাশার ড্র বার্সার
স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে লিড নিয়েও জিততে পারল না বার্সেলোনা।নতুন মৌসুমের শুরুটা ভালোই করেছিল বার্সেলোনা। লা লিগায় প্রথম দুই ম্যাচে সহজ জয় পেলেও তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেয়েছে কাতালান ক্লাবটি। রায়ো ভায়োকানোর সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সা।রোববার (৩১ আগস্ট) দলটির বিপক্ষে শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে হানসি ফ্লিকের শিষ্যরা।লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল দল রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ম্যাচে ৫৬ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নেয় বার্সেলোনা। এর মাঝে মাত্র তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে সফরকারীদের প্রবল চাপে রাখা ভায়োকানো গোলের জন্য ১৩ শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে।প্রথম হাফে বেশকিছু সুযোগ পেয়েছিল বার্সা। তবে প্রতিপক্ষের গোলরক্ষক দারুণভাবে সেভ করে বার্সেলোনাকে এগিয়ে যেতে দেননি। এরই মাঝে ৪০তম মিনিটে সফল স্পট কিকে বার্সেলোনাকে এগিয়ে নেন লামিন ইয়ামাল। যদিও এই গোল নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। সেই সময় ভিএআর কাজ না করায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত পর্যালোচনা করার সুযোগ পাননি।প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ওলমো। পেনাল্টি স্পটের কাছ থেকে অরক্ষিত এই মিডফিল্ডার শট লক্ষ্যে রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে বেশ চাপে রাখে ভায়োকানো। স্বাগতিকরা সমতায় ফেরে ৬৭তম মিনিটে। ইসি পালাসনের কর্নারে দূরের পোস্টে অরক্ষিত পেরেসের শট পোস্টে লেগে জালে জড়ায়।ম্যাচের একদম শেষ সময়ে দলকে জয়ী করার ভালো একটি সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। পেনাল্টি স্পটের কাছে অপেক্ষায় থাকা লেভানদোভস্কিকে কাটব্যাক না করে গোলের জন্য শট নিয়ে সফল হননি তিনি। সেই শটের পরই শেষ হয় ম্যাচ। ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বার্সাকে। আপাতত ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে ক্লাবটি।ভোরের আকাশ/তা.কা
০১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৮ এএম
ডর্টমুন্ডকে এক হালি গোল দিয়ে সেমির পথে বার্সা
বরুসিয়া ডর্টমুন্ডকে কোনও রকম পাত্তা দিলো না বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মানদের ৪-০ গোলে উড়িয়ে দিলো তারা। রবার্ট লেভানডোভস্কি তার পুরানো ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে কাতালানদের দাপুটে অবস্থানে রাখলেন। ট্রেবলের খোঁজে থাকা বার্সা প্রথম থেকে প্রবল প্রভাব ধরে রাখে। ২৫তম মিনিটে রাফিনহার স্ট্রাইকে লিড নেয় তারা। ডর্টমুন্ড কিপার গ্রেগর কোবেলের কয়েকটি সেভ প্রথমার্ধের বাকি সময়ে বার্সাকে হতাশ করে।বুধবার (৯ এপ্রিল) বার্সেলোনা মাঠে খেলার শুরু থেকেই বার্সেলোনা ছিল দারুণ ছন্দে। কিন্তু একটু এদিক ওদিক হলে বার্সার পক্ষে সংখ্যাটা আরও বড়ও হতে পারত। ২৩ ম্যাচ অপরাজিত থেকে বার্সার হয়ে পঞ্জিকাবর্ষে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়লেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। ২০১৬ সালে লুইস এনরিকের অধীনে বার্সা অপরাজিত ছিল ২২ ম্যাচ। সেটি ছাড়িয়ে এবার ২৩ ম্যাচ অপরাজিত থাকার নতুন কীর্তি গড়লেন ফ্লিক।বার্সার জয়ে আজ গোল করেছেন আক্রমণভাগের তিন তারকার প্রত্যেকেই। রবার্ট লেভানডফস্কি করেছেন জোড়া গোল। আর একটি করে গোল করেছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল। ম্যাচের ২৫তম মিনিটে রাফিনহার স্ট্রাইকে লিড নেয় তারা। ডর্টমুন্ড কিপার গ্রেগর কোবেলের কয়েকটি সেভ প্রথমার্ধের বাকি সময়ে বার্সাকে হতাশ করে।পাঁচবারের চ্যাম্পিয়নরা শেষবার ট্রফি উঁচিয়ে ধরেছিল ২০১৫ সালে। সেমিফাইনালে উঠলে তারা মুখোমুখি হবে ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখের। ম্যাচ শেষে চলতি মৌসুমে ৪০ গোল করা লেভানডোভস্কি বলেছেন, আমি মনে করি আমরা খুব ভালো খেলেছি। কিন্তু আমাদের হাতে আরও একটি ম্যাচ আছে। আমরা সবসময় আমাদের ফুটবল খেলতে চাই। সেখানেও (জার্মানি) আমরা তেমনই চাই এব আমরাই জিতবো।ভোরের আকাশ/এসএইচ