কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক কৃষক অংশ নেয়।মানববন্ধনে বক্তব্য রাখেন- আরিফুল ইসলাম জুয়েল, মন্তাজ আলী, রেজাউল করিম, মোর্শেদ আলী, কাশেম আলী, মোবারক আলী প্রমুখ।বক্তারা বলেন, আমনের ভরা মৌসুমে ডিলাররা গুদাম থেকে সার উত্তোলন করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। যেখানে, প্রতি বস্তা ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম (৫০ কেজি) ১ হাজার ৩শ ৫০ টাকা। সেখানে ডিলাররা সারের সংকট সৃষ্টি করে প্রতি বস্তা ১ হাজার ৬শ টাকা থেকে ১ হাজার ৮শ টাকায় বিক্রি করছে।চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টরে আমন চাষ অর্জিত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে ইউরিয়া সারের চাহিদা রয়েছে ৪ হাজার ৪৫ মেট্রিকটন।কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় ২১০ জন সার ডিলার যারা ইতোমধ্যে গুদাম থেকে সার উত্তোলন করেছে।ভোরের আকাশ/জাআ
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩৫ পিএম
পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল আজ
পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনার বেড়া উপজেলা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় সংগ্রাম কমিটি আজ রোববার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌপথ অবরোধের কর্মসূচিও ঘোষণা দিয়েছে।এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) বেড়া পৌরসভার ফকির রাইস মিল প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ও বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির।এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বেড়া পৌরসভা, উপজেলার চার ইউনিয়নের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে ‘৬৮ পাবনা-১ সর্বদলীয় সংগ্রাম কমিটি’ গঠন করেন। তারা নির্বাচন কমিশনের সাম্প্রতিক সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।কমিটির নেতারা জানান, স্বাধীনতার পর থেকে পাবনা-১ আসনটি গঠিত ছিল পুরো সাঁথিয়া উপজেলা, বেড়া পৌরসভা ও বেড়ার চারটি ইউনিয়ন নিয়ে। অন্যদিকে, পাবনা-২ আসনে ছিল বেড়ার বাকি পাঁচটি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা। কিন্তু নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাবনা-১ আসন হবে শুধু সাঁথিয়া উপজেলা, আর বেড়া ও সুজানগর উপজেলা মিলিয়ে গঠিত হবে পাবনা-২ আসন।এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বেড়াবাসী। তারা অভিযোগ করছেন, এতে তাদের রাজনৈতিক ও প্রশাসনিক স্বার্থ ক্ষুণ্ন হবে।প্রসঙ্গত, গত ৪ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন বেড়াবাসী।ভোরের আকাশ/তা.কা
১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৭ এএম
খুলনায় রেল ভূমির ভাড়া তিনগুণ বৃদ্ধিতে প্রতিবাদ
খুলনায় রেল ভূমির ভাড়া তিনগুণেরও বেশি বৃদ্ধির প্রতিবাদে ক্ষুব্ধ ব্যবসায়ীরা আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ১৮টি ব্যবসায়ী সংগঠনের জোট রেল ভূমি ব্যবহারকারী ব্যবসায়ী ঐক্য পরিষদ।ব্যবসায়ীরা জানান, রেল ভূমির প্রতি বর্গফুট ৭০ টাকা ভাড়া একলাফে ২০০ করা হয়েছে। ভ্যাট ও আয়কর যোগ করে যা ২৪০ টাকায় দাড়িয়েছে। এতে যে দোকানের ভাড়া ৫০ হাজার টাকা ছিল, তা এখন এক লাখ ৭০ হাজার হয়েছে। এতো ভাড়া পরিশোধের সক্ষমতা তাদের নেই। এই ভাড়া কার্যকর হলে সবাই লোকসানের মুখে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হবেন। অযৌক্তিক ভাড়া প্রত্যাহারের দাবিতে প্রধান উপদেষ্টা ও রেল উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন তারা। এর মধ্যে ভাড়া প্রত্যাহার না হলে রেলভবন ঘেরাও কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রেল ভূমি ব্যবহারকারী ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব আবু সাঈদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরিষদের আহ্বায়ক ও খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান এবং যুগ্ম আহ্বায়ক ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মুনীর আহমেদ।লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৩ সালে রেল ভূমির প্রতি বর্গফুটের ভাড়া ছিল ২৫ টাকা। এরপর ভাড়া বাড়িয়ে ৫০ টাকা এবং ২০২১ সালে ৭০ টাকা করা হয়। মাত্র চার বছরের ব্যবধানে সেই ভাড়া বাড়িয়ে প্রতি বর্গফুট ২০০ টাকা করা হয়েছে। অথচ ভৈরব নদের তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ব্যবসায়ীদের কাছে ভূমি ভাড়া দেয়। সে ভূমির ভাড়া প্রতি বর্গফুট ৩ টাকা। জেলা প্রশাসনও ব্যবসায়ীদের কাছে জমি ইজারা বা ভাড়া দেন। তাদের ভাড়া প্রতি বর্গফুট ৩ টাকা ৮৮ পয়সা।ব্যবসায়ীরা বলেন, রেলওয়ের পতিত ডোবা-নালা ভরাট করে ব্যবহার উপযোগী করে ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করছেন। ভূমির ওপর তৈরি স্থাপনাও তাদের নিজ খরচে নির্মাণ করা। শুধুমাত্র ভূমি ব্যবহারের অনুমতি দিয়েই রেল প্রতি বর্গফুট ২০০ টাকা ভাড়া ধার্য করেছে। অথচ খুলনা শহরের বাণিজ্যিক এলাকাগুলোতে কোটি কোটি টাকা খরচ করে নির্মিত সুসজ্জিত ভবনের ভাড়া সর্বোচ্চ প্রতি বর্গফুট ৫০ টাকা।তারা জানান, খুলনার কদমতলা, বড়বাজার, স্টেশন রোড, ডাকবাংলো মোড়, রেলওয়ে হাসপাতাল রোডসহ আশপাশের রেলের জমি ভাড়া নিয়ে প্রায় ৫/৬ হাজার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে চাকরি করছে প্রায় ৩০ হাজার কর্মচারী। বর্তমানে ব্যবসা-বাণিজ্যের দুরবস্থা চলছে। এই ভাড়া দিতে বাধ্য হলে সব ব্যবসায়ীই লোকসানের মুখে পড়বেন। অনেকেই দোকানপাট বন্ধ করে দিতে বাধ্য হবেন। এতে হাজার হাজার মানুষ বেকার হবে। ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের পুঁজি আটকে যাবে। সব মিলিয়ে খুলনার অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে। সংবাদ সম্মেলন থেকে রেলের অযৌক্তিক ভাড়া প্রত্যাহারের দাবি জানান জানান।সংবাদ সম্মেলনে সংগঠনের কোষাধ্যক্ষ ও কাঁচাপাকা আড়ৎদার সমিতির সভাপতি আবদুর রব মাস্টার, খুলনা বড় বাজার সমন্বয় ঐক্য পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম মাসুমসহ ১৮টি ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
১০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০ পিএম
নেপালে জেন-জি বিক্ষোভে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৪
নেপালে ‘জেন জি’ আন্দোলনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। আন্দোলনে শতাধিক বিক্ষোভকারী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।সোমবার (৮ সেপ্টেম্বর) নেপালি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ন্যাশনাল ট্রমা সেন্টারে পাঁচজন, সিভিল হাসপাতালে দুজন এবং কাঠমান্ডু মেডিকেল কলেজ, সিনামঙ্গল-এ চিৎিসাধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ছয়জন ন্যাশনাল ট্রমা সেন্টারে, তিনজন সিভিল হাসপাতালে, তিনজন এভারেস্ট হাসপাতালে, একজন কাঠমান্ডু মেডিকেল কলেজে এবং একজন ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে মারা গেছেন। আহতদের সংখ্যা এখনো নির্দিষ্ট নয়। সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে রোগীদের চাপ বেড়ে যাওয়ায় তাদের কিছু রোগী অন্য হাসপাতালে পাঠানো শুরু করা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ও আহতদের মধ্যে অনেকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এদিন বিক্ষোভকারীরা নির্দেশনা ভেঙে পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে বহু বিক্ষোভকারী আহত হন।নেপালের তরুণরা মূলত সরকারের দুর্নীতি ও ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম—যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট রয়েছে—নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমেছে। সংঘর্ষের পর কাঠমান্ডু জেলা প্রশাসন শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে। এ বিক্ষোভ দেশের অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়েছে।ভোরের আকাশ/এসএইচ
০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৩৩ পিএম
