বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ৪ অক্টোবর। যেখানে সভাপতি পদে নির্বাচনের জন্য লড়াই করবেন তামিম ইকবাল। এছাড়া একই পদে লড়াই করবেন আমিনুল ইসলাম বুলবুলও। সেই সঙ্গে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছের কথা জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নুর মতো সাবেক ক্রিকেটারও।এবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) বিসিবির কাছে চিঠি দিয়েছে, সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরিতে মনোনীত ক্রিকেটারদের নাম তারা প্রস্তাব করতে চায়। বিসিবিকে পাঠানো সভাপতি বরাবর এক চিটিতে কোয়াবের পক্ষ থেকে লেখা হয়েছে, 'বিসিবি’র সংবিধান ও নির্বাচন নির্দেশিকা অনুযায়ী, আমরা আসন্ন বিসিবি নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে ক্যাটাগরি ৩-এর (৫ জন জাতীয় ক্রিকেট অধিনায়ক এবং ১০ জন জাতীয় ক্রিকেট খেলোয়াড় প্রতিনিধি কাউন্সিলর) প্রতিনিধি মনোনীত করতে চাই। ক্রিকেটারদের স্বীকৃত সংগঠন হিসেবে, কোয়াব বিশ্বাস করে যে বোর্ডের প্রশাসনিক কাঠামোর মধ্যে খেলোয়াড়দের মতামত ন্যায্য ও সঠিকভাবে প্রতিফলিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।'কোয়াব আরও যোগ করেছে, 'আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে কোয়াবের এই মনোনয়নগুলো গ্রহণের ক্ষেত্রে আপনার সদয় বিবেচনা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। আমরা আশাবাদী যে, আপনার সহায়তায় খেলোয়াড়দের প্রতিনিধিত্ব অব্যাহতভাবে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক চেতনা জোরদার করবে।'বিসিবি সভাপতি বরাবর এই চিঠি প্রেরণ করেছেন কোয়াবের সদ্য নির্বাচিত সভাপতি মোহাম্মদ মিঠুন। এদিকে সাধারণত তিনটি ক্যাটাগরিতে বিসিবির ২৩টি পরিচালক পদের জন্য নির্বাচন হয়। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন থাকেন।আর ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক আসবেন বিসিবির বোর্ডে।ভোরের আকাশ/তা.কা
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৯ এএম
বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় লঙ্কান অধিনায়ক
৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপে এখনও মাঠে নামেনি শ্রীলঙ্কা দল। আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে লঙ্কানরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক চারিথ আসালঙ্কা জানালেন, প্রতিপক্ষকে সম্মান জানালেও শ্রীলঙ্কা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই বেশি মনোযোগী।আসালঙ্কা বলেন, “আমরা সবাই জানি বাংলাদেশ এখন সত্যিই ভালো করছে। সম্প্রতি শ্রীলঙ্কায় তাদের বিপক্ষে সিরিজও হেরেছি। তবে আমি মনে করি আমরা এখনো ভালো ক্রিকেট খেলছি। মাঠে শুধু আমাদের মূল পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করলেই ফল আসবে।”বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা—এমন মন্তব্য করে লঙ্কান অধিনায়ক বলেন, “সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে এক ধরনের রাইভালরি। তবে খেলোয়াড়দের কাছে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লড়াই। আমরা শুধু বাংলাদেশের বিপক্ষেই নয়, টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের বিপক্ষেই দর্শকদের ভালো খেলা উপহার দিতে চাই।”রাইভালরি নিয়ে এক প্রশ্নের জবাবে আসালঙ্কা আরও যোগ করেন, “এটি কিছুটা অনুপ্রেরণা দেয়, তবে শেষ পর্যন্ত এটি কেবল একটি ম্যাচ। আমরা মূল পরিকল্পনা ধরে রেখে মাঠে সেরাটা দিতে চাই।”এশিয়া কাপে লঙ্কান দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাকে নিয়ে আসালঙ্কা বলেন, “অবশ্যই এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। ওয়ানিন্দু সাদা বলের ক্রিকেটে আমাদের অন্যতম বড় সম্পদ। একজন অধিনায়ক হিসেবে তাকে দলে পাওয়া সত্যিই স্বস্তিদায়ক।”ভোরের আকাশ//হ.র
