বিছানায় ঘুমিয়ে তরুণ
ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫ ০১:৫২ পিএম
শরীরে উঠে গেল বিশাল এক কিং কোবরা
ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে সাপটি বিছানায় শুয়ে আছে। সেই বিছানায় শুয়ে রয়েছেন এক তরুণও। তাঁর পায়ের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে সাপটি। ভারতের উত্তরাখণ্ডে ঘটে গেছে এমনই চাঞ্চল্যকর একটি ঘটনা। ওই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরালও হয়েছে সামাজিক মাধ্যমে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, নিজের বিছানায় শুয়ে রয়েছেন এক ব্যক্তি। তার শরীর বেয়ে দিব্যি ঘুরছে সাপের রাজা কিং কোবরা। তবে, ভয় না পেয়ে তিনি সেই ঘটনাকে ক্যামেরাবন্দি করছেন। এমনকি বেশ কয়েকবার সাপটি তার দিকে তাকিয়েও দেখে। তবে সেখানেও এই ব্যক্তির সাহস দেখলে প্রশংসা করতেই হবে।
একটা সময় আসে, যখন সাপটি ওই ব্যক্তির মাথার কাছে চলে আসে। সেখানে তিনি তার দিকে তাকিয়ে থাকেন। কিছু সময় পর সাপটি ধীরে ধীরে সেখান থেকে চলে যায়।
তবে, সাপটি যখন একেবারে সামনের দিকে চলে আসে তখন তিনি সেখান থেকে উঠে যেতে বাধ্য হন। কারণ সেই সময় সাহস দেখানোর নয়, নিজেকে বাঁচানোর দরকার ছিল। এই ভিডিও সামনে আসতেই অনেকে ওই ব্যক্তির সাহসের প্রশংসা করেছেন। আবার অনেকে একে হাসির ছলে উড়িয়ে দিয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