গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় দুই অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ দুইজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮ টার ঢাকা-রংপুর মহাসড়কে পৌরশহরের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার হামিদুল ইসলাম (৩৭) এবং একই এলাকার রকি মিয়া (২৮)।প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী অটোভ্যানটি নির্ধারিত লেন ছেড়ে মহাসড়কের মাঝ দিয়ে যাচ্ছিল। এসময় দ্রুতগতির একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে গুরুতর আহত হন চালকসহ আরো এক যাত্রী।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহত দুইজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।ভোরের আকাশ/জাআ