ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ, নতুন নির্বাচনের তারিখ ঘোষণা
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট। এছাড়া আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন নির্বাচনের তারিখ হলো ২০২৬ সালের ৫ মার্চ।গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটির মেয়াদ থাকবে ৬ মাস। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়।গতকাল স্থানীয় সময় রাত ৯টার দিকে শপথ নেন সুশীলা। এরআগে নেপালের জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলাকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয়। এরমাধ্যমে তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেন-জিরা। এরমধ্যে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে অনেক শিক্ষার্থী নিহত হন। এরপর ক্ষোভে ফেনে পড়েন বিক্ষোভকারীরা।মঙ্গলবার তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন কেপি শর্মা অলি। এরপর তিনি গা ঢাকা দেন। ওইদিন বিক্ষোভকারীরা সাবেক দুজন প্রধানমন্ত্রীসহ অনেক মন্ত্রীর বাড়িতে হামলা চালান। এরমধ্যে অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে।সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে।তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। একবার ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশীলা বলেছিলেন, ভারত নেপালকে অনেক সহায়তা করেছে।সূত্র: এএফপিভোরের আকাশ/মো.আ.
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৪ এএম
শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী
সব জল্পনার অবসান ঘটিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন।প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং আন্দোলনকারীদের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের পর তার নাম নিয়ে ঐকমত্যে পৌঁছানো হয়। ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী নেপালের প্রধানমন্ত্রীর আসনে বসলেন।সূত্র জানিয়েছে, কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। ছোট পরিসরে মন্ত্রিসভা রাখা হবে এবং শপথ নেওয়ার পরপরই প্রথম বৈঠক বসবে। সেখান থেকেই কেন্দ্রীয় ও প্রাদেশিক সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব উত্থাপন হতে পারে।সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে কয়েক সপ্তাহ ধরে জেন-জি প্রজন্ম বিক্ষোভ চালিয়ে আসছে। গত সোমবার পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে একাধিক শিক্ষার্থী নিহত হন। এরপর আন্দোলন তীব্র আকার ধারণ করে। পরিস্থিতির মধ্যে মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করে আত্মগোপনে চলে যান। এ সময় সাবেক কয়েকজন প্রধানমন্ত্রী ও মন্ত্রীর বাড়িতেও হামলার ঘটনা ঘটে।অলির পদত্যাগের পর নতুন নেতৃত্ব নিয়ে আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। বেশিরভাগ সুশীলা কার্কিকে সমর্থন জানালেও একটি অংশ বিদ্যুৎ সমস্যার সমাধানে খ্যাত প্রকৌশলী কুলমান গিসিংকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি তোলে। তবে শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে দায়িত্ব পেলেন কার্কি।২০১৬-১৭ সালে নেপালের প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তিনি তরুণদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হন। ভারতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই আইনজীবী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারত নেপালকে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে। ভোরের আকাশ/হ.র
১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ পিএম
হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী
জেন-জিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারে করে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তার সহকারী প্রকাশ সিলওয়াল এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভের দুই দিন পর মঙ্গলবার তিনি পদত্যাগ করলেন। এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে। পদত্যাগের আগে তিনি দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনালাপ করেন এবং দেশ থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তা চান। গুঞ্জন উঠেছে তিনি সম্ভবত পালিয়ে দুবাই অথবা ভারতে আশ্রয় নেবেন।সেনাবাহিনীর সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিকে পদত্যাগের আহ্বান জানান।অফিশিয়াল সূত্রে জানা গেছে, অলি সেনাপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেন এবং দেশের ক্রমাবনত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান।জেনারেল সিগদেল বলেন, সেনাবাহিনী কেবল তখনই হস্তক্ষেপ করে দেশকে স্থিতিশীল করতে পারবে, যদি প্রধানমন্ত্রী অলি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন।সেনা সূত্র আরও জানায়, অলি পদত্যাগ করলেই সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত।উল্লেখ্য, দুর্নীতি ও সামাজিকমাধ্যম এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপ এবং সাইট নিষিদ্ধ করার সরকারি আদেশের বিরুদ্ধে বিক্ষোভে নামেন জেন-জি সদস্যরা। সোমবার নিরাপত্তা বাহিনীর সাথে জেন-জিদের সংঘর্ষে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়। তীব্র বিক্ষোভের মুখে নেপাল সরকার শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।ভোরের আকাশ/এসএইচ
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০৩ পিএম
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
টানা দুইদিনের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।এর আগে, পার্লামেন্ট ভবনে ঢুকে সেখানে বিক্ষোভকারীরা আগুন দিয়েছেন বলেও খবর পাওয়া যায়। পরে বন্ধ করে দেয়া হয় বিমান চলাচলও। এমন পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান স্থানীয় নেতারা এবং দেশটির সেনাপ্রধান।এদিকে, দেশব্যাপী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।উল্লেখ্য, নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের আন্দোলন রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়ে সারাদেশের বিভিন্ন জেলায়। এতে আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত ও শত শত মানুষ আহতের খবর পাওয়া গেছে। এছাড়া দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি রেখেছে প্রশাসন।ভোরের আকাশ/এসএইচ
