পিরোজপুরের কাউখালীতে ইভটিজিং করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।জানা গেছে, এক ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপজেলার মহিলা কলেজের সামনে ঘটনাস্থলে উপস্থিত হইলে স্থানীয় জনগণ ওই বখাটে যুবককে হাতেনাতে ধরে ফেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে বখাটে যুবককে ইভটিজিং করার অপরাধে ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল মোল্লা। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মোশারফ ডাকুয়ার ছেলে নীলু ডাকুয়া (৪৫)। উল্লেখ্য ওই নারীকে প্রায় সময় বখাটে নীলু ডাকুয়া চলার পথে বিভিন্ন সময় কুপ্রস্তাব সহ ইভটিজিং করত। মহিলা বিভিন্ন স্থানে ধরনা দিয়ে কোন বিচার না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেন।কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান,আসামিকে পিরোজপুরে জেলে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
১১ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৬ পিএম
অনুমোদনহীন ভেষজ ওষুধ বিক্রি ও ভুয়া চিকিৎসা প্রদানের অভিযোগে ৫ জনের কারাদণ্ড
পিরোজপুর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় চাইনিজ পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান টিয়েন্সে অনুমোদনবিহীন ভেষজ ওষুধ ও অবৈধ পণ্য বিক্রি এবং সার্টিফিকেটবিহীন চিকিৎসা প্রদানের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমিন এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—ওসমান গনি (৩০), সাতক্ষীরার শ্যামনগর এলাকার বাবুর আলী মোড়লের পুত্র, রুমান হোসেন (২১), খুলনার নিরালা এলাকার বাবুল হোসেনের পুত্র, ওয়ালিদ (২৩), খুলনার দাকোপ এলাকার আলী হাসানের পুত্র, ওয়াহিদুল ইসলাম (৪২), পিরোজপুরের পাড়েরহাট এলাকার নবাব চাঁন হাওলাদারের পুত্র, ফারুক সেখ (৬৭), পিরোজপুরের কুমারখালী এলাকার আ. লতিফ সেখের পুত্র।ডিবি পুলিশের এএসআই মো. খায়রুল হাসান জানান, ডিবি পুলিশের একটি দল কাপুড়িয়াপট্টি এলাকার ব্র্যাক ব্যাংকের পঞ্চম তলায় টিয়েন্সে’র অফিসে অভিযান চালায়। এসময় একজন ফিজিওথেরাপিস্ট পরিচয়ে ভুয়া চিকিৎসা দিতে থাকা অবস্থায় হাতেনাতে ধরা হয়। প্রতিষ্ঠানটি গত ৩-৪ মাস ধরে টিম ওয়াকিং সিস্টেমের মাধ্যমে ডিরেক্ট সেলিং মার্কেটিংয়ের আড়ালে অনুমোদনবিহীন ভেষজ ওষুধ ও বিভিন্ন প্রোডাক্ট সরবরাহ করে আসছিল। তারা ফিজিওথেরাপি ও চিকিৎসার নামে সাধারণ রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।এ প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমিন বলেন, “অবৈধভাবে অনুমোদনহীন ভেষজ ওষুধ ও পণ্য বিক্রি এবং সার্টিফিকেটবিহীন চিকিৎসা প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।” ভোরের আকাশ/হ.র
০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫১ পিএম
কসবায় ছাত্রীকে ইভটিজিং, অটো চালকের ১ বছর কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইভটিজিংয়ের দায়ে দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। দুলাল মিয়া পেশায় অটোরিকশা চালক।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সে অটোরিকশা চালানোর সময় এক কিন্ডারগার্টেন পড়ুয়া ৩য় শ্রেণির শিক্ষার্থীর সাথে অশালীন আচরণ করে এবং তার শরীর স্পর্শ করার চেষ্টা করেন। এসময় শিক্ষার্থীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে দুলাল মিয়াকে আটক করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুলাল মিয়াকে কারাদণ্ড প্রদান করেন।উল্লেখ্য, এর আগে একই অপরাধে দুলাল মিয়াকে অর্থদণ্ড প্রদান করা হয়েছিল।ভোরের আকাশ/তা.কা
০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫২ পিএম
যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে কারাদণ্ড-ভিসা বাতিল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৫ আগস্ট একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে জাতীয় পতাকা পোড়ানোকে দণ্ডনীয় কর্মকাণ্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। আদেশ অনুযায়ী, পতাকা পোড়ানো ব্যক্তিকে ১ বছরের জেল এবং কোনো আগাম মুক্তি নেই। এছাড়া, বিদেশি নাগরিকরা এ ধরনের কর্মকাণ্ড করলে তাদের ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে।যদিও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ১৯৮৯ সালে রায় দিয়ে পতাকা পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে সুরক্ষিত ঘোষণা করেছে, ট্রাম্প প্রশাসনের যুক্তি, পতাকা পোড়ানো তাৎক্ষণিকভাবে আইনবিরোধী কার্যক্রম উসকে দিতে পারে এবং বিদেশি নাগরিকরা এভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভয় দেখাতে চেষ্টা করছেন।নির্বাহী আদেশে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নির্দেশ দেওয়া হয়েছে, পতাকা পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সম্ভাব্য সর্বোচ্চ মাত্রায় ব্যবস্থা নেওয়ার জন্য। তবে এখন পর্যন্ত এই অভিযোগের পক্ষে কোনো তথ্য বা প্রমাণ প্রকাশ করা হয়নি।পুতিন-পেজেশকিয়ান ফোনালাপ, আলোচনা হলো যেসব বিষয় নিয়েপুতিন-পেজেশকিয়ান ফোনালাপ, আলোচনা হলো যেসব বিষয় নিয়েসমালোচনা মতপ্রকাশের স্বাধীনতার জন্য কাজ করা সংগঠনগুলো আদেশকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে। ফায়ার সংগঠন বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টের উদ্যোগ সংবিধানের প্রথম সংশোধনীকে প্রভাবিত করার চেষ্টা, যা নাগরিক স্বাধীনতার মূলভিত্তিকে আঘাত করেছে।ভোরের আকাশ/তা.কা