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫১ এএম
আশরাফুলকে বাদ দিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন কমিটি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।নতুন কমিটিতে আশরাফুলের স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক নারী ক্রিকেটার ও আম্পায়ার সাথীরা জাকির জেসির জায়গায় যুক্ত হয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।১১ সদস্যের এই নতুন কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান অনুমোদন দিয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী সদস্য পরিবর্তন করে নতুন করে এ কমিটি গঠন করা হয়েছে।পর্যবেক্ষকরা মনে করছেন, আসন্ন বিসিবি নির্বাচনের প্রেক্ষাপটেই এ পরিবর্তন এসেছে। কারণ ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হওয়ার সম্ভাবনা রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। এর আগে তিনি এনএসসি মনোনীত হয়ে বিসিবির পরিচালক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইভাবে নাজমুল আবেদীন ফাহিমও এনএসসি মনোনীত পরিচালক ছিলেন।তারা নতুন করে ঢাকা বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থায় যুক্ত হওয়ায় বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনে সরাসরি প্রভাব ফেলতে পারেন। ফলে এনএসসি মনোনীত কাউন্সিলরশিপেও পরিবর্তনের আভাস মিলছে।ভোরের আকাশ//হ.র
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৫ এএম
এশিয়া কাপ শুরুর আগে নিজেদের লক্ষ্য জানালেন লিটন
হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের মিশন শুরু করছে বাংলাদেশ দল। টাইগারদের স্বপ্ন, চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা। সেই লক্ষ্য পূরণের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবু ধাবিতে মাঠে নামছে লিটনের দল।হংকং ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে লিটন বলেন, মাঠ নিয়ে কোনো সমস্যা মনে হয় না। বেশিরভাগ প্লেয়ারই এখানে কখনও না কখনও খেলেছে। খুব বেশি খেলা হয়নি, তবে আইডিয়া হয়েছে। অবশ্যই (আবহাওয়া) গরম সবার জন্যই সমান হবে। যতটা কমিয়ে প্র্যাকটিস করা যায়, কারণ সেইম এনার্জিটা লাগবে ম্যাচে।পরে দলের মিডল অর্ডারের ব্যাটিং নিয়ে অধিনায়ক জানান, ‘রিসেন্ট পাস্টে টপ অর্ডার খুব ভালো করেছে। মিডল অর্ডারের কাছে অত বেশি দায়িত্ব আসেনি। আমার বিশ্বাস তারা ঘুরে দাঁড়াবে।’ প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ম্যাচ দেখতে মাঠে আসেন। এবারও সেরকম আশা করছেন লিটন, অবশ্যই বাংলাদেশ যেখানে খেলে সেখানেই সমর্থক আসে। এটা একটা প্লাস পয়েন্ট যেখানে আমরা সব জায়গায় সাপোর্টার পাই। আমি চাই তারা আসুক আর উপভোগ করুক।ডেথ ওভারসহ ম্যাচে নিজেদের বোলিং নিয়েও আত্মবিশ্বাসী লিটন, ‘২-৩ জন ভালো কোয়ালিটির বোলার আছে। মুস্তাফিজ (মুস্তাফিজুর রহমান), তাসকিন (আহমেদ) ভালো করছে। শরিফুল-সাকিবও (শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব) ভালো করছে। যতক্ষণ না পর্যন্ত ওই পরিস্থিতিতে আবার পড়ছি ততক্ষণ বলা যাচ্ছে না (কে কেমন করে)। তবে এখনও পর্যন্ত প্রস্তুতি অনুযায়ী বোলাররা ভালো জায়গায় আছে।’টুর্নামেন্টে গ্রুপপর্ব শেষে পরবর্তী রাউন্ডে যেতে চায় বাংলাদেশ। যদিও দেশ ছাড়ার আগে জাকের আলি অনিক চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্যের কথা জানিয়েছিলেন। হংকং ম্যাচের আগে সংযমী কথাই শোনা গেলে লিটনের কণ্ঠে, এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচের সামনে দাঁড়িয়ে আছি। গ্রুপের অবস্থা এখন ট্রিকি। আমাদের সব ম্যাচই জিততে হবে, যদি পরের রাউন্ডে যেতে চাই। আমাদের লক্ষ্য এটাই যে পরের রাউন্ডে যেতে হবে। সব ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ।ভোরের আকাশ/তা.কা
