ভোরের আকাশ প্রতিবেদন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ ১২:০০ পিএম
ইউক্রেনে সৈন্য পাঠানোর কথা নিশ্চিত করেছে নর্থ কোরিয়া
নর্থ কোরিয়া প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে, দেশটি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য তাদের সৈন্য পাঠিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর এক প্রতিবেদনে পিয়ংইয়ং এর সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সৈন্যরা ইউক্রেনে কুরস্ক সীমান্ত অঞ্চল ‘পুরোপুরি মুক্ত’ করার জন্য রাশিয়ান বাহিনীকে সহায়তা করেছে।
গতকাল ২৮ এপ্রিল সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দেশটির নেতা কিম জং আন এর নির্দেশেই পিয়ংইয়ং এর সামরিক বাহিনী এটি করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ার চীফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমভ ‘নর্থ কোরিয়ার সৈন্যদের বীরত্বের’ প্রশংসা করার পর নর্থ কোরিয়ার দিক থেকে এমন প্রতিক্রিয়া এলো।
দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছিলো যে পিয়ংইয়ং গত বছর কুরস্ক অঞ্চলে সৈন্য পাঠিয়ে আসছে জানিয়ে কেসিএনএ বলছে, এই সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে পারস্পারিক প্রতিরক্ষা চুক্তির আওতায়।
রিপোর্টে বলা হয়, কিম ও পুতিনের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হওয়ার প্রেক্ষাপটে নর্থ কোরিয়ার সেনাদের গত অক্টোবরে মোতায়েন করা হয়। দুই দেশের মধ্যে একটি চুক্তিও ছিলো, যেখানে ভ্লাদিমির পুতিন ও কিম পরস্পরকে সমর্থনে একমত হয়েছিলেন।
ভোরের আকাশ/এসআই
ভোরের আকাশ প্রতিবেদন
প্রকাশ : ২১ ঘন্টা আগে
আপডেট : ২১ ঘন্টা আগে
ইউক্রেনে সৈন্য পাঠানোর কথা নিশ্চিত করেছে নর্থ কোরিয়া
নর্থ কোরিয়া প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে, দেশটি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য তাদের সৈন্য পাঠিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর এক প্রতিবেদনে পিয়ংইয়ং এর সামরিক বাহিনী দাবি করেছে, তাদের সৈন্যরা ইউক্রেনে কুরস্ক সীমান্ত অঞ্চল ‘পুরোপুরি মুক্ত’ করার জন্য রাশিয়ান বাহিনীকে সহায়তা করেছে।
গতকাল ২৮ এপ্রিল সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দেশটির নেতা কিম জং আন এর নির্দেশেই পিয়ংইয়ং এর সামরিক বাহিনী এটি করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ার চীফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমভ ‘নর্থ কোরিয়ার সৈন্যদের বীরত্বের’ প্রশংসা করার পর নর্থ কোরিয়ার দিক থেকে এমন প্রতিক্রিয়া এলো।
দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছিলো যে পিয়ংইয়ং গত বছর কুরস্ক অঞ্চলে সৈন্য পাঠিয়ে আসছে জানিয়ে কেসিএনএ বলছে, এই সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে পারস্পারিক প্রতিরক্ষা চুক্তির আওতায়।
রিপোর্টে বলা হয়, কিম ও পুতিনের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হওয়ার প্রেক্ষাপটে নর্থ কোরিয়ার সেনাদের গত অক্টোবরে মোতায়েন করা হয়। দুই দেশের মধ্যে একটি চুক্তিও ছিলো, যেখানে ভ্লাদিমির পুতিন ও কিম পরস্পরকে সমর্থনে একমত হয়েছিলেন।
ভোরের আকাশ/এসআই