আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ০৪:০৭ পিএম
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরনো নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের জুলাই গণবিপ্লব পালিত হয়েছে। সম্প্রতি পার্লামেন্টের লেজিসলেটিভ কাউন্সিল চেম্বারে বাংলাদেশের মনসুন বিপ্লবের প্রথম বর্ষপূর্তি আয়োজন হয়। বাংলাদেশি কিমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অস্ট্রেলিয়ার প্রথমসারির রাজনৈতিক দলগুলোর আগ্রহ এবং আয়োজনে বাংলাদেশের মনসুন বিপ্লবের বর্ষপূর্তি পালন হয়। সেখানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও শিক্ষাবিদ ও এক্টিভিস্টদের আমন্ত্রণ জানানো হয়।
অস্ট্রেলিয়ার দুজন জনপ্রিয় সিনিটর এবিগেইল বয়ড ও সিনেটর ডেভিড শোবারিজের উপস্থিতি অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে।
অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন সিনেটর ডেভিড শোবারিজ। ফেসিজমের পতনে সকল রাজনৈতিক দলের অবদানের প্রশংসা করেন তিনি।
বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সবসময় সোচ্চার ছিলেন অস্ট্রেলিয়ার সিনিটর এবিগেইল বয়ড। তার নেতৃত্বে বাংলাদেশের জুলাই বীর শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
‘৩৬ জুলাই: বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার রাজনীতিবিদ, বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়, ছাত্রনেতা ও মানবাধিকারকর্মীরা।
অনুষ্ঠানে বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের রক্তঝরা দিনগুলোর স্মৃতি তুলে ধরা হয়। শেখ হাসিনার ফেসিবাদী শাসন ব্যবস্থা ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা উঠে আসে অতিথিদের কথায় ।
মনসুন বিপ্লব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই আন্দোলন যুব সমাজের রাজনৈতিক সচেতনতা এবং তাদের অধিকার আদায়ের সংগ্রামের প্রমাণ দেয়। এটি শুধুমাত্র একটি আন্দোলন ছিল না, বরং একটি নতুন ধারার সূচনা করেছে, যেখানে সাধারণ মানুষ নিজেদের কণ্ঠস্বর তুলে ধরতে সক্ষম হয়েছে।
মূল বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েস্ট সিডনি উইনিভার্সিটির শিক্ষক ও গবেষক ও এস্টিভিস্ট ড. মুবাশের হাসান, অস্ট্রেলিয়া বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় নেতা ও এনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশি এক্টিভিস্ট নিবার্চিতা পাল ও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একাংশের নেতা কবিতা চাকমা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফএম তাওহিদুল ইসলাম।
ভোরের আকাশ/জাআ