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৫ পিএম
পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।বার্তাসংস্থাটি বলছে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ক্ষমতাসীন দলে ভাঙন এড়াতে পদত্যাগ করতে যাচ্ছেন বলে দেশটির গণমাধ্যমে রোববার খবর প্রকাশিত হয়েছে। রয়টার্স যোগাযোগ করলে প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।তবে সরকার জানিয়েছে, ইশিবা স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবেন।এর আগে, গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর পদত্যাগের পরিকল্পনার খবর অস্বীকার করেন ইশিবা। কিন্তু নিজ দলের চাপের মুখে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি।ভোরের আকাশ/তা.কা
০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৫ পিএম
ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা পদ হারিয়েছেন। দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার (২৯ আগস্ট) এক রায়ে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেয়। এর আগে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার ফোনালাপ ফাঁস হওয়ার পর আদালত সাময়িকভাবে তাকে দায়িত্ব পালন থেকে বিরত রেখেছিল।২০২৪ সালের আগস্টে থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন সিনাওয়াত্রা। মাত্র এক বছরের মাথায় তিনি ক্ষমতাচ্যুত হলেন। তিনি থাইল্যান্ডের প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের সদস্য।ফাঁস হওয়া ফোনকলে পেতোংতার্নকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ‘আঙ্কেল’ সম্বোধন করতে এবং নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করতে শোনা যায়। তিনি বলেন, থাই সেনাদের কারণে কম্বোডিয়ার এক সেনা নিহত হয়েছে। ওই ফোনকলে আরও শোনা যায়, তিনি হুন সেনকে আশ্বস্ত করছেন যে তার প্রয়োজনীয় বিষয়গুলো তিনি দেখবেন।ঘটনাটি প্রকাশ্যে আসার পর থাইল্যান্ডে ব্যাপক সমালোচনা শুরু হয়। জাতীয়তাবাদের উত্থান এবং সীমান্ত উত্তেজনার মধ্যে ফোনকলটি ফাঁস হওয়ায় বিরোধীরা অভিযোগ তোলে যে তিনি দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন। কয়েক মাস পর সীমান্তে সংঘর্ষও শুরু হয়, যা পরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমে যায়।কঠোর সমালোচনার মুখে পেতোংতার্ন জনগণের কাছে ক্ষমা চেয়ে দাবি করেন, তার উদ্দেশ্য ছিল কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমিত করা। কিন্তু আদালত শেষ পর্যন্ত রায় দিয়ে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়। যদিও তিনি এখনো সংস্কৃতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় রয়েছেন। ভোরের আকাশ/হ.র
২৯ আগস্ট ২০২৫ ০৪:৩৬ পিএম
ইসরায়েলি হামলায় নিহত হুথি প্রধানমন্ত্রী
ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণাঞ্চল হাদাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আনসারুল্লাহ আন্দোলনের (হুথি) প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র। এ তথ্য প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম মেহের নিউজ।সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ওই হামলায় আল-রাহাভি ছাড়াও তার কয়েকজন সহযোগী ও অন্তত চারজন নিহত হন। আহত হয়েছেন আরও অনেকে। উল্লেখ্য, গত বছরের ১০ আগস্ট আনসারুল্লাহ আল-রাহাভিকে তাদের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিল। সূত্র মতে, শিগগিরই তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।তবে এ নিয়ে ভিন্ন তথ্যও পাওয়া গেছে। আনসারুল্লাহর এক কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েলি হামলার লক্ষ্য আল-রাহাভি নন, বরং এটি সামরিক কমান্ড কাঠামোর ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল।এর আগে ইসরায়েলি সেনাবাহিনী সানায় বিমান হামলার কথা নিশ্চিত করলেও তাদের লক্ষ্যবস্তু নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হুথি-নেতৃত্বাধীন সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কমান্ডাররা ছিল প্রধান লক্ষ্য। তবে আনসারুল্লাহর মুখপাত্র নসর আল-দীন আমের বলেন, প্রতিরক্ষামন্ত্রী বা সেনাপ্রধানকে টার্গেট করার তথ্য সঠিক নয়।বিশ্লেষকদের মতে, এ ঘটনায় ইয়েমেন ও মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ভোরের আকাশ/হ.র
২৯ আগস্ট ২০২৫ ০৪:১৮ পিএম
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণে একমত বিএনপি
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন- এমন বিধানে শর্তসাপেক্ষে সম্মতি জানিয়েছে বিএনপি। তবে যদি ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি’ গঠিত হয়, তাহলে প্রধানমন্ত্রীর এই মেয়াদকাল নির্ধারণের প্রস্তাবে বিএনপির পক্ষে একমত হওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্থায়ী কমিটির এই নেতা। তিনি বলেন, শুধু নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে রাষ্ট্র সুষ্ঠুভাবে চলবে, এমন ধারণা ঠিক নয়। একজন ব্যক্তি একসময় স্বৈরাচারী হয়ে উঠেছিলেন বলে আজীবনের জন্য নির্বাহী ক্ষমতা খর্ব করতে হবে, এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বিদ্যমান আইনের ভিত্তিতে কমিশন বা সার্চ কমিটি গঠন করেই নিয়োগ প্রক্রিয়া চালানো যেতে পারে। এর মধ্যেই সংস্কার করে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব, যাতে এই প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে। এক্ষেত্রে সংবিধানে নতুন করে একটি আলাদা বডি গঠনের প্রয়োজন নেই।বৈঠকে সংবিধানের মূলনীতি নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা সংবিধানে পঞ্চম সংশোধনীর সময় অন্তর্ভুক্ত ‘বিসমিল্লাহ' এবং ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বহাল রাখতে চায়। পাশাপাশি বিএনপি চাইছে, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিও সংবিধানে যুক্ত করবে তারা।ভোরের আকাশ/আজাসা