ইনারিতুর সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও কেন পিছিয়ে আসেন ফাহাদ ফাসিল
মালয়ালম সিনেমার অন্যতম সেরা অভিনেতা ফাহাদ ফাসিল। তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রিতেও ব্যাপক জনপ্রিয় তিনি। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘কুম্বালাঙ্গি নাইটস’, ‘সুপার ডিলাক্স’, ‘মালিক’, ‘ট্রান্স’, ‘পুষ্পা’, ‘আভেশাম’—ফাহাদ ফাসিলের আলোচিত সিনেমার সংখ্যা অনেক। প্রতিটি সিনেমায় বিচিত্র সব চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।মালয়ালম সিনেমা জগতের অন্যতম সফল অভিনেতা ফাহাদ ফাসিল। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার সবচেয়ে প্রতিভাবান অভিনেতাদের তালিকায় বরাবরই উপরের দিকে উঠে আসে তার না।২২ ফিমেল কোট্টায়ম, মহেশিন্তে প্রতিকারাম থেকে শুরু করে সাম্প্রতিক আভেশম—প্রতিটি ছবিতেই অভিনয়ে ভিন্ন মাত্রা যোগ করেছেন যিনি। সবশেষ তার অভিনীত পুষ্পা সিনেমাও ছিল দর্শকমহলে প্রশংসিত।কিন্তু জানেন কি, একসময় নাকি ফাহাদ ফাসিরে ডাক এসেছিল সরাসরি হলিউড থেকে। আর সেটাও কি না বিশ্বখ্যাত পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর কাছ থেকে—যিনি ‘দ্য রেভেন্যান্ট’, ‘বার্ডম্যান’–এর মতো অস্কারজয়ী ছবির নির্মাতা। যার ছবিতে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নিয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও।তবে ফাহাদ নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছেন এই চমকপ্রদ ঘটনা। ফাহাদের কথায়, না, উনি (ইনারিতু) আমাকে প্রত্যাখ্যান করেননি। আসল সমস্যা হয়েছিল আমার উচ্চারণ (অ্যাকসেন্ট) নিয়ে। আমাকে বলা হয়েছিল, আমেরিকায় গিয়ে তিন–চার মাস থাকতে হবে যাতে উচ্চারণ নিখুঁত হয়। কিন্তু সেই খরচ ওরা দিতে রাজি হননি। তাই আমিই পিছিয়ে আসি।তিনি আরও যোগ করেন—ভিডিও কলে পরিচালকের সঙ্গে কথা হয়েছিল। সম্ভবত সেই কথোপকথনেই উনি বুঝে গিয়েছিলেন, আমি তার লেখা চরিত্রের মতো নই। এমন অনেক সিনেমা আমি হারিয়েছি। কিন্তু আমার জীবনের আসল জাদু ঘটেছে মালয়ালম সিনেমাতেই। তাই ভবিষ্যতেও যদি কোনও পরিবর্তন আসে, আমি চাই সেটা কেরালার মাটিতেই আসুক। মালয়ালম ছবিই আমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করুক।ইনারিতুর পরবর্তী আন্তর্জাতিক প্রজেক্টে ইতিমধ্যেই নাম জড়িয়েছে টম ক্রুজ, স্যান্ড্রা হুলার, জন গুডম্যান, মাইকেল স্টুহলবার্গ, জেসি প্লেমনস, সোফি ওয়াইল্ড এবং রিজ আহমেদের মতো তারকার।২০২৬ সালের অক্টোবরে মুক্তি পেতে চলা এই ছবির কাহিনি ঘিরে 'বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ' যিনি নিজের তৈরি মহাবিপর্যয় ঠেকাতে মরিয়া হয়ে ওঠেন।অন্যদিকে, ফাহাদ ফাসিলকে শেষ দেখা গিয়েছে মারিশান ছবিতে। এখন তিনি প্রস্তুত হচ্ছেন আসন্ন রোমান্টিক কমেডি ওকিসিকে–এর জন্য, যা মুক্তি পাবে আগামী ২৯ আগস্ট।ভোরের আকাশ/তা.কা