এইচএসসি পরীক্ষা উপলক্ষে জেলা প্রশাসনের বিশেষ নিষেধাজ্ঞা
এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ২৬ জুন থেকে ১২ আগস্ট ২০২৫ পর্যন্ত মানিকগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ সময় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা বলবৎ থাকবে।মঙ্গলবার (২৪ জুন) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করা হয়। বুধবার (২৫ জুন) রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের ফেসবুকে নির্দেশনাটি পোস্ট করা হয়।জানা গেছে, মানিকগঞ্জ জেলার সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ, খানবাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজ ও উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ইসলামিয়া কামিল মাদ্রাসা—এই ছয়টি কেন্দ্রে ২০২৫ সালের এইচএসসি, ভোকেশনাল, বিএম ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষাকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্র ও ভেন্যুর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাইক ও যেকোনো ধরনের শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, আশপাশ এলাকার বাজার ও লোকালয়ে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে ফটোকপি মেশিন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রঘেঁষা এলাকায় পাঁচজন বা ততোধিক মানুষের জমায়েত, মিছিল, সভা কিংবা লাঠিসহ কোনো ধরনের অস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।তবে এই আদেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরীক্ষায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নকলমুক্ত, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সকলের সহযোগিতা কামনা করে বলেছে, “এই বিধিনিষেধ শুধু পরীক্ষাকালীন সময়ে প্রযোজ্য থাকবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।”ভোরের আকাশ//হ.র
২৬ জুন ২০২৫ ০১:০০ এএম
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে কমেছে এইচএসসি পরীক্ষার্থী, বেড়েছে কলেজ
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে। এদিন সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে পরীক্ষা, যা চলবে আগামী ১০ আগস্ট রোববার পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। তবে এবারের পরীক্ষায় গতবারের চেয়ে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। কিন্তু সংখ্যা বেড়েছে কলেজের।চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় চট্টগ্রামে ৩০৭টি কলেজ থেকে মোট ১ লাখ ২ হাজার ৮৬৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অথচ গত বছর কলেজের সংখ্যা ছিল ২৮৭টি এবং পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬ হাজার ৩৪ জন।এবছর পরীক্ষার্থীর সংখ্যা মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ৭১ হাজার ৫২৩ জন। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৮৩৯ জন এবং ছাত্রী ৩৯ হাজার ৬৮৪ জন। এর মধ্যে শুধু মহানগরে পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৫৮৪ জন।এছাড়া কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৫ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৭২২ ও ছাত্রী ৭ হাজার ২৮৪। রাঙামাটিতে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫৫৪ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৪১৬ এবং ছাত্রী ৩ হাজার ১৩৮ জন। খাগড়াছড়িতে পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৮২ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৩০৬ ও ছাত্রী ৩ হাজার ৭৭৬ জন। বান্দরবানে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮৭১ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৮৫৬ এবং ছাত্রী ২ হাজার ১৫। মোট ১১৫টি কেন্দ্রে এসব শিক্ষার্থী পরীক্ষা দেবেন।তবে শেষ মুহূর্তে পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে ২২ জুন রোববার দুপুরে একদল শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় পরীক্ষা পেছাতে তারা বিভিন্ন স্লোগায় দেয়।শিক্ষাবোর্ড জানায়, পরীক্ষা সুষ্ঠু, কেন্দ্র নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে সব কোচিং সেন্টার ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে।এদিকে পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড। এছাড়া চট্টগ্রাম নগরের সকল পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পরীক্ষা চলাকালীন সময়ে এ আদেশ কার্যকর থাকবে। নকল প্রতিরোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী ভোরের আকাশকে বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার ১১৫টি কেন্দ্রে ৩০৭টি কলেজের ১ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৪০টি পরিদর্শক টিম গঠন করা হয়েছে। এছাড়া সাধারণ পরিদর্শক দল ৩০টি ও বিশেষ পরিদর্শক দল ১০টি গঠন করা হয়েছে।তিনি আরো বলেন, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হবে। ওএমআর শিটে সঠিকভাবে তথ্য পূরণ এবং বৃত্ত রঙ করতে হবে। উত্তরপত্র ভাঁজ করা যাবে না। বহুনির্বাচনি ও সৃজনশীল অংশের মাঝে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার হলে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। কেবল সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।ভোরের আকাশ/জাআ