২৬ আগস্ট ২০২৫ ০৪:১৪ পিএম
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাব্বির হোসেনকে হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ওয়াজ আলী, মো. কুন্নু, মো. হামিদ, মো. আরশেদ আলী, মো. আব্দুস সামাদ, মো. ইদ্রিস আলী ও মো. সেলিম রেজা। তারা সবাই শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের বাসিন্দা।অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. গোলাম সরওয়ার খান জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে ৭ জনকে যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে । এছাড়া আরও ৮ জন আসামিকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।মামলার এজাহারে বলা হয়, বাদী ওসমান গণীর সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধের জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দলবদ্ধ হয়ে তার পরিবারের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তার ছেলে ছাব্বির হোসেনকে গুরুতর জখম করা হয়। পরে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।ভোরের আকাশ/মো.আ.
২৪ আগস্ট ২০২৫ ০২:৩৯ পিএম
কটিয়াদীতে মাদক কারবারির কারাদণ্ড ও জরিমানা
কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. আনোয়ার হোসেন (৪৭) নামের এক মাদক কারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৯ আগস্ট) কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।দণ্ডিত মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন কটিয়াদী উপজেলার আচমিতা পূর্বপাড়ার মৃত সুরুজ মিয়ার ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়।এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম তালুকদার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নিকট প্রসিকিউশন দায়ের করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।ভোরের আকাশ/মো.আ.
২০ আগস্ট ২০২৫ ১০:৪৯ এএম
কক্সবাজারে মার্কিন নারীর শ্লীলতাহানি, যুবকের ৭ বছরের কারাদণ্ড
কক্সবাজারে মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম নামের এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম জিল্লুর রহমানের আদালতে এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার।সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল একজন মার্কিন নাগরিক। স্বামীর চাকুরি সূত্রে তিনি কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকার শাহীন টাওয়ারে বসবাস করেন।মামলার নথির বরাতে আইনজীবী তাওহীদুল আনোয়ার বলেন, মঙ্গলবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রায় ঘোষণা করেন। এতে আসামীর বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান, গত ১০ মার্চ সকালে মার্কিন নারী নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেল অপর এক নারী সঙ্গীকে নিয়ে প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমনে বের হন। শহরের সার্কিট হাউজ এলাকায় পৌঁছলে তারিকুল ইসলাম নামের এক যুবক তাকে জাপটে ধরে শ্লীলতাহানি সংঘটিত করেন। পরে এই ঘটনায় ওইদিন ভূক্তভোগী নারী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।তাওহীদুল আনোয়ার আরও বলেন, মামলা দায়ের হওয়ার দুইদিন পর গত ১২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ১৮ মার্চ আদালত চার্জ গঠন করেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ থেকে আদালত বিচারকাজ শুরু করেন এবং ১৯ শে আগষ্ট রায় ঘোষণা করেন।ভোরের আকাশ/এসএইচ
১৯ আগস্ট ২০২৫ ১০:১৫ পিএম
ডা. নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
এক যুগেরও বেশি সময় আগে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ও ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।এছাড়া চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।রোববার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মো. রেজাউর করিম এ সাজা ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, হাসান মিজি, সাঈদ ব্যাপারী ওরফে আবু সাঈদ। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সাইদুল, প্যাদা মাসুম, আবুল কালাম ও ফয়সাল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- রফিকুল ইসলাম।ডা. নিতাই ছিলেন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা। ২০১২ সালের ২৩ অগাস্ট রাতে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাসায় খুন হন তিনি।হত্যাকাণ্ডের রাতে দোতলা ওই বাড়িতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের সদস্য ডা. নিতাইয়ের সঙ্গে ছিলেন কেবল তার বৃদ্ধা মা। আর স্ত্রী লাকী চৌধুরী ছিলেন চট্টগ্রামে। হত্যাকাণ্ডের পরদিন নিতাইয়ের বাবা বনানী থানার হত্যা মামলা দায়ের করেন।ভোরের আকাশ/মো.আ.