১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৩ পিএম
দুই টাইগার ক্রিকেটারের র্যাঙ্কিংয়ে উজ্জ্বল সাফল্য, আইসিসির সুখবর
নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাটিং ফর্মে দেখা যাচ্ছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারকে। ওপেনার তানজিদ হাসান তামিম প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছেন। তার সঙ্গে লিটন দাসও ভালো খেলায় র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, তামিম ৮ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে অবস্থান করছেন। একই সঙ্গে লিটন দাসও এক ধাপ এগিয়ে ৪৭তম স্থানে রয়েছেন।টি-টোয়েন্টি ফরম্যাটের ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা, তার পিছনে অবস্থান করছেন সতীর্থ তিলক ভার্মা। ইংল্যান্ডের ফিল সল্ট ও জস বাটলার তৃতীয় ও চতুর্থ স্থানে। তালিকার পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ড্যাফি, দুইয়ে ইংল্যান্ডের আদিল রশিদ। আকিল হোসেন ও ভারুণ চক্রবর্তী যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। পাঁচে অবস্থান করছে অস্ট্রেলিয়ার জাম্পা, যার রেটিং ৭০০।বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি ইতিবাচক বার্তা, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে দুই টাইগার ক্রিকেটারের র্যাঙ্কিংয়ে উন্নতি তাদের ফর্মের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।ভোরের আকাশ//হ.র
০৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৫ এএম
সিলেটে বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের শেষ ম্যাচ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উড়ন্ত সূচনায় ব্যাটিং শুরু করেও শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানতে হলো বাংলাদেশকে। দু’দফা বিঘ্নের পর স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।সিরিজে প্রথমবার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৬৪ রান। অধিনায়ক লিটন দাস খেলেন ৪৬ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। ইনিংস ওপেনিংয়ে লিটনের সঙ্গী সাইফ হাসান ৮ বলে ১২ রান করে আউট হলেও লিটন দাপট ধরে রাখেন। ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক তুলে নিয়ে তিনি বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক ফিফটির রেকর্ড গড়েন।তবে বৃষ্টির কারণে স্লো হয়ে যাওয়া উইকেটে অন্যরা সুবিধা করতে পারেননি। তাওহিদ হৃদয় ৯, শামিম হোসেন ২১ রান করেন। শেষদিকে নুরুল হাসান সোহান (১১ বলে ২২*) ও জাকের আলি (১৩ বলে ২০*) দ্রুত রান তুলে লড়াইযোগ্য স্কোর দাঁড় করান।ম্যাচে প্রথম বৃষ্টি নামে পঞ্চম ওভারে, তখন প্রায় আধা ঘণ্টা খেলা বন্ধ থাকে। এরপর আবার ১৯তম ওভারে বৃষ্টি নামলে খেলা আর শুরু করা যায়নি। পরিকল্পনা ছিল নেদারল্যান্ডসকে ৫ ওভারের লক্ষ্য তাড়া করানো, তবে প্রবল বর্ষণে সেটিও সম্ভব হয়নি।শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচ বাতিল ঘোষণা করেন। ফলে সিলেটে শেষ ম্যাচে কোনো ফলাফল না এলেও বাংলাদেশ সিরিজ শেষ করেছে ২-০ ব্যবধানে জয় নিয়েই।ভোরের আকাশ//হ.র
০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ পিএম
সিরিজ খেলতে না আসায় ভারত, আর্থিক লোকসানে বিসিবি
