নওগাঁর পত্নীতলায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলরা বাসুদেব মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু-বৌদ্ধ খৃস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আয়োজনে জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা।এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন, পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোপাল চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতকর্মী পুজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানা যায়, প্রতিবছর ভাদ্র মাসে জন্মাষ্টমী উপলক্ষে এ আয়োজন হয়ে থাকে। শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপদেশ স্মরণ করে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিভিন্ন প্রার্থনা করেন তারা।ভোরের আকাশ/জাআ
১৬ আগস্ট ২০২৫ ০৭:১৫ পিএম
পত্নীতলার মধইল উচ্চ বিদ্যালয়ে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত
নওগার পত্নীতলায় মধইল উচ্চ বিদ্যালয়ের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।ঈদুল আযহার ২য় দিনে মধইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে বরণের মাধ্যমে অনুষ্ঠানে সম্মানিত করা হয়।জানা যায়, মধইল বিদ্যালয়ের প্রাক্তন হতে বর্তমান পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের নিয়ে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/এসএইচ