গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের ২ মূলহোতা গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমকার্ড, মোবাইল ফোন, ও প্রযুক্তি ডিভাইসসহ হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ও সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এ অভিযানের নেতৃত্বে দেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকার জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং একই এলাকার মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮)।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল হ্যাকিং, প্রতারণা ও অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত ছিল। আটককৃত হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/জাআ
২২ জুলাই ২০২৫ ১১:১৩ এএম
গোবিন্দগঞ্জে গাঁজা বহনকারী মাদক কারবারি গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ রিপন সরকার (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার হাসপাতাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রিপন সরকার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়নপুর সরকারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার হাসপাতাল মোড় এলাকায় বগুড়ামুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল কুকুরের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে ব্যাগে থাকা গাঁজা মহাসড়কের ওপর ছাড়িয়ে ছিটিয়ে যায়। পরে স্থানীয়রা গাঁজা বহণকারী রিপনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রিপন সরকারকে গ্রেপ্তার করে। এসময় ৬ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রিপন সরকার স্বীকার করেছে এসব গাঁজা সে ৩০ হাজার টাকার বিনিময়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছিল। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীকে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে জানান তিনি।ভোরের আকাশ/জাআ
১৪ জুলাই ২০২৫ ০৯:৩৫ পিএম
গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে বিস্ফোরক-মাদক ও চাঁদাবাজিসহ ৭ মামলার আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এইচএম মহোতাসিম ফুয়াদ হৃদয়কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মহোতাসিম ফুয়াদ হৃদয় গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠী (খানাবাড়ি) এলাকার মাহাবুবার রহমানের ছেলে। হৃদয় মাদক, বিষ্ফোরক, চাঁদাবাজিসহ ৭ মামলার আসামী।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে পৌর শহরের বর্ধনকুঠী (খানাবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক, বিষ্ফোরক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ৭ টি মামলা রয়েছে। তাকে ধরতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে থানায় মাদক, বিষ্ফোরক, চাঁদাবাজিসহ সাত মামলার আসামী। আজ রবিবার দুপুরে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ভোরের আকাশ/এসএইচ
১৩ জুলাই ২০২৫ ০৩:৫৭ পিএম
গোবিন্দগঞ্জে অটোরিকশা-ভ্যান চোরচক্রের ২ হোতা গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অটোরিকশাও ভ্যান চোর চক্রের ২ হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। এর আগে দীর্ঘ দিন ধরে চেষ্টা চালানোর পর মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনারপাড়া গ্রামের বাসিন্দা মৃত আয়েন উদ্দিনের ছেলে এবায়দুল ইসলাম (৩৫) ও একই এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মো.শাকিল (২৭)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে এসআই সেলিম রেজা ও এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের পুরাতন গোবিন্দগঞ্জ এলাকার সাব-রেজিস্ট্রি অফিস পাড়ায় অভিযান চালায়। এ সময় অটোরিকশা ও ভ্যান চোর চক্রের এবায়দুল ইসলাম ও শাকিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এই চক্রটি দীর্ঘদিন থেকে গোবিন্দগঞ্জ শহরসহ উপজেলার সর্বত্র ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান চুরি করে আসছিল।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরু করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (২১ জুন) বিকালে একটি মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পশ্চিম চার মাথায় সমাবেশে করে।এতে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান ও উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন। উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, বিশেষ অতিথি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, গোবিন্দগঞ্জবাসীর প্রাণের দাবী রংপুর ইপিজেড। ইপিজেড স্থাপনে প্রশাসনিক সকল প্রকার কাজ সম্পন্ন হলেও একটি স্বার্থান্বেষী মহলের কারণে আজও ইপিজেডের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি।বক্তারা আরও বলেন, ইপিজেড বাস্তবায়ন হলে দুই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। সেই সাথে উপজেলার অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত প্রসারিত হবে। কেউ যদি ইপিজেড নির্মাণে অবৈধ বাঁধা সৃষ্টি করে তাহলে গোবিন্দগঞ্জবাসী তা প্রতিহত করবে।বক্তারা অবিলম্বে গোবিন্দগঞ্জে ইপিজেডের নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবি জানান।ভোররে আকাশ/এসএইচ
২১ জুন ২০২৫ ০৭:১৩ পিএম
গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুল খালেক মিয়া (৩৫) নামের এক পান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার নাকাইহাট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।নিহত আব্দুল খালেক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পানের ব্যবসা করছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দিকে আব্দুল খালেক মিয়ার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। তারা এসে লাশটি উদ্ধার করেছে।স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে খালেক তার দোকান থেকে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। আজ সকালেই নাকাইহাট বন্দরের পাশে তার গলাকাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। তাকে কে বা কারা হত্যা করে ওই স্থানে লাশ রেখে গেছে। এই হত্যাকান্ডের বিচার দাবি করছে পরিবারটি।গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।ভোরের আকাশ/এসএইচ