আইসিসির ভবিষ্যৎ সফর সূচী অনুযায়ী, এশিয়া কাপের আগে ভারতের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। ক্রিকেটীয় দিক থেকে তো বটেই, আর্থিক দিক থেকেও সেটি হতে পারত বিপুল আয়ের একটি সিরিজ। সেখানে এখন সিরিজ চলছে নেদারল্যান্ডসের বিপক্ষে, যেটি কারণে উল্টো আর্থিক ক্ষতি হচ্ছে বিসিবির। তার পরও ক্রিকেটীয় দিক চিন্তা করেই সিরিজ আয়োজন করা হয়েছে, জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬টি ম্যাচ হওয়ার কথা ছিল ওই সিরিজে। তবে বেশ কিছুদিন দোটানার পর জুলাই মাসেই ওই সফর স্থগিত হয়ে যায়। ফলে এশিয়া কাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের বাইরে থাকার শঙ্কায় পড়ে বাংলাদেশ। তাই বিসিবি এই সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করে।ভারত সফরে না আসায় আর্থিকভাবে লোকসানে পড়েছে বিসিবি। এ ছাড়া প্রস্তুতিতেও ঘাটতি কমাতে আনা হয় ডাচদের। গতকাল (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, কলকাতায় সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে আমরা হেরেছিলাম। তাই শক্তির ব্যাপারের চেয়ে বড় ব্যাপার হলো প্রস্তুতি।ভারত দলের বাংলাদেশ সফর বাতিল হওয়ায় এই সিরিজ থেকে বিসিবির আর্থিক ক্ষতি হচ্ছে জানিয়ে বুলবুল বলেন, ভারত আসার কথা ছিল বাংলাদেশ সফরে, কিন্তু আসেনি। তাই আমরা কিছুটা আর্থিক ক্ষতিতে আছি এই সিরিজটা নিয়ে। তবুও আমরা এই সিরিজটা আয়োজন করেছি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে খেলার পর সৃষ্ট গ্যাপ না রাখার লক্ষ্যে আমরা নেদারল্যান্ডসকে এনেছি।এশিয়া কাপ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই বাংলাদেশের প্রস্তুতি শুরু হয়েছে বলে দাবি বুলবুলের। বিসিবি সভাপতি বলেন, আমরা ভালো খেলছি। এশিয়া কাপ ও ২০২৬ সালের যে বিশ্বকাপ হবে তার প্রস্তুতি চলছে এখন।ভোরের আকাশ/তা.কা
০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৫ এএম
বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা বুলবুলের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি বলেছেন, দেশের প্রয়োজনে আরও কাজ করব।সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা হয়। পরে জানানো হয়, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবির নির্বাচন।আগামী ৪ অক্টোবর হতে পারে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এ প্রসঙ্গে তিনি বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। আমরা একটা সঠিক নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব।বিসিবিতে আসার আগে লম্বা সময় আইসিসিতে কাজ করেছেন বুলবুল। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেই দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হন তিনি। তবে আন্তর্বতী সময়ে দায়িত্ব নিয়েছিলেন সাময়িক সময়ের জন্য। একাধিকবার নিজেই বলেছিলেন, অল্প সময়ের জন্য বোর্ডে এসেছেন তিনি। তবে বিসিবিতে এই কয়েক মাস কাজ করার পর মানসিকতা বদলেছে বুলবুলের। গত কয়েক দিন ধরেই তার এক বক্তব্য ঘিরে গুঞ্জন ছিল, বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। সেটাই সত্যি হতে যাচ্ছে।ভোরের আকাশ/এসএইচ
০২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৩ পিএম
দারুণ খেলেই নেদারল্যান্ডস সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশের
