বিএনপি’র শাসনামলেই ব্যবসায়ীরা ছিলেন সবচেয়ে নিরাপদে: আবু নাসের
দেশে বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় ছিল, তখনই ব্যবসায়ীরা সবচেয়ে বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বলেন, বিএনপি শুধু জনগণের ভোটেই নির্বাচিত হয়নি, বরং দেশের অর্থনীতি সচল রাখতে ব্যবসায়ীদের নানা সুবিধা নিশ্চিত করেছে।শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর বরিশাল নগরীর ল কলেজ সংলগ্ন ‘স্কাই লাইন কনসালটেন্সি’ নামে একটি ইউরোপিয়ান ওয়ার্ক পারমিট ও ভিসা পরিষেবা সংস্থার বরিশাল অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রহমাতুল্লাহ বলেন, “স্বাধীনতার পর দেশ যখন দুর্ভিক্ষ ও চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্বার নেতৃত্বে দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করান। ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে তিনি একটি ব্যবসাবান্ধব সরকার গঠন করেছিলেন।”তিনি আরও বলেন, “তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ব্যবসায়ীদের কল্যাণে অনেক যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন, যার সুফল ব্যবসায়ীরা আজও পাচ্ছেন।”বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামত করে একটি আধুনিক, গণতান্ত্রিক ও ব্যবসাবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এজন্য দেশের ব্যবসায়ী সমাজ ও জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘স্কাই লাইন কনসালটেন্সি’র বরিশাল অফিস প্রধান বিশ্বজিৎ বসু (সুজন)। আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, নগর স্বেচ্ছাসেবক দলের মিলন চৌধুরী, ছাত্রদল ও স্বাধীনতা ফোরামের নেতাকর্মীরা, এবং লঞ্চঘাট ক্ষুদ্র ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক গোলাম রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ।ভোরের আকাশ/জাআ
১৮ জুলাই ২০২৫ ০৬:১৯ পিএম
ফ্যাসিবাদী নির্বাচনে বৈধতা দানকারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রহমাতুল্লাহ
ফ্যাসিবাদী নির্বাচনে বৈধতা দানকারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শুক্রবার (২৭ জুন) বিকেল ৪ টায় দিকে বরিশালের চরকাউয়া ইউনিয়নে তালুকদার মার্কেটে ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি।ছবি-ভোরের আকাশএ সময় রহমাতুল্লাহ বলেন, শেখ হাসিনার অধীনে ভোটারবিহীন অবৈধ নির্বাচনে অংশগ্রহণকারীদের কেউ কেউ এখন বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে। এরাই মুলত সুবিধাবাদী রাজনীতিতে জড়িত। এমনকি ধর্মকে হাতিয়ার বানিয়ে ভোটের রাজনীতিতে ফায়দা হাসিল করতে চায়। তাদের এসব প্রতারণামুলক কর্মকান্ডে জনগণ জবাব দেবে।তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে। কেউ কেউ ভোট পিছিয়ে দেয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে। তাদের সঙ্গে জনগণ নেই বলে অপ-প্রচার চালাচ্ছে ঐ মহলটি।রহমাতুল্লাহ বলেন, আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে জাতীয়তাবাদী দল বিএনপি। সে লক্ষ্যে জনগণের পাশে থেকে দলের ভাবমূর্তি বজায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সব অপশক্তিকে রুখে দিতে হবে বলেও জানান তিনি।একতা সামাজিক সংগঠনের সভাপতি বাদলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর ইসলাম উজ্জ্বল, ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন সিকদার, চরকাউয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক গণী সরদার, কর্ণকাঠি জি.আর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রহমাতুল্লাহ সাব্বির, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক রাহাত তালুকদার।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক লিমন মোল্লা।ভোরের আকাশ/এসএইচ
২৭ জুন ২০২৫ ০৯:৩৬ পিএম
এপ্রিল মাসের আবহাওয়া নির্বাচনের জন্য উপযোগী নয়: রহমাতুল্লাহ
এপ্রিল মাসের আবহাওয়া নির্বাচনের জন্য উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। মঙ্গলবার (১০ জুন) বরিশাল সদর উপজেলার চরকরনজি হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।রহমাতুল্লাহ বলেন, অতীতে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলো দেশের আবহাওয়ার ওপর ভিত্তি করে উপযোগী সময়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণার পুর্বে পবিত্র মাহে রমজান ও শিক্ষার্থীদের পরীক্ষা বিবেচনায় রাখা হয়েছে। কিন্ত আবহাওয়া ও রমজানের পরপরই এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা দেয়া প্রজ্ঞাসুলভ হয়নি বলেও জানান তিনি।তিনি আরও বলেন, গুরুত্বপুর্ণ বিষয়গুলো বিবেচনা বাদ দিয়ে জোর করে এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা কেন দেয়া হয়েছে তা বোধগম্য নয়। সবকিছু বিবেচনায় রেখেই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করার যথেষ্ট সুযোগ রয়েছে। আর এ সুযোগ থাকা সত্ত্বেও যদি নির্বাচনের তারিখ বিবেচনা করা না হয় তাহলে দেশবাসীর কাছে নির্বাচনের স্বদিচ্ছা নিয়ে অবিশ্বাস তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে।রহমাতুল্লাহ বলেন, গত ১৭ বছর মানুষের ভোটের অধিকারের জন্য বিএনপি লড়াই করেছে। ভোটের অধিকার নিশ্চিতে নির্বাচন শুধু প্রশাসনের ভুমিকার সাথে সম্পৃক্ত নয়, ভোটের আবহাওয়া ও নির্বাচনী প্রচারনাও গুরুত্বপূর্ণ দিক বহন করে। সুতরাং এই সিদ্ধান্ত থেকে ফিরে এসে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি।বিশিষ্ট সমাজসেবক হায়দার নাসির উদ্দিন জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মোঃ ছবির শিকদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর ইসলাম উজ্জল, ইউনিয়ন বাস্তহারা কমিটির সদস্য সচিব রায়হান হোসেন, বিএনপি নেতা শহীদ আলম খান, ফারুক জোমাদ্দার, ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান প্রমুখ।ভোরের আকাশ/এসএইচ
১১ জুন ২০২৫ ১০:৪২ এএম
বরিশালে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে পৃথক আলোচনা ও দোয়া মাহফিল
শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন বলে জানিয়েছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রোববার (১ জুন) বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে প্রথম স্ব-নির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিল, তারা এই দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিল।তিনি আরও বলেন, সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার ও রাজনৈতিক অধিকার, এমনকি ধর্মীয় অধিকার হরণ করে দেশের মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে ভূলুন্ঠিত করা হয়েছিল। সেখান থেকে শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে উদ্ধার করেছিলেন।রহমাতুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নাম করে গত সাড়ে ৯ মাসে যা করেছে, তাতে দেশের মানুষ আশাহত হয়েছে। চব্বিশের গণ-অভ্যুথানের যে আকাঙ্ক্ষা সেই আকাংঙ্খা বাস্তবায়নে সরকারের বাস্তবমুখী অনভিজ্ঞতার কারণে এগোচ্ছে না।২৫ নং ওয়ার্ডে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ঈশতীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগর বিএনপি'র সদস্য জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর রহমান উজ্জ্বল, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ। সঞ্চালনায় ছিলেন নগর ছাত্রদল নেতা ইউসুফ আলী বাপ্পি।শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল কবির ফরহাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা, এ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ।টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে বিএনপি'র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা। এখানে সঞ্চালনায় ছিলেন ছাত্রদল নেতা কেএম মনির ও জাহিদুল ইসলাম শাকিল।ভোরের আকাশ/জাআ