পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২০ জুলাই) এক তথ্য বিবরণিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তিনি। সিরিজের বাকি ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।উল্লেখ্য, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পায় টিম টাইগার্স। ১১১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। মুস্তাফিজের রেকর্ড গড়া বোলিং আর পারভেজ হোসেন ইমনের ঝড়ো ফিফটিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।ভোরের আকাশ/এসএইচ
২১ জুলাই ২০২৫ ০৯:৫৬ এএম
পূজা উদযাপন ফ্রন্টে অন্তর্ভুক্ত করায় কাশীনাথ বৈরাগীকে অভিনন্দন
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে চিতলমারীর কৃতি সন্তান কাশীনাথ বৈরাগীকে যুগ্ম আহবায়ক পদে অন্তর্ভুক্ত করায় উপজেলা আহবায়ক কমিটি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলার আহবায়ক জহরলাল সরকার, যুগ্ম আহবায়ক সন্দীপ বিশ্বাস, যুগ্ম আহবায়ক শাওন মজুমদার, কালীদাস রায়, কৃষ্ণ চন্দ্র মালাকার, মনিমোহন সরকার, শ্যামল বালা, বিধান গাইন, বিনয় কৃষ্ণ মন্ডল, নিউটন রানা, অনিলকৃষ্ণ বাদল সাহা, সুশান্ত বৈদ্য, সদস্য সচিব মানবেন্দ্র মজুমদার প্রমুখ।উল্লেখ্য, কাশীনাথ বৈরাগী চিতলমারী উপজেলার স্বেচ্ছাসেবক দল ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক।ভোরের আকাশ/জাআ