প্রথম ম্যাচে হেসেখেলে জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে জয় না পেলে সেটিই বরং আলোচনার জন্ম দিত। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের বড় জয় প্রমাণ করেছে, ঘরের মাঠে বাংলাদেশই ফেভারিট। এবার লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। লিটন দাসের দল আজ সোমবার (১ সেপ্টেম্বর) মাঠে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।এই ম্যাচ জিতেলেই সিরিজ জিতে নেবে লিটন দাসের দল। যে কারণে ম্যাচটি টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে নেদারল্যান্ডসের জন্যও সমান গুরুত্বপূর্ণ। কেননা সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়লাভের কোনো বিকল্প নেই। রায়ান কুকের দল সেটা নিশ্চিতভাবে চাইবে।গতকাল সংবাদ সম্মেলনে নোয়া ক্রোস বলেছেন, অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমরা বিশ্বাস করি আমরা পরের দুই ম্যাচ ভালো করব এবং ২-১ এ সিরিজ জিতব।’ বাংলাদেশের পেসারদের নিয়ে ক্রোস বলেন, ‘আমার মনে হয় ওরা সত্যিই খুব উঁচু মানের বোলার। তাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। এই হাই কোয়ালিটি অ্যাটাকের বিরুদ্ধে আমরা আরও দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছি।ক্রোস আরও জানান, সর্বশেষ যে দুবার আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছি, ২০২২ ও ২০২৩ বিশ্বকাপে, কন্ডিশন ভিন্ন ছিল। এই কন্ডিশন আমাদের জন্য অচেনা। আমাদের এখানে খেলা নিয়ে কোনো অভিজ্ঞতাই নেই। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, একইসাথে সুযোগও। এটা আমাদের জন্য খুবই মূল্যবান সিরিজ। এই ধরনের উইকেট ও কন্ডিশনে খেলা অবশ্যই বিশ্বকাপের জন্য ভালো এক অভিজ্ঞতা।ক্রোস আরও বলেন, অবশ্যই জয়ের বিশ্বাস আছে। পুরো দল জয়ের ব্যাপারে বিশ্বাস রাখছে। গতকাল আমাদের অনেক কিছু শেখার ছিল। বাংলাদেশের মতো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে হবে। সেক্ষেত্রে সিরিজ জেতা কেন সম্ভব নয়?এদিকে শামীম পাটোয়ারী বাংলাদেশের একাদশে নিয়মিত সদস্যই বলা চলে। একাদশ নিয়ে সুস্থ প্রতিযোগিতার প্রসঙ্গে সালাউদ্দিন বলেছেন, দলের যে অবস্থা এখানে স্বাস্থ্যকর প্রতিযোগিতা আরও বাড়তে পারে। আমাদের নিজস্ব চিন্তাভাবনা, অনেক সময় আমরা হয়ত মনে মনে চাই যে আরেকজন যেন পারফর্ম না করতে পারে। আমরা চাচ্ছি এমন চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে।তিনি আরও বলেন, এটা আমরা করতে পারছি যার ফলে দলে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে। ছেলেরা নিজেদের ভেতর প্রতিযোগিতা করলে তাদের মধ্যে স্ট্যান্ডার্ড লেভেল বাড়বে। আগে হয়ত টিকে থাকতে খেলত, এখন পারফর্ম করতে চাইবে। তাহলে আমাদের কাজ অনেক কমে যাবে। পারফর্ম করে যেন টিকে থাকে এমন যেন না হয় যে অন্য কেউ খারাপ করেছে তাই ঢুকে গেছে। পারফর্ম করলে দলের জন্য লাভ।সাইফের মতই লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় ম্যাচের একাদশে কি দেখা যাবে সোহানকে? জবাবে সিনিয়র সহকারী কোচ বলেছেন, টিমের কথা তো আমি আপনাদেরকে বলতে পারব না। কেউ পারফর্ম করলে দলে স্বাস্থ্যকর প্রতিযোগিতা নিয়ে আসে। দলের ভালো ফর্ম নিয়ে আসে। সাইড বেঞ্চের সবাই পারফর্মার যত হবে তত দলের জন্য ভালো। শামীম অসুস্থ, সাইফ সুযোগ পেয়েছে। সাইফ আগে ভালো করেনি এবার ভালো করেছে। দলের জন্য ভালো তার জন্যও ভালো। এখন সে যেন ধারাবাহিক হতে পারে তাহলে দলের জন্য আরও ভালো।প্রথম ম্যাচে আগে বোলিং নিয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কি আগে ব্যাট করে পরে ডিফেন্ড করার চ্যালেঞ্জটা নেবে টাইগাররা? সালাউদ্দিন বলেছেন, এটা আসলে এক্সপেরিমেন্ট করার জায়গা না। এটা আন্তর্জাতিক ক্রিকেট। জেতার জন্য যে সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা সেটাই নেওয়ার চেষ্টা করব।ভোরের আকাশ/তা.কা
০১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫১ এএম
আমি এবার নির্বাচন করছি: তামিম ইকবাল