ট্রাম্পবিরোধী স্লোগানে উত্তাল ওয়াশিংটন ডিসি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজধানীর রাস্তায় টহলরত বাহিনী প্রত্যাহারের দাবি জানান।বিক্ষোভ থেকে “ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে” বলেও দাবি করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।এদিকে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন অন্যান্য শহরেও দমনপীড়নের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি শিকাগো থেকে অভিবাসীদের বহিষ্কারের হুমকি দেন। সেখানে মূলত ১৯৭৯ সালের ভিয়েতনাম যুদ্ধভিত্তিক চলচ্চিত্র “অ্যাপোক্যালিপস নাউ”-এর প্যারোডি করা হয়েছিল।টিআরটি ওয়ার্ল্ড বলছে, ‘উই আর অল ডিসি’ শীর্ষক এ মিছিলে অংশ নেন অবৈধ অভিবাসী ও ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকেরা। তারা ট্রাম্পের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন এবং পোস্টারে বিভিন্ন বার্তা লিখে আনেন। যার কয়েকটিতে লেখা ছিল— “ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে”, “ডিসিকে মুক্ত করো”, “স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো”।অ্যালেক্স লফার নামে এক বিক্ষোভকারী বলেন, “আমি এসেছি ডিসির দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করতে। আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি। ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডকে রাস্তা থেকে সরাতে হবে।”ট্রাম্প দাবি করেন, অপরাধ নিয়ন্ত্রণে আনতেই গত মাসে তিনি সেনা মোতায়েন করেছেন, যাতে “আইন, শৃঙ্খলা ও জননিরাপত্তা” পুনঃপ্রতিষ্ঠিত হয়।এ ছাড়া তিনি রাজধানীর মেট্রোপলিটন পুলিশকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নেন এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থাসহ (আইসিই) বিভিন্ন ফেডারেল বাহিনীকে শহরের রাস্তায় নামান। সমালোচকদের মতে, এটি ফেডারেল ক্ষমতার অপব্যবহার।কিন্তু বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।ন্যাশনাল গার্ড সাধারণত যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের গভর্নরের অধীনে থাকে। তবে ডিসি ন্যাশনাল গার্ড সরাসরি প্রেসিডেন্টের অধীনে। গত মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি শিকাগোতেও ন্যাশনাল গার্ড পাঠাবেন। দেশের তৃতীয় বৃহত্তম এ শহরে সামরিকায়নের প্রচেষ্টা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আইনি সংঘাত সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার জানান, সাংবাদিকদের কাছ থেকে তিনি শুনেছেন, ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে আইসিই এজেন্ট ও সামরিক যান শিকাগোতে পাঠিয়েছে এবং আরও পাঠানোর পরিকল্পনা রয়েছে।কেসি নামে একজন প্রতিবাদকারী বলেন, “ডিসিতে যা করছে, অন্য একনায়কতান্ত্রিক সরকারগুলোও তাই করে থাকে। এখন যদি মানুষ সহ্য করে, তবে তারা ধীরে ধীরে অন্য জায়গায়ও একই কাজ করবে। তাই দেরি হওয়ার আগেই থামাতে হবে।”বর্তমানে ছয়টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য থেকে আসা সৈন্যসহ দুই হাজারের বেশি সেনা ওয়াশিংটনে টহল দিচ্ছে। তাদের মিশন কবে শেষ হবে তা পরিষ্কার নয়। তবে সেনাবাহিনী ডিসিতে ন্যাশনাল গার্ডের দায়িত্ব ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।ভোরের আকাশ/মো.আ.
০৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:০২ এএম
রংপুরে ফরম পূরণে ফি বৃদ্ধির প্রতিবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষের ফরম পূরণ ও অন্যান্য খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচীতে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাদিক ইসলাম, আঞ্জুমান আরা, মহসিনা বেগম, আরমান হকসহ অন্যরা।আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে মধ্যবিত্ত- নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা লেখাপড়া করেন।চলতি বছর অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণসহ অন্যান্য খাতে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে ফি বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ।বিজ্ঞান বিষয়ের একজন শিক্ষার্থীকে ৯ হাজার টাকা দিয়ে ফরম পূরণ করতে হচ্ছে।মেসে প্রতি মাসে ৩ হাজার টাকা খরচ করে লেখাপড়া করা শিক্ষার্থীদের পক্ষে ৯ হাজার টাকা দিয়ে ফরম পূরণ করা সম্ভব হচ্ছে না।এতে করে বেশিরভাগ শিক্ষার্থীদের ফরমপূরণসহ লেখাপড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।তারা আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দূর্নীতি দূর করলে শিক্ষার্থীদের এমন অযৌক্তিক ফির বোঝা বহন করতে হবে না বলে দাবী করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।এরপর কারমাইকেল কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে স্বারকলিপি দেয় শিক্ষার্থীরা।ভোরের আকাশ/জাআ
০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০৪ পিএম
খাস জমি দখল করে বিক্রির প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ!
