চিতলমারীতে ৪৮ ঘন্টা সকাল-সন্ধ্যা হরতাল চলছে
‘‘সিইসি জানে না, বাগেরহাট চেনে না, বাগেরহাটে ৪টি আসন, ফিরে দাও, দিতে হবে’’- "এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলায় মহাসড়ক অবরোধ করে তৃতীয় দিনের মতো ৪৮ ঘন্টা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।বুধবার (১০ সেপ্টেম্বর ) ঢাকা-চিতলমারী মহাসড়ক অবরোধ করেন সর্বদলীয় নেতা-কর্মীরা।তাদের দাবি, জেলার চারটি সংসদীয় আসন পূর্ণবহাল রাখতে হবে।তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।এদিকে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা মো. গাজী সোয়েব হোসেন বলেন, ১৯৭১ সালে পর হতে এমন হরতাল আগে কখনো দেখিনি।সর্বদলীয় নেতা-কর্মীরা তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য চিতলমারী নির্বাচন অফিস, উপজেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সকল সড়ক যোগাযোগ ও দোকান পাট বন্ধ করে দেয়।তারা অবিরাম স্লোগান দিতে থাকে।সিইসি জানে না, বাগেরহাট চেনে না, বাগেরহাটে ৪টি আসন ফিরে দাও, দিতে হবে।এদিন উপজেলার বাজারে প্রায় শতাধিক মৎস্য আড়ৎসহ দোকানপাট বন্ধ ছিল।এর আগে হরতাল ও অবরোধের আহ্বান জানিয়ে মঙ্গলবার এলাকায় মাইকিং ও সর্বদলীয় বিক্ষোভ মিছিল হয়েছিল।বুধবার মহাসড়ক অবরোধকালে বক্তব্য রাখেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, উপজেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মনিরুজ্জামান, সেক্রেটারী মো. জাহিদুর রহমান নান্না, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার কাজী আবুল কালাম, সেক্রেটারী মাওলানা শাহাদাৎ হোসেন।আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো. ফজলুল হক শেখ, উপজেলা সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, উপজেলা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা মো. সোয়েব হোসেন গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিপন মুন্সি, বিএনপি নেতা মো. রাজু আহমেদ মুন্সি, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো. নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, উপজেলা যুব ইসলামি আন্দোলনে সভাপতি ডা. শেখ নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান প্রমূখ।এ সময় বক্তারা বলেন, বিগত দিনের মতোই বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখার জোর দাবি জানাচ্ছি।এই দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।ভোরের আকাশ/জাআ