পিরোজপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে পুলিশ আটক করেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।আটককৃত রায়হান বর্তমানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত। মোঃ ফাহাদুজ্জামান ওরফে রায়হান (৩৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে।স্থানীয়রা জানান, তিনি ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘাপটি মেরে থেকে চাকরি করে আসছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেয়নি।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রায়হানকে আটক করা হয়েছে।পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানিয়েছেন, রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ১৫ আগস্টকে কেন্দ্র করে রায়হান নাশকতার চেষ্টা করেছিল। এ বিষয়ে রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ সুপার।ভোরের আকাশ/জাআ
১৯ আগস্ট ২০২৫ ০৪:৩২ পিএম
জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফুল গ্রেপ্তার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক সভাপতি এফএম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৫টায় ওয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এফএম শরীফুল ইসলাম বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ারী থানা এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে বিকেলে ওয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সিটি সাইবার বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।ভোরের আকাশ/মো.আ.
১৯ আগস্ট ২০২৫ ০৯:৫০ এএম
দিরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমন গ্রেফতার
সুনামগঞ্জের দিরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমন পুরকায়স্থ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সরমঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কল্যাণী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন পুরকায়স্থ গ্রামের মৃত সুবল পুরকায়স্থের ছেলে।সূত্র জানায়, সুমন পুরকায়স্থের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “সুমন পুরকায়স্থের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।”ভোরের আকাশ/এসএইচ
১৯ জুলাই ২০২৫ ০৮:১৪ পিএম
গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে বিস্ফোরক-মাদক ও চাঁদাবাজিসহ ৭ মামলার আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এইচএম মহোতাসিম ফুয়াদ হৃদয়কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মহোতাসিম ফুয়াদ হৃদয় গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠী (খানাবাড়ি) এলাকার মাহাবুবার রহমানের ছেলে। হৃদয় মাদক, বিষ্ফোরক, চাঁদাবাজিসহ ৭ মামলার আসামী।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে পৌর শহরের বর্ধনকুঠী (খানাবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক, বিষ্ফোরক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ৭ টি মামলা রয়েছে। তাকে ধরতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে থানায় মাদক, বিষ্ফোরক, চাঁদাবাজিসহ সাত মামলার আসামী। আজ রবিবার দুপুরে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ভোরের আকাশ/এসএইচ
১৩ জুলাই ২০২৫ ০৩:৫৭ পিএম
সড়কে পড়ে ছিল ছাত্রলীগ নেতার মরদেহ
ময়মনসিংহে রুহুল আমিন আকাশ নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার মরদেহ পাওয়া গেছে। মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর শান্তিনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।রুহুল আমিন আকাশ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামের হাফেজ মোহাম্মদ নওয়াব আলী ছেলে। তিনি একই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আকাশকে সড়কে অচেতন অবস্থায় দেখতে পান পথচারীরা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, দেড় মাস আগে বিয়ে করেন আকাশ। তিনি স্থানীয় দারুল আরকাম মাদরাসায় শিক্ষকতা করতেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সোমবার সকালে অচেতন অবস্থায় সড়কে তাকে পড়ে থাকতে দেখা যায়। এসময় তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে আকাশকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানা যায়নি।হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, মরদেহ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করে বলা সম্ভব না।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, রোববার (১৫ জুন) শহরে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন রুহুল আমিন আকাশ। সকালে শান্তিনগর এলাকায় একা একা হাঁটতে বের হন তিনি। পরে সেখানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান পথচারীরা।এক প্রশ্নের জবাবে ওসি বলেন, শরীরে আঘাতের চিহ্ন নেই। হাঁটতে গিয়ে মাথা ঘুরে সড়কে পড়ে কিছুটা রক্তাক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, আকাশ নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা মারা গেছেন বলে জানতে পেরেছি। তার নামে মামলা ছিল কি-না এই মুহূর্তে মনে নেই। খোঁজখবর নেওয়ার চেষ্টা চলছে।ভোরের আকাশ/জাআ