জুলাই-আগস্ট ২০২৪ইং এর গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের ন্যায় গাজীপুরের টঙ্গীতে বিজয় র্যালী করেছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে টঙ্গীর চেরাগআলী থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট হয়ে আবারও চেরাগআলী এলাকায় এসে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে। বিএনপি'র অবদান মানুষ মনে রাখবে।বক্তারা ৫ আগস্টকে স্মরণ করে আরও বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে, শিক্ষার্থীদের অবদান এ জাতি মনে রাখবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর, শ্রমিক, কৃষক, রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে, যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।বিজয় মিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির আহমেদ ও সদস্য সচিব আসাদুজ্জামান নূর, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মহানগর যুবদল নেতা শেখ মুহাম্মদ সুমন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, স্বেচ্ছাসেবক দল নেতা রাতুল আহমেদ ভূইয়া, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয়সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।ভোরের আকাশ/জাআ
০৫ আগস্ট ২০২৫ ০৬:২৮ পিএম
শ্রীপুরে আ. লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালি
গাজীপুরের শ্রীপুরে জুলাই গনঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামীলীগ সরকারের পতন ও জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলা বিএনপির আয়োজনে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে শ্যরস এডুকেশন সেন্টার হতে এ বিজয় র্যালি শোভাযাত্রা বের হয়।এসময় হাজার হাজার কর্মী সমর্থক রংবেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে বর্ণাঢ্য বিশাল র্যালি পল্লী বিদ্যুৎ মোড় হতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদক, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারকে, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, আহবায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, মোসলেম উদ্দিন মৃধা, আবুল হোসেন প্রধান প্রমুখ।বর্নাঢ্য র্যালিতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা কর্মী ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।ভোরের আকাশ/জাআ
০৫ আগস্ট ২০২৫ ০৬:১৯ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে শহীদদের স্মৃতির প্রতি।মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মেহেরপুর কলেজ মোড়ে নির্মাণাধীন ‘জুলাই অভ্যুত্থান শহীদ স্মৃতিবিধিতে’ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সর্বপ্রথম জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা পরিষদের পক্ষ থেকেও তিনি শ্রদ্ধা নিবেদন করেন।ছবি: ভোরের আকাশএ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আখতারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা ও সাধারন মানুষ।শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে মেহেরপুর পৌর কমিটি সেন্টারে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/এসএইচ