রংপুরের পীরগঞ্জে অবৈধ ভাবে সরকারি খাস জমি দখল করে দলিল সম্পাদন করে বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ, সাংবাদিক মিনহাজুল ইসলাম মিলন। বড়আলমপুর ইউপি’র নারী সদস্যা ফাতেমা বেগম, মাহফুজার রহমান মাফু প্রমুখ ।মানববন্ধনে বক্তারা বলেন, পীরগঞ্জের বড়আলমপুর ইউনিয়নে প্রায় ৩’শ একর সরকারি খাস খতিয়ান ভূক্ত জমি রয়েছে। প্রায় ১ যুগেরও বেশী সময় ধরে বড়আলমপুর মৌজার মৃত. সোলেমান মিয়ার পুত্র আবু তাহের মিয়া ও তার লোকজন দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দলিল সম্পাদন করে জোরপূর্বক দখল করছেন।এছাড়া তিনি সংশ্লিষ্ট ভূমি অফিসের সহযোগীতায় জমি গুলোর ভুয়া কাগজপত্র ও নামজারী সৃষ্টির মাধ্যমে অন্যের কাছে বিক্রি করেছেন মানববন্ধনে অংশ নেয়া ভূক্তভোগীরা। তারা দাবী করেন সুষ্ঠ তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে।বক্তারা প্রশাসনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বড় আলমগীর মৌজায় অসংখ্য ভূমিহীন ব্যাক্তি রয়েছে। যাদের চাষাবাদ বা বাড়ি করার মত কোন জমি-জমা নেই, এ সব খাস জমি ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দিলে চাষাবাদের মাধ্যমে কয়েক শ’ পরিবার উপকৃত হবে।সরকারি সরকারী খাস খতিয়ান ভুক্ত জমি গুলো অবৈধ দখলমুক্ত করে ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেয়ার জন্য জন্য সরকারের কাছে জোর দাবী জানানো হয় । এর আগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহনকারীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে । মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বড় আলমপুর ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করে।ভোরের আকাশ/তা.কা
৩১ আগস্ট ২০২৫ ০৩:৪৯ পিএম
নুরের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ
রাজধানীর ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।শনিবার (৩০ আগস্ট) বিকালে কোটালীপাড়া উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- কোটালীপাড়া গণঅধিকার পরিষদের আহবায়ক আবুল বাশার দাড়িয়া, সদস্য সচিব সোহেল হাজরা, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক পলাশ শেখ, কোটালীপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক নাজমুল দাড়ীয়াসহ নেতৃবৃন্দ।সভায় বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে সব কার্যক্রম বন্ধ করার দাবি জানান। ভোরের আকাশ/তা.কা
৩১ আগস্ট ২০২৫ ১০:৪৪ এএম
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদ
গাজীপুরের পূর্বাইল এলাকায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে জুলেখা আক্তার রুনা (২০) নামে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে জেল হাজতে পেরণ ও তার পরিবারের সদস্যকে মেরে ফেলার হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।শনিবার (৩০ আগস্ট) দুপুরে পুবাইলের মাজুখান এলাকায় তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।জেলে থাকা ভুক্তভোগী রুনার বড় ভাই সজল সিকদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমার বোন জুলেখা আক্তার রুনা উত্তরা টাউন কলেজের শিক্ষার্থী। সে পড়া লেখার পাশাপাশি মাজুখান বিউটি প্রডাক্টস বিডি নামের একটি প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে দীর্ঘ ৫ বছর যাবত সুনামের সাথে চাকুরী করে আসছিল।বিগত ৬ মাস পূর্বে কোম্পানীর মালিক রেজাউল করিম (৩৬) আমার বোনকে অনৈতিক প্রস্তাব দিয়ে হয়রানী করে আসছিল। আমার বোন তার কু-প্রস্তাবে রাজী না হয়ে সম্মান রক্ষার্থে চাকরি ছেড়ে দেয়। পরে প্রতিষ্ঠানের মালিক ও তার স্ত্রীর অনুরোধে পূনরায় চাকরি নেওয়ার পর আবারও প্রতিষ্ঠানের মালিক রেজাউল আমার বোনকে কু-প্রস্তাবে রাজি না হলে ক্ষতি করার ভয়ভীতি ও হুমকী প্রদান করে। এক পর্যায় আমার বোন গত ১৬ আগস্ট দুপুরের দিকে বাসায় চলে আসে কান্নাকাটি শুরু করে।