আবারো করোনা আক্রান্ত হয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস।এক বিবৃতিতে সান্তোস লিখেছে, ‘বৃহস্পতিবার (৫ জুন) ভাইরাল পরিস্থিতি শুরু হলে সান্তোসের মেডিক্যাল টিমের মাধ্যমে নেইমারের পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। তাতে তার শরীরে কোভিড-১৯ য়ের সংক্রমণ পাওয়া যায়।২০২৩ সালের গ্রীষ্মে আল-হিলালে যোগ দেওয়ার পর থেকে নেইমারের সময় ভালো যাচ্ছে না। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ২০২৪ সালের জানুয়ারিতে সান্তোসে ফিরে আসলেও তেমন উন্নতি হয়নি তার ফিটনেসে।ইনস্টাগ্রামের পোস্টে লিখেছিলেন, নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। সান্তোস জানিয়েছে, বৃহস্পিতবার তার শরীরে উপসর্গ দেখা দেয় এবং তিনি অনুশীলনে অংশ নেননি। সোমবার তাকে আবার পরীক্ষা করা হবে।রোমানোর এই বার্তার পর বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ‘গ্লোবো’। সান্তোস ক্লাবের পক্ষ থেকেও এক বিবৃতিতে নেইমারের কোভিডে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়।এর আগে ২০২১ সালের মে মাসে প্রথমবার করোনায় আক্রান্ত হন নেইমার। তখন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) খেলতেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। তখন চার মাস চিকিৎসা ও বিশ্রামের পর অনুশীলনে ফিরেছিলেন তিনি।ভোরের আকাশ/এসএইচ
০৮ জুন ২০২৫ ০৪:০৬ পিএম
২০২৬ বিশ্বকাপ ফুটবলকে নতুন কিছু উপহার দেবে: নেইমার
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বদল যাচ্ছে ফুটবলের ইতিহাস। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়াবে এই মহাযজ্ঞ। এই আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আর এই টুর্নামেন্ট ফুটবলকে নতুন কিছু উপহার দেবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।সম্প্রতি ডিজনিপ্লাস-এর সঙ্গে এক আলাপচারিতায় নেইমার বলেন, দেখবেন শুধু, এবারের বিশ্বকাপটা কেমন হয়। এখানে মাথা ঘুরিয়ে দেয়ার মত কিছুই হবে, যা অনেক কিছুই বদলে দিতে পারে। আর সেটা সবার জন্য ভালোই হবে। ২০২৬ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল, যা এর আগে ছিল ৩২টি। স্বাভাবিকভাবেই এতে ম্যাচের সংখ্যা যেমন বাড়বে, তেমনি প্রথমবারের মতো সুযোগ পাবে অনেক নতুন দেশ, যারা এর আগে বিশ্বকাপে অংশই নেয়নি। নেইমার মনে করেন, এর ফলে বিশ্বজুড়ে ফুটবলের পরিধি আরও বিস্তৃত হবে।শুধু মাঠের খেলার দিক নয়, দর্শক অভিজ্ঞতার দিকেও নজর দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। এনবিএ’র একটি ম্যাচ দেখতে গিয়ে নেইমার অভিভূত হয়েছেন পুরো উপস্থাপনা দেখে।তিনি বলেন, এখানে কিন্তু আপনি কেবল একটা বাস্কেটবল ম্যাচই দেখতে যান না। বিরতিতে কেউ নাচে, কেউ বল ছুঁড়ে স্কোর করে। ম্যাচের আগে আবার বিখ্যাত কেউ জাতীয় সঙ্গীত গায়। সব মিলিয়ে পুরো অভিজ্ঞতাটা উপভোগ্য। এ প্রসঙ্গে ফুটবলেও কিছু পরিবর্তনের পক্ষে মত দেন নেইমার। ব্রাজিলের এ পোস্টারবয় বলেন, ফুটবলে ৯০ মিনিটের খেলা হয়, কিন্তু সেখানে বিরতিতে দর্শকদের জন্য কিছুই থাকে না। সবাই স্টেডিয়ামের গেটে চলে যায়। কেন মাঠের ভেতরে কিছু করা হয় না? আমি জানি না ভিন্ন কিছু কেন করা যায় না।৩৩ বছর বয়সী নেইমার এর আগে ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছেন। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) এই ফরোয়ার্ড বর্তমানে ইনজুরির কারণে দল থেকে বাইরে থাকলেও কার্লো আনচেলত্তির ২০২৬ বিশ্বকাপ পরিকল্পনায় তাকে রেখেছেন বলে জানা গেছে।ক্লাব ফুটবলে চলতি বছরের জানুয়ারিতে সৌদি আরবের আল-হিলাল ছাড়ার পর নেইমার যোগ দেন তার সাবেক ক্লাব সান্তোসে। ব্রাজিলের ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ জুন।ভোরের আকাশ/এসএইচ