সন্ধ্যায় ভারতের বিপক্ষে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ
এশিয়া কাপ ক্রিকেটে দারুণ সুযোগ থাকার পরও পাকিস্তানের কাছে হেরে ফাইনাল খেলা হয়নি বাংলাদেশের। তবে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের যুবাদের হারিয়েই ফাইনাল নিশ্চিত করে বাংলার যুবারা। শনিবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।দারুণ দাপটের সঙ্গেই ফাইনালে উঠেছে লাল-সবুজের যুবারা। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। অন্যদিকে, ছয়বারের চ্যাম্পিয়ন ভারত তাদের গ্রুপের সব ম্যাচে জয়লাভ করে এবং সেমিফাইনালে ভুটানকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমরা জয়ের জন্যই মাঠে নামবো। ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলে এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে আমাদের বিরাট সুযোগ আছে। ভারতের শক্তির প্রশংসা করলেও তিনি প্রতিপক্ষের দুর্বলতাও চিহ্নিত করেন।ছোটন জানান, ভারত হাই লাইন অ্যাটাক করলে তাদের ডিফেন্সে ফাঁকা জায়গা তৈরি হয়, যেটি কাজে লাগানোর সুযোগ রয়েছে বাংলাদেশের।অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আমরা ভালো পারফর্ম করে ফাইনালে উঠেছি। সমর্থকরা আমাদের সাপোর্ট করেছেন, আমরা তাদের প্রত্যাশা পূরণের জন্য মাঠে নামবো। ভারত শক্তিশালী দল হলেও আমরা আমাদের লক্ষ্য পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।টানা দুইবারের ব্যর্থতার পর আজ বাংলাদেশ দলের সামনে প্রতিশোধ নেওয়ার তৃতীয় সুযোগ। দেশবাসীর চোখ এখন কলম্বোতে, ইতিহাস গড়তে পারবে কি লাল-সবুজের কিশোররা?ভোরের আকাশ/এসএইচ
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৮ এএম
বিশ্বরেকর্ড গড়ার দিনে আরেকটি ফাইনাল হারের আক্ষেপ রোনালদোর
ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২৩ সালে আল নাসরে যোগ দিয়েছিলেন । তবে এখন পর্যন্ত সৌদি ক্লাবটিকে মেজর শিরোপা জয়ের স্বাদ দিতে পারেননি এই পর্তুগিজ সুপারস্টার। সেই সঙ্গে আরও একটি ফাইনাল হারের অক্ষেপ যুক্ত হলো রোনালদোর তালিকায়। সৌদি সুপার কাপের ফাইনালে আল নাসরকে হারিয়ে শিরোপা জিতেছে আল আহলি।শনিবার (২৩ আগস্ট) হংকং স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। কিন্তু পেনাল্টি শুট আউটে শট ঠেকিয়ে নায়ক বনে গেছেন আল আহলির গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি। ৩-৫ গোলে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তুলেছে আল আহলি।এদিন আল নাসরের শিরোপা উদযাপনের দারুণ এক উপলক্ষ তৈরি করেছিলেন রোনালদো। ম্যাচের ৪১ মিনিটে সফল স্পটকিকে আল নাসরকে এগিয়ে দেওয়ার গোলে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।চারটি ভিন্ন ক্লাব ও জাতীয় দলের হয়ে কমপক্ষে গোলের সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ফুটবলার তিনি। কিন্তু আল নাসরের হয়ে সেঞ্চুরি গোলের রেকর্ডটা রাঙাতে পারলেন না।শুরুতে তার গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়বারও এগিয়ে গিয়েছিল আল নাসর। দ্বিতীয়বার এগিয়ে দিয়েছিলেন মার্সেলো ব্রোজোভিচ। অন্যদিকে আহলিকে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমান ফ্রেঙ্ক কেসি।তবে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে আহলিকে সমতায় ফেরান রজার ইবানিজ। কর্নার থেকে করা তার সমতাসূচক গোলটিতে ভুল করে বসেন আল নাসরের গোলরক্ষক বেন্তো। ৮৯ মিনিটের কর্নার শটকে ফিস্ট করতে গোলবার ছেড়ে বেরিয়ে আসা বেন্তো বলের নাগালই পাননি। তখন ফাঁকা গোলবারে ইবানিজের হেড ঠিকই জাল খুঁজে নেয়। অবিশ্বাস্য কামব্যাকের পর টাইব্রেকারে জয়ের নায়ক হন মেন্দি।প্রথম তিন শটে আল নাসরের হয়ে রোনালদো, ব্রোজোভিচ ও জোয়াও ফেলিক্স সফল হলেও আব্দুল্লাহ আল-খাইবারি পারেননি। তার নেওয়া নিচু শট ঠেকিয়ে দেন মেন্দি। অন্যদিকে আল আহলির ৫ শটই জালে জড়ায়।ভোরের আকাশ/মো.আ.