সিরাজগঞ্জে ৬ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু, নতুন কর্মসূচি ঘোষণা
প্রায় ৬ ঘন্টা পর সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দাবিতে উল্লাপাড়ায় রেলপথ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (১৩ আগস্ট) ২টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেট ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।আগামীকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টা থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও রেলপথ সকাল-সন্ধ্যা অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়েছে।শিক্ষার্থীদের রেলপথ ব্লকেডে সকাল ৯টা থেকে টানা ৬ ঘণ্টা অবরোধে কারণে উভয়প্রান্তে ৮টি ট্রেন আটকা পড়ে। এগুলো হলো, ঈশ্বরদীতে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস, ভাঙুড়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস, শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন।শিক্ষার্থীরা বলেন, দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি না মানলে কর্মসূচি চলবে উল্লেখ করে তারা বলেন, এর জন্য জনগণের যে ভোগান্তি হবে তার দায়ভার সরকারকেই নিতে হবে।ভোরের আকাশ/জাআ