দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ বনশ্রী এলাকার ডি ব্লকে এলো আরো বড় পরিসরে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন' (Shwapno)-এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, রিজিওনাল হেড অব (অপারেশনস) আশরাফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার অব (অপারেশনস) কামরুজ্জামান স্বাধীনসহ অনেকে।স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির নতুন এই আউটলেট নিয়ে বলেন, গ্রাহকদের সুবিধার্থে স্বপ্ন এখন প্রায় দেশজুড়ে। বনশ্রী এলাকায় অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক বড় আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।স্বপ্নের পরিচালক (অপারেশনস) আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।এটি স্বপ্ন'র ৭৩৩তম আউটলেট। নতুন আউটলেটের ঠিকানা এবং যোগাযোগের নাম্বার- ১৪/ক. ট্রপিক্যাল হোমস, মেইন রোড, ব্লক ডি, বনশ্রী, ঢাকা। যোগাযোগ- ০১৯০৬-৮৯৭৫৫৫।ভোরের আকাশ/এসএইচ
টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে৷ বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ। প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ।টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মালেক আদনান।টাঙ্গাইল প্রেসক্লাবের প্রায় ৩৭জন সদস্য ও তার পরিবারের অংশগ্রহণে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে খেলা পরিচালনায় সহযোগিতা করছেন সদস্য সচিব মোজাম্মেল হক ও সদস্যবৃন্দ হলেন অরণ্য ইমতিয়াজ, খন্দকার মাসুদুল আলম, মাসুম ফেরদৌস, আব্দুল্লাহ আল নোমান, রুমি আক্তার পলি ও মো. রওশন আলী।টাঙ্গাইল প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ইভেন্ট হলো সদস্যদের জন্য দাবা, ক্যারাম, টেবিল টেনিস, অকশন ব্রীজ, কলব্রীজ ও ব্রে এবং সদস্যর পরিবারের জন্য লুডু, ক্যারাম ও বাঘাডুলি।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইদিন ব্যাপী উপজেলা পর্যায়ে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার রিয়াজুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, আয়রন জয়কুল মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নান্না মিয়া, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হোসেন মনির মোল্লা, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও দাবা প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক ও কারিগরি শাখার ৩১টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।ভোরের আকাশ/জাআ
২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৩ পিএম
জুলাই অভ্যুত্থান কেবল আন্দোলন নয়, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণ-অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন পথের দিশা দিয়েছে বলে মন্তব্য করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ম্যুরালে অঙ্কিত হয়েছে গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাইয় গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণরা সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে।তিনি বলেন, আমাদের দায়িত্ব হবে তাদের এ ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং একইসাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে তিনি সকলকে আহ্বান জানান।জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তের ম্যুরাল চত্বরে জুলাই বিপ্লবের বীরত্ব ও আত্মত্যাগকে মূল উপজীব্য করে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর নির্দেশনা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী-এর পরামর্শ অনুযায়ী গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এজন্য তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং গ্রাফিতি অঙ্কন শিল্পিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহাসিনা বেগম, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ।ভোরের আকাশ/এসএইচ
পিরোজপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড চৌরাস্তা সংলগ্ন দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পরিবেশকে নতুন রূপ দিয়েছে জেলা প্রশাসনের উদ্যোগ ও স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুর।একসময় এ স্থানটি ভ্রাম্যমাণ দোকানপাট ও অটোরিকশার কারণে সৌন্দর্যহীন ও বিশৃঙ্খল ছিল। বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের নজরে আসলে তিনি পজেটিভ পিরোজপুর টিমের সঙ্গে আলোচনা করেন। পরিকল্পনা করা হয়, যেহেতু এখান দিয়ে খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলার মানুষ যাতায়াত করে—তাদের সামনে একটি পরিকল্পিত ও সুন্দর শহরের চিত্র তুলে ধরতে হবে।এরই ধারাবাহিকতায় পজেটিভ পিরোজপুরের স্বেচ্ছাসেবকরা নিজেদের উদ্যোগে ও বিনা পারিশ্রমিকে হার্ট আকৃতির দুটি রাউন্ডশেপ স্থাপন করে, যার মাঝখানে সবুজ গাছ রোপণ করা হয়। এর নামকরণ করা হয় “হার্ট পয়েন্ট”।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে দুটি নাগাচুয়া গাছ রোপণের মধ্য দিয়ে “হার্ট পয়েন্ট”-এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।এসময় পজেটিভ পিরোজপুরের সকল স্বেচ্ছাসেবক ছাড়াও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমতসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।স্থানীয়রা জানিয়েছেন, গত ২৫ বছরে অবহেলিত এ পৌরসভায় দৃশ্যমান কোনো সৌন্দর্য বর্ধনের কাজ হয়নি। জেলা প্রশাসকের এ উদ্যোগকে তারা অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে তার দীর্ঘায়ু কামনা করেছেন।ভোরের আকাশ/জাআ
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৮ পিএম
গাইবান্ধায় নবনির্মিত ৪ তলা বিশিষ্ট নগর স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন
আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় গাইবান্ধা পৌর শহরের সবুজ পাড়ায় ১টি সহ সারা দেশে মোট ৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র ও ৩টি নবনির্মিত মাতৃসদনের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভবনগুলোর অনলাইনে যুক্ত হয়ে ভার্চুয়ারী উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুবক্রীড়া মন্ত্রলয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. উজ্জ্বল চৌধুরী।এছাড়াও জেলা জামায়াতের আমির আব্দুল করিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুনবী টিটুল ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০৭ পিএম
কেকেবিএইউর নতুন ক্যাম্পাসে এ্যাডমিশন জোনের উদ্বোধন
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের গল্লামারীস্থ নতুন ক্যাম্পাসে এ্যাডমিশন জোনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই জোনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের সাথে সাথে মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন ক্যাম্পাসে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ বিশ্ববিদ্যালয়ের সফলতা অর্জনে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। নতুন ক্যাম্পাসে আগমনের ফলে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে ফল সেমিস্টারে ভর্তির ক্ষেত্রে বিগত সময়ের রেকর্ড অতিক্রম করেছে। আমরা আশা করছি, কোয়ালিটি এডুকেশনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় শীঘ্রই সকল মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।নতুন এ্যাডমিশন জোনে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা সর্বোচ্চ সেবা পাবেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে দু’টি হেল্পডেক্স স্থাপন করা হয়েছে এবং শীঘ্রই প্রয়োজনীয় ক্ষেত্রে অটোমেশনসহ অন্যান্য সুবিধা সৃষ্টি করে আরও দৃষ্টিনন্দন করা হবে।এ সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মো. মুঈন উদ্দিন, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদারসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৬ পিএম
ইলেকট্রিক বাইক ডিএক্স নিউ এনার্জি’র নতুন শোরুম উদ্বোধন
টাঙ্গাইলে বিশ্ব সেরা ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক ডিএক্স নিউ এনার্জি’র নতুন শোরুম উদ্বোধন হয়েছে।সোমবার বিকেলে ময়মনসিংহ রোড (এসএসএস ভবনের পশ্চিমপাশে) বিল্লাহ সেন্টারে শো রুমটির উদ্বোধন করা হয়।ফিতা কেটে শোরুমটি উদ্বোধন করেন ডিএক্স নিউ এনার্জি’র হেড অফ বিজনেস হারুন অর রশিদ।উদ্বোধনী অনুষ্ঠানে ডিএক্স নিউ এনার্জি’র চ্যানেল ম্যানেজার রেজাউল করিম, এরিয়া ম্যানেজার মো. নওশাদ খান, মার্কেটিং বিভাগের ম্যানেজার তারিকুল ইসলাম, ডিএক্স নিউ এনার্জি’র প্রোপ্রাইটর মো. ওমর বিল্লাহ খালেদী (পন্নী) টাঙ্গাইল জেলা মটর মালিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম আরিফ, সহ-সভাপতি মোহতাসিন বিল্লাহ, টাঙ্গাইল জেলা ব্যাটারী মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।বিশ্বখ্যাত ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ডের আধুনিক ও পরিবেশবান্ধব ই-স্কুটার ৫ বছর পর্যন্ত ব্র্যান্ড ওয়ারেন্টি সুবিধাসহ আকর্ষণীয় গিফটসহ আপনার পছন্দের ই-স্কুটার পাচ্ছেন টাঙ্গাইলের বিল্লাহ সেন্টার শোরুমে।ভোরের আকাশ/জাআ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৬ পিএম
জিয়ানগরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিয়ানগর উপজেলার বালিপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জনাব মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মাষ্টার হাফিজ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আ. জলিল এবং সিনিয়র সহ-আহবায়ক মো. রিয়াজুল ইসলাম (রিয়াজ বয়াতি)।অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। বিএনপির শক্তি হলো জনগণ। এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে দলে সম্পৃক্ত করে আন্দোলনকে বেগবান করা হবে।তিনি আরো বলেন, আমাদের প্রত্যেককে নতুন উদ্যমে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে।ভোরের আকাশ/জাআ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৯ পিএম
পিরোজপুর পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন
পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক (পুরুষ) ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অথচ তাদের বসবাসের জন্য নির্ধারিত এই ব্যারাক ভবনটি দীর্ঘদিন ধরেই নাজুক অবস্থায় পড়ে ছিল, যা তাদের জন্য কষ্টকর ও অনুপযোগী পরিবেশ সৃষ্টি করেছিল। এ অবস্থায় আমি পুলিশ হেডকোয়ার্টারে সংস্কারের জন্য বরাদ্দ চাই। মহান আল্লাহর রহমতে এবং কর্তৃপক্ষের সদয় বিবেচনায় ২ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায়। সেই বরাদ্দ থেকেই আজ তিনতলা ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে এই পুরনো ভবন ভেঙে এখানে একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। আশা করি, নতুন এই উদ্যোগ পুলিশ সদস্যদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করবে এবং তাদের মনোবল বাড়িয়ে দেবে।”উদ্বোধন শেষে পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম বিশেষ দোয়া পরিচালনা করেন। বসবাসরত পুলিশ সদস্যরা এ সময় সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন মন্ডল, বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. শরিফুল ইসলাম সহ পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।ভোরের আকাশ/জাআ
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:০১ এএম
গাইবান্ধায় ঘাঘট পাড়ের উদ্বোধন হলো মুক্তমঞ্চ মানব বন্ধন
'প্রকৃতির ছোঁয়ায় নগর হোক প্রাণবন্ত, সবুজ পরিবেশে গড়ে উঠুক মানবতার বন্ধন-' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুভ উদ্বোধন হলো ঘাঘট পাড়ের মুক্তমঞ্চ মানব বন্ধন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহামিদুর রহমান দিবস, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হাম আলী, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।উক্ত মুক্তমঞ্চ মানব বন্ধন উদ্বোধন শেষে সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ভোরের আকাশ/জাআ