মিয়ানমারে পৌঁছেই প্রস্তুতি শুরু করল বাংলাদেশ নারী ফুটবল দল
এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভ্রমণের ক্লান্তি ভুলে পৌঁছেই জিম সেশনে অংশ নেন ঋতুপর্ণা চাকমারা।বুধবার (২৬ জুন) বাংলাদেশ সময় দুপুর ১টায় ইয়াঙ্গুনের নির্ধারিত হোটেলে পৌঁছায় দলটি। এর আগে গতকাল (২৫ জুন) ভোররাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় বাংলাদেশ কন্টিনজেন্ট। থাইল্যান্ড সময় সকাল ৬টায় ব্যাংককে পৌঁছায় তারা। প্রায় তিন ঘণ্টার ট্রানজিট শেষে মিয়ানমারের উদ্দেশে আবার রওনা দেয় দলটি এবং স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ঘণ্টাখানেকের মধ্যেই তারা হোটেলে চেক-ইন করে। সংক্ষিপ্ত বিশ্রামের পরই জিমে হালকা রিকভারি সেশনে অংশ নেন খেলোয়াড়রা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতেই ছিল এই অনুশীলন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়েছে, সবাই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন এবং ইয়াঙ্গুনে হালকা বৃষ্টি হচ্ছে।উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের বাছাই পর্বেও বাংলাদেশের খেলা পড়েছিল মিয়ানমারে। তবে আর্থিক সংকটের কারণে সে সময় দল পাঠাতে পারেনি বাফুফে। তবে এবারের এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে সময়মতো দল পাঠানো হয়েছে।এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, তুর্কমেনিস্তান এবং বাহরাইন। আগামী ২৯ জুন মিয়ানমারের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপের শীর্ষ দলই কেবল কোয়ালিফাই করবে মূল পর্বে। শক্তিমত্তায় এগিয়ে থাকা মিয়ানমার (র্যাঙ্কিং ৫৫) বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হলেও, আফিদা খাতুনরা মাঠে নামছেন সাহস ও আত্মবিশ্বাস নিয়েই।ভোরের আকাশ//হ.র
২৬ জুন ২০২৫ ০৩:০৩ এএম
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে পিরোজপুর সদর উপজেলা ৩-১ গোলের ব্যবধানে পিরোজপুর পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।খেলার শুরুতে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এক মাদকবিরোধী র্যালি আয়োজন করা হয়, যাতে স্থানীয় ক্রীড়া সংগঠক, প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নাগরিকরা অংশ নেন।খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।তিনি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেন ৬০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। অপরদিকে রানার্স আপ দল পায় ৪০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাত উপজেলার সভাপতি ও সদস্য সচিব সহ স্থানীয় ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।খেলা শেষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। দর্শকদের বিপুল উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।ভোরের আকাশ/আজাসা
১৪ জুন ২০২৫ ০৮:৫২ পিএম
হামজা-সোহেলের গোলে ভুটানকে হারিয়ে জয়ী বাংলাদেশ
জাতীয় দলের হয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো মাঠে নেমেই জয় এনে দিলেন হামজা চৌধুরী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লাল-সবুজের দল। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই কর্নার কিক থেকে জামাল ভূঁইয়ার ভেসে আসা বলে হেড করে গোল করেন মিডফিল্ডার হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ, তবে দেশের মাটিতে ছিল অভিষেক। এই গোলেই স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শকের উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে পুরো পরিবেশ।দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান আরেক মিডফিল্ডার সোহেল রানা। ম্যাচের ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। ভুটানের গোলরক্ষক জিয়েলশেন জাংপো সেই শট ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।পুরো ম্যাচজুড়েই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছিল তুঙ্গে। বাংলাদেশের পক্ষে ফাহমিদুল, শেখ মোরসালিন ও জামাল ভূঁইয়া বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ভুটানিজ গোলরক্ষকের দৃঢ়তায় তা রূপ নেয়নি গোলে। অপরদিকে, ভুটানও কয়েকবার বাংলাদেশের জালে বল পাঠাতে চেয়েছিল। তবে গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। বিশেষ করে ৭৩ ও ৭৭ মিনিটে এবং ইনজুরি টাইমে তার গুরুত্বপূর্ণ সেভ দলকে রক্ষা করে।অবশেষে, ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে নতুন এক আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে দল, বিশেষ করে অভিষেকে দুর্দান্ত পারফর্ম করা হামজা চৌধুরীর কল্যাণে ফুটবলপ্রেমীরা পেয়েছে নতুন এক তারকাকে।ভোরের আকাশ//হ.র