রাজধানীর ধানমন্ডিতে রিনা ত্রিপুরা নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা।বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। তার নাম রিনা ত্রিপুরা (২০)। নর্থ সার্কুলার রোডের মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তিনি।আহত রিনা ত্রিপিরার ভাই জুয়েল ত্রিপুরা জানান, তার বোন রিনা ত্রিপুরা ধানমন্ডি মেহেরুন্নেসা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। গত বছর এই কলেজ থেকেই সে এইচএসসি পরীক্ষা দিয়েছেল। তবে পরীক্ষার আইসিটিতে ফেল করেছিল। আগামী ৭ জুলাই শুধু আইসিটি পরীক্ষা দেওয়ার কথা। এই কারণে দেশের বাড়ি বান্দরবান থানচি উপজেলা থেকে বাসযোগে ভোরে কলাবাগানে নামে। সেখান থেকে রিকশাযোগে কলেজের ছাত্রীনিবাসের সামনে আসলে কয়েকজন ছিনতাইকারী তার রিকশাটি গতিরোধ করে এবং তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা দুইটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে মূল্যবান জিনিসপত্র ও কাগজপত্র ছিল। খবর রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ধানমন্ডি থেকে এক ছাত্রী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে এসেছে। তাকে ২০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি তার কাছে থেকে একটি ভ্যানিটি ব্যাগ ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।ভোরের আকাশ/এসএইচ
০৩ জুলাই ২০২৫ ০২:২৫ পিএম
দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী: ডিএমপি কমিশনার
রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বর্ষপূর্তিতে বাংলাদেশে কোনো জঙ্গি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।মঙ্গলবার (১ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এ সময় ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে আছে ছিনতাইকারী।’আরেক প্রশ্নের জবাবে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘জঙ্গি নেই, এখন ঠেকাতে হবে ছিনতাই। জঙ্গি থাকলে না জঙ্গি নিয়ে ভাবব।’ডিএমপি কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কিসের জঙ্গি?’হলি আর্টিজান হামলা তাহলে সাজানো ঘটনা ছিল কি না- এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ‘ওটা সম্পর্কে আমি জানি না। তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে।’ভোরের আকাশ/এসএইচ
০১ জুলাই ২০২৫ ০৭:৩৪ পিএম
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সমাবেশ চলাকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে লোকজন।শনিবার (২৮ জুন) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ চলাকালে ছুরিসহ এক ছিনতাইকারীকে আটক করে সমাবেশে আসা লোকজন। পরে ওই ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করে তারা।এদিন সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের প্রথম পর্ব শুরু হয়। এতে বক্তব্য দেন দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন।দুপুর ২টায় সমাবেশের মূলপর্ব শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।ভোরের আকাশ/এসএইচ