১৭ আগস্ট ২০২৫ ০১:৪৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় নারী মাদক ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড
সরাইলে সুমী বেগম নামে এক নারী মাদক কারবারিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।দণ্ডপ্রাপ্ত সুমী বেগম উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীর পাড়ার আজিজ মিয়ার স্ত্রী। আদালত সূত্র ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন সুমী। তার স্বামীও এ ব্যবসার সাথে সম্পৃক্ত। মঙ্গলবার রাতে কালিকচ্ছ এলাকায় মাদক বিক্রয় সময় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনসহ এলাকাবাসী সুমী বেগমকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তিনি মাদক বিক্রির কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ রায় দেন।এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন জানান, ওই নারী তার অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভোরের আকাশ/জাআ
১৩ আগস্ট ২০২৫ ০৫:৫৯ পিএম
ভারতে ২৮ বাংলাদেশির দুই বছরের কারাদণ্ড
ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৮ বাংলাদেশিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।বৃহস্পতিবার (১৭ জুলাই) তামিলনাড়ুর তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-২ এই রায় ঘোষণা করেন। সাজার পাশাপাশি এই ২৮ বাংলাদেশির সবাইকে ১০ হাজার রুপি করে আর্থিক জরিমানাও করা হয়। কারাভোগ শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেয় আদালত।তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের খোঁজে গত ১২ জানুয়ারি আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল সংস্থার হোস্টেলে অভিযান চালায় পাল্লাদাম পুলিশ। সেখান থেকে ২৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তারা কেউই ভারতে প্রবেশের বৈধ নথি দেখাতে পারেনি।পরবর্তীতে সবাই স্বীকার করেন অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছেন। তদন্তে পুলিশ জানতে পারে, বিভিন্ন সময়ে এসব বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে বৈধ কাগজপত্র ও অনুমতি ছাড়াই ৬ মাস থেকে ১০ বছর ধরে দেশটিতে বসবাস করছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে থানায় নেয় পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে ১৪-ফরেনারস আইনের ৩(২)(সি) ধারায় মামলা দায়ের করা হয়।ভোরের আকাশ/এসএইচ
২০ জুলাই ২০২৫ ১১:৫৫ এএম
ব্রাজিল কোচ আনচেলত্তিকে এক বছরের দণ্ড
কর ফাঁকির মামলায় ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। পাশাপাশি তাকে প্রায় ৩ লাখ ৮৬ হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সাড়ে আট কোটি টাকার বেশি জরিমানাও গুণতে হবে।মামলার বিবরণীতে বলা হয়, আনচেলত্তি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে নিজের আয় থেকে প্রায় ১০ লাখ ইউরো কর ফাঁকি দেন।তবে, এই দণ্ড কার্যকর হলেও তাকে জেলে যেতে হবে না। স্পেনের প্রচলিত আইনে এক বছরের কম সাজার ক্ষেত্রে এবং যদি ব্যক্তি আগে অপরাধ না করে থাকেন, তবে তা স্থগিত রাখা যায়।আদালতে আনচেলত্তি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে তিনি প্রতারণা করেননি। বরং আর্থিক বিষয়গুলো তার আর্থিক পরামর্শকদের ওপর নির্ভর করে পরিচালিত হচ্ছিল। তিনি বলেন, রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে যে বেতন প্রস্তাব পেয়েছিলেন, তা 'নেট' হিসেবে বিবেচনা করেছিলেন এবং কর কাঠামো নিয়ে আলাদা করে চিন্তা করেননি।এর আগে, আদালতে আনচেলত্তির আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালান। তবে প্রসিকিউশন তার জন্য প্রায় পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার দাবি জানায়।বর্তমানে ৬৬ বছর বয়সী আনচেলত্তি ২০২1 সালের ডিসেম্বরে পুরোনো করের সব পাওনা পরিশোধ করে দেন। গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর তিনি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান। ভোরের আকাশ/হ.র