গাজীপুরের শ্রীপুরে ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার সুতিয়া নদীর ওপর ত্রিমোহিনী ব্রীজে এ ঘটনা ঘটে।টঙ্গী ও কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর দুইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে।আত্মহত্যাকারী লামিয়া (১৭) গফরগাঁওয়ের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের ২য় বর্ষের ছাত্রী এবং নান্দিয়া সাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা।প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন, আমি নদীতে মাছ ধরতে ছিলাম। হঠাৎ নদীতে একটি শব্দ শুনতে পাই, প্রথমে মনে হইছিল কেউ ময়লার বস্তা ফেলেছে। পরে দেখি নদীতে দুইটি হাত দেখা যায়। আমি সাতরে তার কাছে যেতে যেতে পানিতে ডুবে যায়।শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, ৯৯৯ এ খবর পেয়ে শ্রপুর ফায়ার সার্ভিস ও টঙ্গী ডুবরীদল আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করি। নদীতে স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। স্বজনদের কাছে জানতে পেরেছি সকাল ১০ টার দিকে নান্দয়া সাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা কলেজ ছাত্রী লামিয়া ব্রীজ থেকে নদীতে ঝাঁপ দেয়। কি করণে আত্মহত্যা করলো, কেউ বলতে পারছে না। লাশ না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে।ভোরের আকাশ/জাআ