বাংলাদেশ ক্রিকেটের সফলতম ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল অবশেষে নিশ্চিত করেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এবার প্রথমবারের মতো সরাসরি জানালেন, 'এবার নির্বাচন করছি আমি।'তবে সরাসরি সভাপতি পদে নির্বাচন করার সুযোগ নেই। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, প্রথমে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হয়, তারপরই সভাপতি হওয়ার পথ উন্মুক্ত হয়। তামিম ঠিক সেটিই করতে যাচ্ছেন।এক শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন,যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না- এটি বলতে পারি, খুব ভালো সম্ভাবনা আছে। আমি এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে জড়িত আছি। ফলে কাউন্সিলর হবই।'তামিমের এই ঘোষণার পর বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। অনেকেই মনে করছেন, তিনি শুধুমাত্র পরিচালক হিসেবে নয়, ভবিষ্যতে বিসিবির সভাপতি হিসেবেও নিজেকে দেখতে চান।গত এক বছরে বিসিবির নেতৃত্বে বেশ কয়েকটি বড় পরিবর্তন এসেছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছেড়েছেন দীর্ঘদিনের সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর নতুন সরকার এসে এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) কোটায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবি প্রধান হিসেবে নিয়োগ দেয়। তবে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনি ৯ মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন।বর্তমানে বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। অনেকেই তাকে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য নেতৃত্বের মুখ হিসেবে দেখলেও, তামিম ইকবালের মতো জনপ্রিয় একজন সাবেক অধিনায়কের মাঠে নামা বিসিবির ভবিষ্যৎ নেতৃত্বে নতুন মাত্রা যোগ করতে পারে।তামিম ইকবাল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করেছেন। অধিনায়ক হিসেবে দলকে সাফল্যের পথে নিয়ে গেছেন। পাশাপাশি ক্লাব পর্যায়েও তার বড় অঙ্গীকার রয়েছে। তার জনপ্রিয়তা, ক্রিকেট জ্ঞান ও অভিজ্ঞতা তাকে বোর্ড পরিচালনার জন্য একটি যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছে।ভোরের আকাশ/তা.কা
৩১ আগস্ট ২০২৫ ১১:২৬ এএম
এশিয়া কাপের সময়সূচিতে পরিবর্তন, রাতে মাঠে নামবে বাংলাদেশ
আসর শুরু হওয়ার আগেই বদলে গেল এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচি। এবারের আসরের মোট ১৯টি ম্যাচের মধ্যে ১৮টিতেই সময় পরিবর্তন আনা হয়েছে। আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ম্যাচগুলো শুরু হবে। ফলে বাংলাদেশ সময় অনুযায়ী প্রতিটি ম্যাচ গড়াবে রাত সাড়ে ৮টা থেকে।তবে ব্যতিক্রম রয়েছে কেবল একটি ম্যাচে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার লড়াইটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)। ম্যাচটি হবে ১৫ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।ক্রিকবাজের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মূলত প্রচণ্ড গরমের কারণে সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে আরব আমিরাতে দিনের বেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে চলে যায়, তবে সন্ধ্যার পর আবহাওয়া কিছুটা সহনীয় হয়। এজন্য বোর্ডগুলোর অনুরোধে সম্প্রচারকারীরা ম্যাচ শুরুর সময় পিছিয়ে দিয়েছেন।বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। সবগুলো ম্যাচই শুরু হবে রাত সাড়ে ৮টায়।উল্লেখ্য, এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে—যা আগের আসরের তুলনায় দুইটি বেশি। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, আমিরাত ও ওমান। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।ভোরের আকাশ//হ.র