কবি আহসান হাবীব স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরে বরেণ্য কবি, সাহিত্যিক ও সম্পাদক আহসান হাবীবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে পিরোজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক জোনাল ম্যানেজার ও পিরোজপুর সাহিত্য পরিষদের উপদেষ্টা কবি মোঃ ফিরোজ খান। জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহারের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন কলেজের সহকারি অধ্যাপক (বাংলা) ও পিরোজপুর সাহিত্য পরিষদের উপদেষ্টা কবি মোঃ আবুবকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি দেলোয়ার হোসেন আলম প্রমুখ।এছাড়াও জেলার সাহিত্য অনুরাগী, তরুণ লেখক ও পাঠক সমাজ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, আধুনিক বাংলা কবিতার অন্যতম স্তম্ভ আহসান হাবীব। তাঁর কবিতায় নিঃসঙ্গতা, সমাজচেতনাও মানবিক বোধ অসাধারণভাবে উঠে এসেছে। সাহিত্যে তার অবদান জাতীয় সম্পদ। আহসান হাবীব শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক পথপ্রদর্শক। তার সাহিত্যকর্ম আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। পিরোজপুরবাসীর গর্ব হওয়া উচিত যে এমন এক গুণীজন আমাদের মাটিতে জন্মেছেন।এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিশু ও কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।ভোরের আকাশ/জাআ
২৮ জুন ২০২৫ ০৭:৫১ পিএম
জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
বাগেরহাটের চিতলমারী উপজেলার জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শর্মী রায়ের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল।আরও বক্তব্য রাখেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ পারুল আক্তার, মেডিকেল অফিসার ডাঃ মুক্তি বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ এমআর ফরাজী।চিত্রাঙ্গন প্রতিযোগিতা,পুষ্টি কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও বন্ধন প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ জন ও মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০জন মোট ৩০ জন ছাত্র ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও ১২জন হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল, ডাল, তেল, লবণ, সিমাইসহ বিভিন্ন ধরনের খাবার পণ্য বিতরণ করা হয়।জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে আয়োজনে,বাস্তবায়নে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিতলমারী।ভোরের আকাশ/এসএইচ