কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে চারা বিতরণ
গাজীপুরের কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৩ আগস্ট বুধবার বিকালে উপজেলা সদরের মডিউল কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিক ভাবে মহিলা গ্রাহকদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়।ইসলামী ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপক এভিপি মুহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।ইসলামী ব্যাংক আয়োজিত বিভিন্ন জাতের আম চারা বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা আক্তার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর নায়েবে আমির মাওলানা শেফাউল হক, ম্যানেজার অপারেশন মোহাম্মদ তাইজ উদ্দিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, ব্যাংকার ফরিদ উদ্দিন, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল কাইয়ুম প্রমুখ।ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কাপাসিয়া শাখার মহিলা গ্রাহকদের মাঝে পর্যায়ক্রমে ১ হাজার ২'শ ৫০টি বিভিন্ন জাতের আম চারা বিতরণ করা হয়।ভোরের আকাশ/জাআ
১৩ আগস্ট ২০২৫ ০৬:০৬ পিএম
চরফ্যাশনে বৃক্ষরোপণ কর্মসূচি: ১ শ পরিবারের মাঝে চারা বিতরণ
বেসরকারি সংস্থা সুশীলনের উদ্যোগে এবং উপকূলবন্ধুর সৌজন্যে ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একশত পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুশীলনের প্রকল্প সমন্বয়কারী রেখা ইয়াসমিন, উপজেলা সমন্বয়কারী জগন্নাথ রায়, বুলবুল আহমেদ, জাহাঙ্গীর আলম, জোছনা বালা। এছাড়া সুশীলন চরফ্যাশন টিমের মাঠ পর্যায়ের কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আয়োজকরা জানিয়েছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীকে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।বিতরণকৃত চারার মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ছিল। এই কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া ফেলেছে।সুবিধাভোগী পরিবারগুলো গাছের চারা পেয়ে আনন্দ প্রকাশ করেছে এবং সেগুলো রোপণ ও পরিচর্যার প্রতিশ্রুতি দিয়েছে।সুশীলন এবং উপকূলবন্ধুর এই যৌথ উদ্যোগটি চরফ্যাশন এলাকায় সবুজায়ন বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।ভোরের আকাশ/জাআ
০৭ আগস্ট ২০২৫ ০৯:২২ পিএম
টাঙ্গাইলে স্কুল-কলেজে বিনামূল্যে চারা বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের পূর্ব দেলধা প্রাথমিক বিদ্যালয় ও গোপাল কেউটিল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ জুলাই) ইউনিয়নের স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।এ সময় কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন মাহমুদ, যুবদল নেতা হাবিবুর রহমান, মহিলাদল নেত্রী শাহনাজ পারভীন, সোনিয়া হামজা, নাসরিন আজাদ, রওশনারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
১৫ জুলাই ২০২৫ ০৫:৪১ পিএম
সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বিনামূল্যে চারা বিতরণ
পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের বহুলী মাকোরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাকোরকোল হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ইউনিয়নের স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রমিকদলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির। আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া, বহুলী মাকোরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহির উদ্দীন, মাকোরকোল হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জব্বার হোসেন, সদর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, অত্র ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।ভোরের আকাশ/জাআ
০৩ জুলাই ২০২৫ ০৬:০৬ পিএম
শিবচরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
মাদারীপুরের শিবচরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১টি করে কাঁঠাল, বেল, নিম ও জাম গাছের চারা বিতরণ করা হয়।মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব শিকদারের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদবরেরচর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: সোহাগ মিয়া, সহকারী প্রধান শিক্ষক আওলাদ হোসেন, সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলামসহ শিক্ষক -শিক্ষার্থীরা।গাছের চারা পেয়ে বেশ উচ্ছ্বাসিত শিশু শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম, সাকিল রিয়া, ফাহমিদা, তারিন ও স্মৃতি বলেন, গাছের চারা পেয়ে আমরা খুব খুশি। বাড়িতে গিয়ে চারাগুলো লাগাব। এতে করে আমরা ছায়া ও অক্সিজেন পাব। ফল হলে সেগুলো আমরা খেতে পারব।অনুষ্ঠানে পরিবেশবান্ধব চাষাবাদ এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ছাত্র ছাত্রীদের মধ্যে ফলদ ও ঔষধি বৃক্ষের উপকারিতা তুলে ধরেন মাদবরেরচর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: সোহাগ মিয়া।অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।ভোরের আকাশ/জাআ
০১ জুলাই ২০২৫ ০২:২৬ পিএম
চিতলমারীতে কৃষকের মাঝে বীজ সার ও নারিকেল চারা বিতরণ
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বাগেরহাটের চিতলমারী উপজেলার ২০২৪-২৫ অর্থ বছরে রোপা আমন এর উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পূর্নবাসন প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে সহায়তায় জন্য বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।সোমবার (৩০ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ইউএনও তাপস পালের সভাপতিত্বে ৮২৫ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫০০ জন কৃষকের মাঝে ৫টি করে মোট ২৫০০টি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৭০টি নারিকেল গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শর্মী রায়, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, উপজেলা এলজিইডি অফিসে ইন্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলামপ্রমুখ।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ সাংবাদিকদের বলেন, পর্যায়ক্রমে ৫০ জন কৃষকের মাঝে ৫টি করে ২৫০টি আমের চারা, শিক্ষা প্রতিষ্ঠানে ১০০০ জন ছাত্র ছাত্রীর মাঝে ৪টি করে ৪০০০টি নিম, জাম, বেল ও কাঁঠাল, ১২০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন উফসী জাতের কমলি শাক ১০০ গ্রাম, লাউ ১০ গ্রাম, চালকুমড়া ৫ গ্রাম, পুইশাক ১০০ গ্রাম, মিষ্টি কুমড়া ১০ গ্রাম করে বীজ বিতরণ করা হবে।এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাদ্রাসা ও স্কুলের ১৪০টি তাল গাছের চারা বিতরণ করা হবে।ভোরের আকাশ/জাআ
৩০ জুন ২০২৫ ০২:০৪ পিএম
সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের চারা বিতরণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ জুন) বিকেলে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে পৌর সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. শাওন হোসাইন।এসময় আরও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যাপক মোস্তাফিজার রহমান, গাইবান্ধা সরকারি কলেজ শিবিরের সভাপতি শাকিল আহমেদ, সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি সোহান ইসলাম, পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহ সুলতান শাহিন সরকার, আদর্শ উপজেলা শাখার সেক্রেটারি সাজ্জাদ হোসাইন এবং পৌর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান নূর প্রমুখ।বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে কলেজ মাঠে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।প্রধান অতিথি ফেরদৌস সরকার রুম্মান বলেন, ‘প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মকে বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে এখন থেকেই আমাদের সচেতন হতে হবে। ইসলামী ছাত্রশিবির ছাত্রসমাজের প্রিয় কাফেলা হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শুধু শারীরিক ও মানসিক উৎকর্ষেই নয়, পরিবেশ রক্ষার ক্ষেত্রেও সংগঠনটি সচেতন ভূমিকা রেখে চলেছে।আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