রাজনৈতিক অস্থিরতায় বাতিল বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে বাতিল হয়েছে বাংলাদেশ-নেপাল সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচ। আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে আয়োজকরা তা স্থগিত করার সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।নেপালে সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেন-জিদের আন্দোলন সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হন। পরিস্থিতি অচল হয়ে পড়ায় ক্রীড়া কার্যক্রমও বন্ধ হয়ে যায়।এ অবস্থায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা বিপাকে পড়েছেন। অধিনায়ক জামাল ভূঁইয়াসহ দলের সদস্যরা কাঠমান্ডুর একটি হোটেলে অবস্থান করছেন। সোমবার বিকেলে নিরাপত্তা ঝুঁকির কারণে তারা অনুশীলনেও যেতে পারেননি।উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। দ্বিতীয় ম্যাচ দিয়েই সিরিজের সমাপ্তি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতা সে পরিকল্পনায় ভাটা টেনে দিয়েছে। ফলে অসম্পূর্ণ থেকেই শেষ হলো প্রীতি সিরিজ, আর বাংলাদেশ দলকে এখন নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় থাকতে হচ্ছে।ভোরের আকাশ//হ.র
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৫ এএম
নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ
গত ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সাফ অ-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে অপির্তা বিশ্বাসরা।রোববার (২৪ আগস্ট) নেপালকে ৩-০ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। ভারতের বিপক্ষে হারের পর এ জয় তাদের আত্মবিশ্বাস ফেরাল নতুনভাবে।বাংলাদেশ প্রথমার্ধেই দু’টি গোল পায়। ৪১ মিনিটে কর্নার থেকে তৈরি জটলার মধ্যে বক্সের ভেতর কোনাকুনি শটে গোল করেন থৈনু মারমা। চার মিনিট পর মিডফিল্ড থেকে সাজানো আক্রমণে সুরভী আকন্দ প্রীতি দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর নেপাল আক্রমণে মরিয়া হয়ে ওঠে। তবে ভাগ্য তাদের সঙ্গে ছিল না। ৬২ মিনিটে বাংলাদেশের অফসাইড ট্র্যাপ ভেঙে একক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় নেপালের ফরোয়ার্ডরা।বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি গোলের দারুণ সুযোগ পেলেও ভাগ্যের কারণে হ্যাটট্রিক বঞ্চিত হন। ৮০ মিনিটে এবং ইনজুরি সময়ে তার দুটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। একইভাবে ৮৫ মিনিটে থৈনু মারমার শটও পোস্টে লেগে ফেরত যায়। ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় রিয়া ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে চূড়ান্ত গোল করেন। ফলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। বাংলাদেশ ভুটান ও নেপালকে হারালেও ভারতের কাছে হেরেছে। আবারও এই তিন দলের সঙ্গে দ্বিতীয় লেগে খেলবে তারা। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন।ভোরের আকাশ/এসএইচ