পরে সন্ধ্যায় আমার বোনের সহকর্মী মোঃ রুবেল প্রতিষ্ঠানের মালিক রেজাউল, রায়হানসহ অজ্ঞাত আরো ২/৩ জন আমাদের বাসায় এসে বোনের ব্যবহৃত মোবাইল ফোনসহ আমার বোন ও মাকে থানায় নিয়ে যায় গিয়ে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ করে। বিষয়টি নিয়ে থানার ওসি, স্থানীয় কাউন্সলর ও এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গের মাধ্যমে ২৪ আগস্ট পর্যন্ত সমাধানের সময় দেওয়া হয়। পরে ১৯ আগস্ট বিকেলে ৫০ লক্ষ টাকা আত্মসাৎ অভিযোগে আমার বোন রুনাকে থানায় ডেকে নিয়ে ২০ আগস্ট তার বিরুদ্ধে মামলা দায়ের করে ২১ আগষ্ট তাকে জেলে প্রেরণ করে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।অভিযোগ অস্বীকার করে বিউটি প্রডাক্টস বিডির মালিক মো: রেজাউল করিম বলেন, অভিযুক্ত রুনা আমার প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় বিকাশ লেনদেনের মাধ্যমে যে পরিমান টাকা আত্মসাৎ করেছে তা দেখতে পেয়ে আমি নিজেও বিস্মিত হয়েছি। পরবর্তীতে সকল তথ্য-প্রমাণ নিয়ে আইনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।এ বিষয়ে পূর্বাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো: আমিনুল ইসলাম বলেন, আসামি রুনা তার মায়ের যোগসাজশে বাদীর কাছ থেকে মোটা অংকের টাকা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এমন তথ্য প্রমানের ভিত্তিতে মামলা নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।ভোরের আকাশ/জাআ
৩০ আগস্ট ২০২৫ ০৭:১৭ পিএম
বিএনপির কমিটিতে আ.লীগ সমর্থিত অন্তর্ভুক্ত হওয়ার প্রতিবাদ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটিতে আ.লীগ সমর্থিত লোকজন অন্তর্ভুক্ত হওয়ার দাবি করেছেন স্থানীয় বিএনপি'র একটি অংশ।কমিটি থেকে আ.লীগ সমর্থিত লোকজন বাদ দিয়ে নতুন কমিটি করার দাবিতে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে মঠবাড়িয়া-ডৌয়াতলা সড়কের বাইশকুড়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।ঘণ্টা ব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।এ সময় ৬ নং ওয়ার্ড বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম হাওলাদার এর সভাপতিতে বক্তব্য, রাখেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন মাতুব্বর, সাবেক যুবদল নেতা মোঃ আল-আমিন মোল্লা, টিকিকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদল সদস্য নাজমুল আহসান নাসির, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাব্বির রহমান প্রমুখ।বক্তারা জেলা কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্বে এ কমিটি ত্যাগীদের সমন্বয়ে পুনর্গঠন না করলে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের কাছে নালিশ দেয়ার ঘোষণা করেন।এ ব্যাপারে উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শামীম মিয়া মৃধা বলেন, এটা সম্পূর্ণ জেলা কমিটির ইখতিয়ার। এখানে আমার কোন বক্তব্য নেই। আশা করছি জেলা কমিটি এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। ভোরের আকাশ/তা.কা
৩০ আগস্ট ২০২৫ ০৪:৪৬ পিএম
ভিপি নুরের উপরে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে যমুনা সেতু অবরোধ ও বিক্ষোভ
ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতু অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মিরা।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩০ আগস্ট) বেলা পৌনে বারটার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। ১৫ মিনিটের অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক থেকে সড়ে যায় নেতা-কর্মিরা।মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মিরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা হামলাকারিদের গ্রেফতারের সাথে সাথে জাতীয় পার্টি নিষিদ্ধ ও জিএম কাদেরে গ্রেফতার দাবি করেন। অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা মহাসড়কে অবস্থান নেয়। ১৫ মিনিটের অবরোধে যানজট সৃষ্টি হয় মহাসড়কের দুই প্রান্তেই।শুক্রবার রাতে রাজধানির কাকরাইলে জাতীয় পার্টি ও গনঅধিকার পরিষদের নেতা-কর্মিদের সংঘর্ষ চলাকালে গণঅধিকার পরিষদের সভাপতি, সাবেক ভিপি নুরুল হক নুর আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর লাঠিচার্জে আহত হয়।ভোরের আকাশ/তা.কা